টেকমানবের পাঠকেরা,
আজ আপনাদের জন্য হাজির হলাম MyCell Spider A3 হ্যান্ডসেটের লিখিত রিভিউ নিয়ে। আজকের রিভিউ এ আপনারা হ্যান্ডসেটটি সম্পর্কে সম্পূর্ন জানতে পারবেন।
তো চলুন জেনে নিই হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনগুলো
••• ডাইমেনশন : এর উচ্চতা হচ্ছে ১৪৫.১ মিমি। এটি প্রস্থে ৭২.৩ মিমি এবং পুরুত্ব ৮.৩ মিমি
••• অপারেটিং সিস্টেম : ডুয়াল সিমের এই হ্যান্ডসেটটি চালিত হবে এন্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ভার্সনে।
••• সি.পি.ইউ : এর সি.পি.ইউ হচ্ছে ১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর।
•••চিপসেট :MT6582
•••ডিসপ্লে : এতে ব্যাবহার করা হয়েছে qHD LCD IPS Capacitive touch screen with G+F+F Technology
•••ডিসপ্লে সাইজ : ৫.০ ইঞ্চি এবং রেজোলিউশন ৯৬০x৫৪০ পিক্সেল এবং অবশ্যই মাল্টিটাচ ডিসপ্লে
••• ক্যামেরা : তো চলুন এবার আসি ক্যামেরার কথায়। এর ব্যাক ক্যামেরা হলো
৮ মেগাপিক্সেল , রয়েছে অটোফোকাস, ফ্লাস
এবং এর রেজোলিউশন ৩২৬৪x২৪৪৮ পিক্সেল।
এর ফ্রন্ট ক্যামেরাটিতে ৩ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাবহার করা হয়েছে।
••• মেমোরি : হ্যান্ডসেটটির র্যাম (RAM) হলো ১ গিগাবাইট । অর্থাৎ হাই রেজোলিউশনের গেমস এতে সাপোর্ট করবে।
এর রম (ROM) অর্থাৎ ফোন মেমোরি ৮ গিগাবাইট।
video link : http://www.youtube.com/watch?v=g29Fzmi8e6s
এছাড়াও এতে Micro SD Card Slot এর মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি ব্যাবহার করা যাবে।
•••সেন্সর : এতে যে সেন্সরসমূহ ব্যাবহার করা হয়েছে তা হলো : Proximity sensor,light sensor, Gravity sesnsor.
•••স্পেশাল ফিচারস : এর স্পেশাল ফিচারগুলো হলো Hand motion 1 direction, Quick gesture, Flip the screen calls mute, 3 finger screen shot, Double finger volume control,Double tap to lock.
•••ব্যাটারি : এতে লিথিয়াম-আয়ন ২২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যাবহার করা হয়েছে।
এটি এখন বাজারে পাওয়া যাচ্ছে।
এর বাজারমূল্য হলো ৮৯৯০/= টাকা ।
খুব শীঘ্রই এর ভিডিও রিভিউ আমাদের চ্যানেলে পাবেন। তাই এর ভাডিও রিভিউটি দেখতে আমাদের সাথে কানেক্টেড থাকুন ।
আশা করি আজকের রিভিটি আপনাদের ভালো লেগেছে।
video link : https://www.youtube.com/watch?v=g29Fzmi8e6s
টেক সম্পর্কে আরোও জানতে,
এরকম আরোও তথ্য, রিভিউ ও টিপস পেতে Techmanob এর সাথে কানেক্টেড থাকুন।
আমাদের ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/techmanob
আমাদের ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/techmanob
আমাদের ফেসবুক পেজ : https://www.facebook.com/thetechmanob
--ধন্যবাদ
আমি Black shark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নাই বা দেখলাম আপনার “ভাডিও”