এন্ড্রয়েড বাগ (Bug) সমস্যার সমাধান

সিম্ফোনী, ওয়াল্টন এবং ম্যাক্সিমাসের এন্ড্রয়েড মোবাইল গুলোতে একটা বাগ আছে। বাগটা হলো যে মোবাইল গুলোতে যদি শুধু মাত্র সমান চিহ্ন (=) (ব্রাকেট ছাড়া) দিয়ে কোন টেক্সট মেসেজ পাঠানো হয় তবে সেটটি রিস্টার্ট নিয়ে নেয়। বিশ্বাস না হলে নিজে চেষ্টা করে দেখুন।

ভয় পাবেন না। সমস্যাটির সমাধান আমি করে ফেলেছি আশা করি।

এন্ড্রয়েড মোবাইলের যে বাগ এর কথা আপনাদেরকে বললাম তা খুব সম্ভবত এন্ড্রয়েড 4.2.1 এবং এন্ড্রয়েড 4.2.2 এর জন্য। আরো পেলে জানাবেন।

আপনাদের বলেছিলাম সমস্যার সমাধান আমি দিবো আপনাদের। তাই এই ঈদে আপনাদের জন্য আমার এপটির ডাউনলোড লিংক পোস্ট করছি। ডাউনলোড করার আগে এপটির ব্যাপারে একটু জেনে নিন।

নাম: =Blocker

কিভাবে কাজ করে?
এপটি আপনার মোবাইলে কোন মেসেজ রিসিভ করার সময় আপনার ডিফল্ট মেসেজিং এপের আগে মেসেজটি পরীক্ষা করে এবং যদি মেসেজটি থ্রেড ফ্রি হয় তবে তা মেসেজিং এপকে রিসিভ করার পারমিশন দেয়। আর যদি মেসেজটি থ্রেড কন্টেইন করে তবে মেসেজটি বাইপাস করে দিবে। অর্থাৎ মেসেজটি আপনার মোবাইলে রিসিভ হবে নাহ।
*** =Blocker শুধু মাত্র = কন্টেইন করে সেই মেসেজই ব্লক করবে। = এর সাথে অন্য কোন কেরেক্টার থাকলে তা ব্লক করবে নাহ।

সুবিধাঃ
১-Blocker একটি মেসেজ আসলে মেসেজটি কি সেইফ বা রিস্কি তা অডিও নোটিফিকেশানের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে।
২- থ্রেড সেন্ডারের জন্য অটোমেটিক একটি টেক্সট মেসেজ রেডি করে দিবে যা =Blocker এর প্রমো হিসেবে কাজ করবে। তবে মেসেজটি সেন্ড হবে ইউজারের কনফারমেশনের পর। আমি আশা করি মেসেজটি সেন্ড করবেন।
৩-একবার ইন্সটল করে ফেললে আর চিন্তা করতে হবে নাহ। =Blocker নিজেই নিজের কাজ করবে।
৪- আপনাকে কোন কিছু কনফিগার করতে হবে না।

অসুবিধাঃ
১-কারা আপনার মোবাইলে থ্রেড সেন্ড করেছে তাদের কোন লিস্ট মেইন্টেইন করা হচ্ছে না। যদিও সামনের ভার্সনে এটা এড করার চিন্তা আসে।
২- প্রমো মেসেজটি বিরক্তিকর হতে পারে। সামনের ভার্সনে তা সরিয়ে ফেলা হবে। শুধুমাত্র এপের প্রচারে ব্যবহার করা হয়েছে।

Download

আশা করি এপটি আপনাদের সমস্যার সমাধান করবে। এপটি যদি কাজ না করে তাহলে জানাবেন। কারণ যে কোন ভুল থাকা স্বাভাবিক।

Level 1

আমি মোজাম্মেল হোসেন চৌধুরি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কই? আমি একটা সিম্পোনী অ্যাান্ড্রয়েডে টেস্ট করলাম। ফোনটা রিবুট নিলো না।

আমার এক শালায়(ফ্রেন্ড),অই = চিনহ দিয়া টেক্সট দিয়া জ্বালায়। ডাউনলোড দিলাম।দেখি কি হয়। Symphony Xplorer W32

Level 0

ঈদ কই পেলেন ভাই? কার টেক্সট কপি করেছেন?

কই ? আমার ফোন তো রি স্টার্ট নিল না! আর হ্যা,ঈদ কই পাইলেন এখন!!!!!! 🙂

Level 0

http://bddroid.com/bddr/2965512 …….. Original Post…. from Subrata Shuvo

কপিপেস্ট করলে সম্মান পাওয়া যায় না বরং সম্মান হারায়।