সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করলাম অনেক দিন পর।নিশ্চই সবাই ভালো আছেন।যাই হোক কাজের কথা আসি।অনেকে হয়তো আমার টিউনের শিরোনাম দেখে চোখ চানা-বড় করছেন যে,কিভাবে আবার এন্ড্রয়েড মোবাইলকে Windows 7 অথবা Windows Xp বানিয়ে ফেলবো।আসলে সব কিছুই এখন আমাদের হাতের নাগালে চলে এসেছে।প্রথমে আমি নিজেও চমকে গিয়েছি কিন্তু যখন নিজের মোবাইলকে সেই রকম করলাম তখনি বুঝলাম সম্ভব।যাই হোক আজকের আমার লেখার প্রধান উপকরণই হচ্ছে এন্ড্রয়েড মোবাইলকে বা ট্যাবকে Windows এ পরিণত করা।আমারা আমাদের এই কাজটি একটি এন্ড্রয়েড লাঞ্চার দিয়ে সহজে করতে পারি।
চলুন তাহলে কাজে হাত দিই।প্রথমে আপনি এন্ড্রয়েড লাঞ্চারটি ডাউনলোড করে নিতে হবে আপনার মোবাইলে।ডাউনলোড করার পর আপনি ইন্সটল দিয়ে নিন আপনার মোবাইলে।কিছু স্ক্রিন শর্ট দেখুন আমার মোবাইলের।
যাই হোক ইন্সটল দেয়া খুবই সহজ কেঁউ যদি কোন ধরনের সমস্যা পড়েন তাহলে ভিডিওটি দেখতে পারেন।সেখানে দেয়া আছে আপনি কিভাবে ইন্সটল দিবেন সেখান থেকে একেবারে কিভাবে চালাবেন সেটা পর্যন্ত। ২ মিনিটের ভিডিওটি দেখলে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। আর লাঞ্চারটি সুবিধা হচ্ছে একসাথে আপনি Windows 7,XP,Vista সবটা পাবেন একটার ভিতর।আপনি যেটার ফিচার চান শুধু মাত্র স্ক্রিন এ আঙ্গুল একটু গুরালেই পরিবর্তন হয়ে যাবে।
তাচাড়া লাঞ্চারটিতে ৬ টি আলাদা আলাদা ওয়ালপেপার আছে।এমনকি Windows এর মত কপি পেস্ট,সি ড্রাইব,ডি ড্রাইব সব কিছুই আছে।সহজ কথা পুরো পুরি উইন্ডজ আবহাওয়া বা পুরোপুরি বলা যায়।
সরাসরি ডাউলোড করুন এই লিংক থেকে
ডাউনলোড করার পর আপনার ফাইল ম্যানাজারের ডাউনলোড ফোল্ডারে গিয়ে Apk ফাইলটি পাবেন যেখানে থেকে সহজে ইন্সটল করতে পারবেন।
আর গুরে আসতে পারেন সকল ধরনের ফ্রি এবং পেইড এপ্স,গেমস,থিম ফ্রিতে ডাউনলোড করতে এখানে Androik
আমি techcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai onek puran jinis notun kisu den