কেমন আছেন বাংলাদেশের প্রযুক্তিখোর মহোদয়? নিশ্চয়ই ভাল। প্রযুক্তি প্রেমীরা ইচ্ছে করেও কখনো খারাপ থাকতে পারে না। এটা আমার নিজস্ব মতবাদ। কথাটা একটু দার্শনিক টাইপের হয়ে গেলো নাকি? যাই হোক আজ আমরা শিখব কিভাবে এন্ড্রয়েড ডিভাইসে নিজের ইচ্ছেমত যে কোন ফন্ট ইনস্টল করা যায়। চলুন শুরু করা যাক।
প্রথমেই আপনার মোবাইলটি অবশ্যই রুট করা থাকতে হবে। যদি রুট করা না থাকে তাহলে নিচ থেকে আমার টিউনটি অনুসরন করে রুট করে নিন।
https://www.techtunes.io/wp-admin/post.php?post=342065&action=edit&message=6
ধরলাম আপনার ডিভাইসটি এখন রুট করা আছে। তাহলে আর দেরি করছেন কেন? ঘ্যাচাং করে বিদায় দিন একঘেয়ে ডিফল্ট ফন্টটি।
প্রথমেই যে ফন্টটি ইনস্টল দিবেন সেটি ডাউনলোড করে নিন। কি বুঝতে পারছেন না কোনটা দিবেন। তাহলে নিচ থেকে আমার পছন্দের যে কোন একটা ফন্ট ডাউনলোড করেন নিন।
উপরের গুলো ভাল না লাগলে ডাউনলোড করে নিন ৫০০ ফন্টের জিপ ফাইল। Extract করে ইনস্টল দিন।
এবার ফন্টটি মেমরী বা ফোন মেমরীর কোন এর জায়গায় রেখে দিন এবং মনে রাখুন কোথায় রেখেছেন।
নিচ থেকে ifont ফন্ট ইন্টলার এপটি ডাউনলোড করুন।
ইনস্টল করে ওপেন করুন। অপশন থেকে custom এবং click this (লাল লেখা) তে ক্লিক করুন। ফোল্ডার লিস্ট থেকে আপনার পছন্দের ফন্টটি সিলেক্ট করে Set চাপুন। রিস্টার্ট চাইলে OK চাপুন।
উপভোগ করুন কাস্টম ফন্টের স্বাদ
পোস্টটি আপনার ভাল লাগলে নিচ থেকে ফেসবুক আইকনে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন। আপনার একটি কমেন্ট আমাকে এন্ড্রয়েড নিয়ে আরো মজাদার টিউন উপহার দেয়ার অনুপ্রেরণা যোগাবে।
আমি আবির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আনরুটেড এন্ডয়েড এ ডকুমেন্ট ফাইলএ বাংলা পড়ার কো উপায় আছে কি?