এখন থেকে অংকের সমাধান আপনার মোবাইল দিবে!!(এন্ড্রাইড , উইন্ডোজ এবং আইওএস মোবাইলের জন্য)

আশা করি সবাই ভালো আছেন।

অনেকদিন পর আজ একটি কাজের টিউন নিয়ে এসেছি।

পড়া-লেখা বিশেষ করে অংক করা নিয়ে স্কুলের শিক্ষার্থীদের সমস্যার অন্ত থাকে না।

এই সমস্যা থেকে মুক্তি দিতে যাচ্ছে অর্থাৎ এবার অঙ্কের সমাধান দিবে মোবাইল।

ছেলে-মেয়েদের অংক করা নিয়ে এখন থেকে আর ভাবতে হবে না।

কেননা এখন থেকে অঙ্কের সমাধান দেবে মোবাইল ফোন!

তারজন্য মোবাইলে বিনা মূল্যে ‘ফটোম্যাথ’ নামক একটি অ্যাপ ব্যবহার করলেই হবে।

সংবাদ মাধ্যমের এক খবরে বলা হয়েছে, ‘ফটোম্যাথ’ অ্যাপটি মোবাইলে থাকলে, বই-খাতার বা যে কোনো স্থানের লেখা যে অঙ্কটি কষতে হবে, ফোনের ক্যামেরা দিয়ে শুধু সে অংকটির ছবি তুললেই সঙ্গে সঙ্গে অঙ্কটির বা সমীকরণের সমাধান জানাবে ওই অ্যাপটি।

ইচ্ছে করলে অঙ্কটি কীভাবে সমাধান করা হয়েছে, সেটিও দেখে নেওয়া যাবে।

এই ‘ফটোম্যাথ’ নামক অ্যাপটি অপটিক্যাল ক্যারেক্টার শনাক্ত করে গাণিতিক সমস্যা বুঝতে পারে।

সেই ফাংশানটি সমাধান করে ফলাফল দেখিয়ে দেয়।

বিনামূল্যের এই ‘ফটোম্যাথ’ অ্যাপটি তৈরি করেছে ক্রোয়েশিয়ার অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোব্লিঙ্ক।

গত বছরের শেষের দিকে উইন্ডোজ এবং আইওএস মোবাইলের জন্য বিনামূল্যের এই অ্যাপটি উন্মুক্ত করার পর এখন পর্যন্ত উইন্ডোজ এবং আইওএস ফোনে ১১ মিলিয়ন বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়।

সবচেয়ে ভালো খবর হলো, সম্প্রতি অ্যান্ড্রয়েড চালিত মোবাইলের জন্যও এই অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে।

অ্যান্ড্রয়েড মোবাইলে এই ‘ফটোম্যাথ’ অ্যাপটি ডাউনলোড করা যাবে!

আপনার যদি এন্ড্রাইড মোবাইল হয় তাহলে এখানে গিয়ে ডাউনলোড করে নিন।

আপনার যদি উইন্ডোজ মোবাইল হয় তাহলে এখানে গিয়ে ডাউনলোড করে নিন।

আর আপনার যদি আইওএস মোবাইল হয় তাহলে এখানে গিয়ে ডাউনলোড করে নিন।

যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে পাবেন।

আমার ফেসবুক আইডি

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন তো !

Level New

ধন্যবাদ ভাই

এটা নিয়ে এর আগেও অনেক ব্যাপক একটা টিউন হয়েছে। লিঙ্কঃ w w w.techtunes.io/edutunes/tune-id/337773

Parle class five gonit somadhan boi tar download link diben pls.

টিউন করেছেন ভালো কথা…..কিন্তু ধন্যবাদ জানাতে কার্পন্য করছি!!! কেননা ক’দিন আগেই “সানিম মাহবীর ফাহাদ” ফটোম্যাথ নিয়ে টিউন করেছেন…..আপনিতো বেশ কিছু টিউন করেছেন ইতিমধ্যে কিন্তু অতি সাধারণ এ নিয়মটা ভঙ্গ করলেন কীভাবে? কিংবা ভুল করলেনই কীভাবে? 😯
এত কথা বলার কারণ কোন বিদ্বেষ থেকে না- কথা হচ্ছে টিউন করার আগে ন্যূনতম গবেষণা করবেন, কেননা অ্যাপটা এতই মজার আর অস্থির যে, মন দিয়ে টিউন করলে এটার কিছু ব্যবহারিক ছবি যোগ করতে পারতেন…..তাহলে টিউনটা আবহমান কালের একঘেয়ে কথার জঞ্জাল না হয়ে অনেকটা আকর্ষণীয় হতে পারত……টিউন পড়ে পড়ার আগ্রহ তৈরি না হলে ফোরামের কোন স্বার্থকতা থাকে কি?
ভাষার তীব্রতাটুকু শুধুমাত্র সমালোচনা হিসেবেই দেখবেন আশাকরি- আপনার পরবর্তী টিউনের অপেক্ষায় থাকলাম 🙂

Level New

nitol@vai ami jantam na j eti niye age tune kora hoise. Sorry all

এর আগে ফাহাদ ভাইয়ের একটা টিউন আছে এর উপর। যেহেতু উনি সুপ্রিম টিউনার, তাই আপনার টিউনের চেয়ে উনার টিউনের মান অনেক উন্নত।