PicsArt অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে যেকোন মুভি পোস্টারের সুন্দর ডিভিডি আইকন তৈরীর পদ্ধতি

যারা মুভি ভালবাসেন, তারা নিজেদের মুভি ফোল্ডারগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করেন নিশ্চয়ই। নিজেদের কালেকশনের মুভিগুলোর পোস্টার দিয়েই মুভি ফোল্ডারগুলোকে সুন্দর সুন্দর আইকনে পরিণত করে রাখা যায়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে ও মুভি দেখার আগ্রহও বাড়িয়ে দেয় বহুগুণ। ছবি দেখুন-

ডিভিডি আইকনযুক্ত মুভি পোস্টার

কি বিষয় নিয়ে কথা বলছি বুঝে গেছেন নিশ্চয়ই।

যারা জানেন তারা অনেকে হয়তো ফটোশপ ব্যবহার করেছেন এই কাজ করতে। সেটা অনেক ঝামেলা। আর যেখানে অ্যান্ড্রয়েডের মিনি ফটোশপ PicsArt আছেই তাহলে পিসির ফটোশপের ঝামেলার কি প্রয়োজন?

যারা জানেন না তাদের আজ এটা কিভাবে করতে হয় তা শিখিয়ে দেব।

যা লাগবেঃ
১। যেকোন অ্যান্ড্রয়েড ফোন। [হ্যাঁ, ঠিকই দেখছেন। একদম ৩-৪ হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকার অ্যান্ড্রয়েড - একদম যেকোন অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কাজ হবে]

২। ইচ্ছেমত যেকোন মুভির পোস্টার। [গুগল সার্চ করে মুভির নাম দিয়ে পোস্টার খুঁজুন। পোস্টার যত আনকমন ও ক্রিয়েটিভ হবে, তত সুন্দর লাগবে]

৩। PicsArt (অ্যান্ড্রয়েড অ্যাপ) [গুগল সার্চ বা প্লেস্টোর বা এই পোস্টের নিচ থেকে ডাউনলোড করুন]

৪। DVD ICON .png Photo [এটাও গুগলে সার্চ দিলে পাবেন বা পোস্টের শেষে ডাউনলোড লিঙ্ক দেয়া আছে। ডাউনলোডের সময় শেষে .png আছে কিনা দেখে নিন]

৫। IcoFX (পিসি সফটওয়্যার) [গুগল সার্চ বা এই পোস্টের নিচ থেকে ডাউনলোড করুন]

৬। নিজের হাতের আঙ্গুল। [এটা কোথাও থেকে ডাউনলোড করতে হবে না]

পুরো কাজ একদম সহজ, মাত্র কয়েক মিনিটের কাজ। যাতে একদম কমবয়সীরাও সহজে বুঝতে পারে, তাই একদম প্রতিটি পদক্ষেপের স্ক্রিনশট নিয়ে ৫২টি ছবি একত্র করে PDF ফাইল আকারে দেয়া হয়েছে। এত ছবি দেখে অনেক কাজ মনে করার কিছু নেই। ব্লগে অত ছবি আপলোড করতে প্রচুর সময় নেয় তাই PDF ফাইলের ব্যবস্থা আরকি। সাইজ মাত্র ৫ মেগাবাইটের মত। এটা কম্প্রেস করা ফাইল, তাই সেটা ওপেন করতে পিসিতে Winrar সফটওয়্যারটা প্রয়োজন হবে, যেটা প্রায় সবার কাছে থাকেই। না থাকলে গুগল করুন।

কাজটা একবার করে বুঝে গেলে দুয়েক মিনিটেই পুরোটা করা যায়। তাই মনোযোগ দিয়ে প্রতিটা স্টেপ ফলো করুন।

ডাউনলোড- (Only Tutorial): http://www70.zippyshare.com/v/0MBr7HD0/file.html

ডাউনলোড- (DVD Icon): http://www21.zippyshare.com/v/1W4831K8/file.html

ডাউনলোড- (PicsArt Andoid App): http://www.appsapk.com/picsart-photo-studio/

ডাউনলোড- (IcoFX PC App): http://filehippo.com/download_icofx

কোন সমস্যা থাকলে জানাবেন। আর করতে পারলে নিজেদের মুভি ফোল্ডারের স্ক্রিনশট দেখাতে ভুলবেন না যেন! সবাইকে দেখিয়ে দিন, কত সুন্দর দেখাচ্ছে আপনার মুভি কালেকশন!

ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি নাজমুল হোসেন শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এন্ড্রাইড ফোনে দিয়ে কি টেকটিউনিসে পোস্ট
করা যায়।আমি নতুন টিউনার আমাকে
সাহ্যয্য করুন।আমি জানতে চাই এন্ড্রাইড ফোন
দিয়ে কিভাবে post korbo.