Carliv Touch Recovery হল CWM বেইজ রিকোভারি। এবং এতে টাচ সাপোর্ট করবে। আর রিকোভারি নিয়ে আগে অনেক টিউনস হয়েছে তাই আর বিস্তারিত লেখছি না।
প্রথমে Mobileuncle MTK Tools ইনস্টল দিন। এরপর recovery.img ফাইলটি আপনার SD CARD এ রাখুন। অন্য কোনও ফোল্ডারে রাখবেন না।
Mobileuncle MTK Tools ওপেন করে নিচের ছবির নির্দেশনা অনুযায়ী কাজ করুন। এরপর ফোন বন্ধ হয়ে আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে। ব্যাস ইনস্টল হয়ে গেল Carliv Touch Recovery
আসুন দেখি দেখতে কেমন হবে Carliv Touch Recovery , আর এটা টাচ সাপোর্টেড তাই এটা নিয়ে কোনও কথা হবে না। মজার ব্যাপার হল, এর সাথে একটা সুন্দর ফাইল ম্যানেজার আছে।
এটা CWM Based Recovery তাই এটা নিয়ে আর বিস্তারিত বলতে হবে না, আশা করি।
আজকে বিদাই নিচ্ছি। এরপরের টিউনে দেখাব কি করে অন্যান্য এন্ডোয়েড ডিভাইসে Carliv Touch Recovery ইনস্টল করবেন। এবং তা খুব শীঘ্রই।ততদিন ভাল থাকবেন।
ফেসবুকে Ridowan Hossain
আমি রিদোয়ান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Walton Primo S3 এর দেন?