SYMPHONY W65 এ CTR (Carliv Touch Recovery) ইনস্টল করুন

সুপ্রিয় টেকটিউনস পরিবারের সদস্যগন। আসসালামুয়ালাইকুম। আশা করি ভাল আছেন সবাই। টিউনের টাইটেল দেখে আজ বুঝে গেছেন কি নিয়ে টিউন করতে চলেছি।

তার আগে তো বলতে হবে CTR(Carliv Touch Recovery) কি?

Carliv Touch Recovery হল CWM বেইজ রিকোভারি। এবং এতে টাচ সাপোর্ট করবে। আর রিকোভারি নিয়ে আগে অনেক টিউনস হয়েছে তাই আর বিস্তারিত লেখছি না।

SYMPHONY W65 এ CTR ইনস্টল করতে জন্য যা যা লাগবে

star 7১. recovery .img

star 7২.  Mobileuncle MTK Tools

star 7৩.Root করা মোবাইল

Mobileuncle MTK Tools নিচে থেকে ডাউনলোড করুন

star 7Mobileuncle MTK Toolsstar 7

star 7গুগল প্লে লিংক Mobileuncle MTK Toolsstar 7

SYMPHONY W65 এর জন্য নিচে থেকে recovery.img ফাইলটি ডাউনলোড করুন

star 7recovery.imgstar 7

প্রথমে Mobileuncle MTK Tools ইনস্টল দিন। এরপর recovery.img ফাইলটি আপনার SD CARD এ রাখুন। অন্য কোনও ফোল্ডারে রাখবেন না।

Mobileuncle MTK Tools ওপেন করে নিচের ছবির নির্দেশনা অনুযায়ী কাজ করুন। এরপর ফোন বন্ধ হয়ে আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে। ব্যাস ইনস্টল হয়ে গেল Carliv Touch Recovery

আসুন দেখি দেখতে কেমন হবে Carliv Touch Recovery , আর এটা টাচ সাপোর্টেড তাই এটা নিয়ে কোনও কথা হবে না। মজার ব্যাপার হল, এর সাথে একটা সুন্দর ফাইল ম্যানেজার আছে।

এটা CWM Based Recovery তাই এটা নিয়ে আর বিস্তারিত বলতে হবে না, আশা করি।

star 7star 7star 7আজকে বিদাই নিচ্ছি। এরপরের টিউনে দেখাব কি করে অন্যান্য এন্ডোয়েড ডিভাইসে Carliv Touch Recovery ইনস্টল করবেন। এবং তা খুব শীঘ্রই।ততদিন ভাল থাকবেন।star 7star 7star 7

ফেসবুকে   star 7star 7star 7 Ridowan Hossainstar 7star 7star 7

Level 0

আমি রিদোয়ান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Walton Primo S3 এর দেন?

আপনার কি S3 নাকি S3 mini??

Symphony w85 এরটাও চাই চাই।

Symphony W32 র জন্য চাই।

Samphony w150 এর জন্য দরকার ভাই

আপনারা একটু ওয়েট করুন আমি নতুন টিউন নিয়ে আসছি। ভিডিও টিউন নিয়ে আসতেছি। কারও বুঝতে সমস্যা হবার কথা নয়। আর এটাতে CMD Recovery এর মতো ঝামেলা নাই। কালকে ভিডিও বানাব। পরদিন টিউন করব।

Level 0

আমার সেট এর Model Samsung Galaxy Fame Light s-6790..আমি আমার সেট টা Root করে ফেলছি। কিন্তু এখন আমি আমার সেট এর Google Account Add করতে পারতেছিনা।। আমি Add Account এ গিয়ে Google এ সাইন ইন দিলে এইরকম আসে– Cant establish a reliable connection to the server. This could be a temporary problem or your android device may not be provisioned for data services. If it continues, call customer care..

এখন এমন অবস্থায় আমি কি করতে পারি, তা দয়া করে Android Expert দের কাছ থেকে জানতে চাচ্ছি।।

আপনি, নতুন একাউন্ট খোলার চেষ্টা করুন। অনেক সময় টু স্টেপ ভেরিফিকেশান চালু থাকলে সাইন ইন হয় না। যদি তাও না হয় তবে ফোনটা রিস্টোর দিয়ে দেখতে পারেন।

Level 2

Vaiya Amar Walton Primo G5 ar recovery.img khub dorkar.

Level 2

@রিদোয়ান হোসেন—–ata to kaj kore na vai (TWRP) ta manage kore deben…

Level 2

Amar phona CWM mode a jassa na.Please help