বন্ধুরা, আজ বাজারে আসতে চলেছে WALTON এর আরেকটি হ্যান্ডসেট Walton Primo GM ।
চলুন জেনে নিই হ্যান্ডসেটটির ফিচারগুলো।
ভিডিও লিঙ্ক ঃ https://www.youtube.com/watch?v=RbSwnfkB3U4
এই হ্যান্ডসেটটি মূলত গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে তৈরী করা হয়েছে। মধ্যম বাজেটের মধ্যে সেটটিতে যা যা সুবিধা দেওয়া হয়েছে তা সত্যিই প্রসংশনীয়।
হ্যান্ডসেটির অপারেটিং সিস্টেম হলো Android 4.4.2 kitkat ভার্সন।
প্রসেসর হলো 1.3 GHz কোয়াডকোর প্রসেসর এবং জিপিইউ Mali-400
এর স্ক্রিনসাইজ হলো 5 Inch grin emoticon FWVGA টাচস্ক্রিন।
IPS ডিসপ্লে ও ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। রেজোলিউশন 480x854
এতে 16.7 মিলিয়ন কালারস সাপোর্ট করবে।
ক্যামেরা :
এর ব্যাক ক্যামেরা অর্থাৎ মেইন ক্যামেরাটি 5 মেগাপিক্সেলের। এতে CMOS সেন্সর ব্যাবহার করা হয়েছে। এবং অবশ্যই অটোফোকাস রয়েছে wink emoticon
এর ফ্রন্ট ক্যামেরাটি 1.3 মেগাপিক্সেলের অর্থাৎ ভিজিএ ক্যামেরা। কিন্তু দিনের আলোতে ভালো ছবি উঠবে বলে আশা করি। smile emoticon
তাছাড়া এতে ফুল HD অর্থাৎ 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে।
ভিডিও লিঙ্ক ঃ https://www.youtube.com/watch?v=RbSwnfkB3U4
এর র্যাম(RAM) 1 GB । এর ফোন মেমোরি অর্থাৎ ROM 8 GB এছাড়াও Micro SD Card ব্যাবহারের মাধ্মে 32 GB পর্যন্ত মেমোরি ব্যাবহার করা যাবে।
এতে ব্যাবহারকৃত সেন্সরগুলো হলো : Accelerometer sensor, Light sensor, Proximity sensor, Orientation, Magnetic field, Hall sensor *, GPS module.
এতে 4000 mAh লিথিয়াম আয়নের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
এর ওজন 160 gm (ব্যাটারিসহ)
এবং আকার : 141x71.9x9.3 mm
এর বাজারমূল্য নির্ধারন করা হয়েছে মাত্র 9290/= টাকা।
আশা করি হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনস গুলো আপনাদের ভালো লেগেছে।
টেক সম্পর্কে আরোও জানতে,
এরকম আরোও তথ্য, রিভিউ ও টিপস পেতে Techmanob এর সাথে কানেক্টেড থাকুন।
আমাদের ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/techmanob
আমাদের ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/techmanob
--ধন্যবাদ।
আমি Black shark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vga=0.3 mp