Walton primo NX2 ফুল বাংলা ভিডিও রিভিউ [Fingerprint sensor]

আজ আপনাদের জন্য নিয়ে এলাম আরো একটি নতুন হ্যান্ডসেটের রিভিউ। আজ যে হ্যান্ডসেটটির ব্যাপারে আপনাদের জানাবো সেটি হলো ‪#‎Walton_Primo_NX2
তো চলুন দেখে নেওয়া যাক ‪#‎কি_কি_আছে_এই_হ্যান্ডসেটটিতে। এবং এর আকর্ষনীয় ফিচারসমূহ

ভিডিও লিঙ্ক : https://www.youtube.com/watch?v=B3sJF8WU7tE

সর্বপ্রথমেই জেনে নিই হ্যান্ডসেটটির ‪#‎স্পেশাল_ফিচারগুলি : Universal remote অর্থাৎ আপনি এটিকে যেকোনো স্মার্ট টিভির রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন, তাছাড়া এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম অর্থাৎ আপনি আপনার হাতের ছাপের মাধ্যমে আপনার ফোনটিকে আনলক করতে পারবেন। এবং আপনার অনুপস্থিতিতে কেউ আপনার ফোনটি ব্যবহার করতে পারবে না। সবচেয়ে বড় সুবিধা হলো এতে পাসওয়ার্ড এর ঝামেলা দূরীভূত হলো।

‪#‎অপারেটিং_সিস্টেম : এই হ্যান্ডসেটটি চালিত হবে এন্ড্রয়েড 4.4.2 (Kitkat) ভার্সনে।

‪#‎চিপসেট : এর সি.পি.ইউ হলো 1.3 GHz কোয়াডকোর প্রসেসর
এবং জি.পি.ইউ : মালি 400

‪#‎বডি : হ্যান্ডসেটটির উচ্চতা 152.4 mm , প্রস্থে 75.9 mm , এবং থিকনেস 9.3 mm
এর ওজন হলো 156 gm এবং এতে কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে।

‪#‎ডিসপ্লে : হ্যন্ডসেটটি 5.5 inch HD ক্যাপাসিটিভ ডিসপ্লে এবং এর রেজোলিউশন 1280*720 পিক্সেল।

‪#‎ক্যামেরা : এর প্রাইমারি অর্থাৎ ব্যাক ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি অর্থাৎ ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের।
তাছাড়া এতে Auto Focus, HDR Mode, Live Photo Mode, Motion Track Mode, Face Beauty ইত্যাদি মোড রয়েছে।

এর ক্যমেরা দ্বারা সম্পূর্ণ HD 1080p এর ভিডিও করা যাবে

ভিডিও লিঙ্ক : https://www.youtube.com/watch?v=B3sJF8WU7tE

‪#‎মেমোরি : হ্যান্ডসেটটির র্যাম (RAM) 1 GB , ফোন মেমোরি (ROM) 8 GB , তাছাড়া এতে Micro SD Card স্লটের মাধ্যমে 32 GB পর্যন্ত মেমোরি ব্যবহার করা যাবে।

‪#‎ব্যাটারি : ফোনটিতে 3000 mAh এর লিথিয়াম পলিমার ব্যটারি ব্যবহার করা হয়েছে ।

এটি খুব সম্ভবত ফেব্রুয়রি মাসে বাজারে আসবে।

এবং এর বাজারমূল্য ১৪৪৯০ টাকা

ভিডিও লিঙ্ক : https://www.youtube.com/watch?v=B3sJF8WU7tE

টেক সম্পর্কে আরোও জানতে,
এরকম আরোও তথ্য, রিভিউ ও টিপস পেতে Techmanob এর সাথে কানেক্টেড থাকুন।
আমাদের ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/techmanob

আমাদের ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/techmanob

আমাদের ফেসবুক পেজ : https://facebook.com/thetechmanob

--ধন্যবাদ।

Level 0

আমি Black shark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

camera matro 4mp keno

But bd te 20000 tk er vitor walton primo s2 er upor android nai….