প্রথমেই সালাম নিবেন। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের আর ভালো করে দিতে আজ আমার এই টিউন টি।
যা যা লাগবে:-
১)Whatsapp.apk
২)Whatsapp file sender Pro.apk
৩)Whatspacked.apk
৪)Droid Splitter.apk
৫) File manager
আমি বলবো B1 Free Archiver.apk ব্যবহার করতে। কারণ এটি অন্য এ্যাপ গুলোর চেয়ে ব্যবহার করা সহজ।
৬)ইনস্টল করুন উল্লেখিত এ্যাপ গুলো
৭)সতেজ মনমানসিকতা
তাহলে চলুন শুরু করি :-
হোয়াটস এ্যাপ একটি কমিউনিকেশন এ্যাপ। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বতর্মান এ ইন্টারনেট ইউজ করে কিন্তু হোয়াটস এ্যাপ ইউজ করেনা এমন লোক কম ই আছ। বতর্মান বিভিন্ন সিম হোয়াটস এ্যাপ ফ্রী করে দিয়েছেন। সেই সুবাদে ব্যবহারকারী বেশী। অনেকেই কম বেশী জানেন যে, হোয়াটস এ্যাপ এর সাহায্য বিভিন্ন ফাইল শেয়ার করা যায়,কিন্তু অনেকে জানেন না কীভাবে সে ফাইলগুলো প্লে করতে হয়। অনেকেই মনে করেন এগুলো অডিও ফাইল, কিন্তু বাস্তবে ফাইল গুলো অডিও না, তবে অনেকেই অডিও শেয়ার করে তবে সেগুলো হোয়াটস এ্যাপ থেকেই শুনা যায়, কিন্তু কিছু ফাইল শোনা যাইনা, কারন সেগুলো এনকোড করে পাঠানো হয়েছে "Whatsapp File Sender Pro" দিয়ে।
দেখে নিন এনকোড ফাইল গুলো ডিকোড করার দুটি উপায়
:-
১)সরাসরি ডিকোড
২)ম্যানুয়ালী ডিকোড
সরাসরি ডিকোড :-যখন আপনি হোয়াটস এ্যাপ থেকে ঐ মিডিয়া/অডিও ফাইল গুলো যখন ডাউনলোড করবেন তখন হোয়াটস এপ প্রো থেকে নোটিফিকেশন পাবেন। তখন সাথে সাথে ডিকোড করুন, যদি পার্ট মিসিং পপ আপ আসে তাহলে বুঝবেন আপনি কিছু পার্ট ডাউনলোড করেননি।
নিচের ছবি গুলো দেখুন, বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে।
ছবিগুলোর দিকে লক্ষ করুন :
আপনি যে ফোল্ডার এ ডিকোড করা ফাইলটি টি রাখতে চান সেই ফোল্ডার এ গিয়ে ওপেন এ চাপুন, তারপর ডিকোডিং ডিকমপ্রেস পপআপ দেখতে পাবেন, এর পর ফাইল টি ওপেন করার পপআপ পাবেন, ইয়েস নো কোনটি চাপ দিবেন আপনার ব্যাপার।
-End-
ম্যানুয়ালী ডিকোড:Whatsapp File Sender Pro টি তে ঢুকুন, ডানপাশে থাকা ডিকোড এ যান এবং আপনার কাঙ্খিত ফাইলটি সিলেক্ট করুন নিচের ছবির মত, ঠিক আগের মত (অর্থাৎ সরাসরি ডিকোড ) এর মত সব প্রসেস পাবেন সেগুলো করুন।
-End-
আসুন দেখে নেই কিভাবে ডাবল ডিকোড করে :-
ডাবল ডিকোড বলতে দুইবার ডিকোড করা, ডাবল ডিকোড করতে হয় যদি মিডিয়া/অডিও শেয়ারকারী করে বলেন।নিচের ছবি গুলো দেখুন,
ছবিগুলোতে প্রথমে লাল রং দেওয়া দুইটি চিহ্নিত জায়গা দেখতে পাচ্ছেন, ঠিক সেইরকম আপনিও দেখতে পাবেন, যদি ডাবল ডিকোড করতে বলা হয়,
প্রথমে পার্ট ১ ডিকোড করবেন,
পার্ট ২,ডিকোড করার সময় ঠিক
সরাসরি ডিকোড
এর মত সব কিছু করবেন।
-End-
Whatspacked দিয়ে ডিকোড :
যদি ফাইল শেয়ারকারী উল্লেখ করেন যে এটি দিয়ে ডিকোড করতে হবে, তাহলে এটি ব্যবহার করবেন।
প্রথমেই এই এ্যাপটিতে ঢুকুন তারপর রিসিভ ফাইলে চাপুন, তারপর এনকোড ফাইলগুলো দেখতে পাবেন, তারপর ওই ফাইলের ওপর চাপুন, তিনটি অপশন পাবেন, শুধুমাত্র "Extract and run" সিলেক্ট করবেন কাজ শেষ।এক্স ট্রাক্ট কৃত ফাইলটি Whatspack ফোল্ডার এ পাবেন।
-End-
এবার আসুন ফাইল জয়েন্ট করার ও পাসওয়ার্ড ওপেন করার পালা:-
প্রথমে ড্রয়েড স্পিলিটার ওপেন করুন তারপর ডানপাশের আইকন এ চাপুন,তারপর
শুরুতেই একটা সবুজ প্লাস আইকন দেখবেন। One Click Auto Detect or Manual selectচাপুন সিলেক্ট করুন।তারপর যে ফোল্ডার এ পার্ট করা ফাইল গুলো আছে সেখানে যান তারপর পার্ট ওয়ান এ সিলেক্ট করুন সাথে সাথে বাকি পার্ট ফাইল গুলো অটো ডিটেক্ট হবে,
তারপর নিচে একটা বক্স দেখবেন, এর পাশে একটা ফোল্ডার আইকন আছে ওইটাতে চাপুন, তারপর যেইখানে আপনি ফাইলটি জয়েন্ট করে রাখতে চান সে ফোলডার এ গিয়ে সিলেক্ট চাপুন।
নিচে আরেকটি বক্স দেখতে পাবেন সেটি হল জয়েন্টকৃত ফাইল এর নাম থাকবে, তারপর স্টার্ট এ চাপুন।ফাইল টি জয়েন্ট করা শুরু হয়ে গিয়েছে, জয়েন্ট কম্পলিট হলে পপআপ মেসেজ পাবেন।
নিচের ছবিগুলো দেখুন :
-End-
পাসওয়ার্ড ওপেন : B1 Free Archiver টি ওপেন করুন ফাইলটিতে চাপুন, পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড চাইবে,যদি Zip করা থাকে তাহলে ফাইলটি Extract হবে।
-End-
আজ এই পর্যন্ত।এটিই আমার প্রথম টিউন,ভুল-থ্রুটি ক্ষমার সহিত দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন কিছু নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হবো। দোয়া করবেন। আল্লাহ হাফেজ
পোস্টটি সর্ব প্রথম প্রকাশিত হয়েছে এখানে
যেকোন সমস্যায় সমাধানে:-
আমার ফেসবুক আইডি Nabil Sikder
আমি নাবিল শিকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
like