কোনো সফটওয়্যার ছাড়া আপনার এন্ড্রয়েড় মোবাইল এর MB খরছ কমান,যারা জানেনা তাদের জন্য।

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো, তা হলো কিভাবে এন্ড্রয়েড় ফোনের MB খরছ কমানো যায়।

তো এবার আসুন মুল কথায়।

এই কাজটি করতে হলে , প্রথমে আমাদেরকে মোবাইল এর setting এ যেতে হবে।

Screenshot_2015-02-12-16-13-38
Screenshot_2015-02-12-16-13-38

 

 

 

 

 

 

 

 

 

 

 

এরপরে Data Usage এ ক্লিক করেন।এখানে আপনি আপনার মোবাইল এর মধ্যে যতগুলো App এমবি খায় তার একটি লিস্ট দেখতে পাচ্ছেন।
এখান থেকে আপনি যে কোনো একটি App এর মধ্যে ক্লিক করুন।

এবার আপনি একদম নিচে যান,এখানে আপনি Restrict background data এর পাশে টিক চিহ্ন দেওয়ার জন্য একটি বক্স পাবেন।তাতে টিক দিন এবং ok চাইলে ok দিন।

এভাবে আপনার মোবাইল এর সবগুলা App এ টিক চিহ্ন দিয়ে দিন।

কাজ শেষ।

এবার Mobile Data অন করে দেখুন, আপনার mb কাটে কিনা।

এভাবে যদি সারাদিনও Mobile Data অন থাকে, আপনার 1kb ও খরছ হবেনা।

স্ক্রিনশট দিলাম।

Screenshot_2015-02-12-16-14-40
Screenshot_2015-02-12-16-14-40

 

 

 

 

 

 

 

 

 

 

এই টিউন এ যদি কোনো ভুল ত্রুটি হয়,আশাকরি ক্ষমার চোখে দেখবেন।

এই রকম ভিডিও টিউটোরিয়াল পেতে চাইলে Youtube এ আমার channel টি Subscribe করতে পারেন।

আমার একটি সাইট আছে, ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানা কথা,
কিন্তু তাহলে অনেক অ্যাপ সঠিক ভাবে কাজ করবেনা।

আরে ভাই এটাত ২ বছর আগে জানি।টিউন করেছেন ভাল। এখানে সবাই আর একটু এডভান্স টিউন আশা করে।

Level 0

আমি জানতাম না। আর এখানে নতুন পুরাতন সব রকম ইউজার ই আসে, তাই সব রকম টিউন এর দরকার আছে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ @daydreamer

Level 0

আমি জানতাম না। আর এখানে নতুন পুরাতন সব রকম ইউজার ই আসে, তাই সব রকম টিউন এর দরকার আছে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।