নিয়ে নিন “HSC Exam Routine 2015 BD” এন্ড্রয়েড অ্যাপসটি

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আজ  এইচ. এস. সি পরীক্ষার্দের জন্য নিয়ে আসলাম “HSC Exam Routine 2015 BD” নামক এন্ড্রয়েড অ্যাপসটি। অনেকেই হয়তো বিভিন্ন ওয়েব সাইট থেকে রুটিন টি পেয়েছেন। কিন্তু  বেশীর ভাগ রুটিন এই দেখা যায় যে যার যার ওয়েব সাইট এর নাম এর লেবেল এর ফলে এবং ঝাপসা স্ক্রনিং এর কারনে স্পষ্ট না, তাই এর মাধ্যমে আপনার মোবাইলে ঝক ঝকে রুটিন দেখতে পাবেন।

এটা একটা সম্ভাব্য রুটিন অফিসিয়াল নয় যা সকল বোর্ড এ পাঠানো হয়েছে , বোর্ডর অনুমতি স্বাপেক্ষে চুড়ান্ত অফিসিয়াল রুটিন ১২ ফেব্রুয়ারী প্রকাশ করা হবে। যদি এই রুটিন পরিবর্তন হয় তাহলে অ্যাপসটি ও অটোমেটিক আপডেট করা হবে। আশা করি শিক্ষার্ী দের উপকারে আসবে।

ধন্যবাদ।

সাইজ : ১.৬ মেগাবাইট

গুগল প্লে তে :

ডাউনলোড লিংক

Level 0

আমি neoshahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ 🙂

একটু শেখাবেন কিভাবে এগুলা এপস বানায়।আমি প্রোগ্রামিং পারি।লেপটপ নাই।

    Level New

    @হ্যাকার বয়: Android apps তৈরি করা জানতে হলে জাভা এর বেসিক খুব ভালো জানতে হবে। তারপর XML দিয়ে Design করা জানতে হবে। সবচেয়ে জরুরি বিষয় minimum 4 gb RAM এমন Core i Processor না হলে Emulator run করতে অনেক সময় লাগে। তাছাড়া Harddsik a Root Drive এ বেশ কিছু জায়গা খালি থাকলে ভালো Performance পাওয়া যায়। http://developer.android.com এ সকল Documentation দেয়া আছে।

Level 0

ধন্যবাদ, সবাই কে

৥ হ্যাকার বয় : আপনি eclipse দিয়ে করতে পারেন, বেশ কিছু নয় প্রোগ্রাম এর জ্ঞান থাকলেই হবে। যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন [email protected], ব্যস্ততার জন্য রিপলাই দিতে দেরী হতে পারে।

Level 0

আমার অন্যান্য অ্যাপসগুলো ও দেখতে পারেন এইখান থেকে—
https://play.google.com/store/apps/developer?id=M.M.+KHALIL+ULLAH