কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৫ (সিইএস)-তে ওবক্স উন্মোচন করেছিল স্নেইল। চীনের বাজারে পঞ্চম স্থানে থাকলেও আন্তর্জাতিক বাজারে উপস্থিতি বেশ শক্ত প্রতিষ্ঠানটির। আর হার্ডওয়্যার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশের জন্য স্নেইলের মূলধনেরও কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হার্ডওয়্যারের হিসেবে জনপ্রিয় গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানের সঙ্গেই বেশি মিল ওবক্সের। এনভিডিয়া টেগরা কে১ প্রসেসর, ৪জিবি র্যাম, ৩টি এইচডিএমআই পোর্ট থাকবে এতে। থাকবে ওয়াই-ফাই ও ল্যান সংযোগ সুবিধা। ৪ টেরাবাইট মেমোরি সাপোর্ট করবে ডিভাইসটি।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের বাজারে যাত্রা শুরু করবে স্নেইলের ওবক্স গেইমিং কনসোল। ইউরোপের বাজারে ডিভাইসটির অভিষেক হবে ২০১৬ সালে। তবে কনসোলটির দামের ব্যাপারে এখনও কোনো তথ্য জানায়নি স্নেইল।
তথ্যটি সংগ্রহকৃত
সৌজন্যে : Entertainments24
আমি আকাশ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকটিউনস এর নীতিমালা বঙ্গ করার কারনে আমার টিউনার পদটি স্থগিত করা হয়েছে ।
আমি অনুতপ্ত এবং ক্ষমা চাইছি ।
অনুগ্রহ করে আমাকে আবার টিউনার করে আমাকে আর একবার সুযোগ দিয়ে সহায়তা করার জন্য টেকটিউনস এর দ্ ষ্টি আকর্ষন করছি । এবং কথা দিচ্ছি যে টেকটিউনস এর সকল নীতিমালা মেনে চলব এবং টেকটিউনস এর নীতিমালা ভঙ্গ হয় এই রকম কোন কাজ আমার দ্বারা হবে না । আমাকে একটি বার সুযোগ দেওয়া হউক ।
ধন্যবাদ