Android এ বাংলা লিখুন-শুধু মাত্র যারা জানেনা তাদের জন্য

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।

আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো, আপনারা হয়তো তা এতক্ষণে বুঝে গেছেন।আমার এই টিউনটি শুধুমাত্র যারা জানেনা তাদের জন্য।আশা করি কেউ বাজে মন্তব্য করবেননা।

মোবাইল এ বাংলা লিখার জন্য প্রথমে আপনাকে Ridmik Keyboard সফটওয়্যার টি আপনার মোবাইল এ ডাউনলোড করে ইন্সটল করতে হবে।

ডাউনলোড করার জন্য এই লিংক এ ক্লিক করুন।

এতক্ষণে নিশ্চয়ই ডাউনলোড করে ইন্সটল করে ফেলেছেন।
এবার আসেন আসল কথায়।
প্রথমে আপনার মোবাইল এর সেটিং অপশনে যান।
এখানে input & control ভিবাগের lenguage & input লিখার উপর ক্লিক করুন।এবার দেখেন যে keyboard & input methods এর নিছে Ridmik keyboard এর পাশে টিক চিহ্ন দেওয়ার জন্য একটি বক্স আছে।

ওই বক্স এ টিক দিন।এখানে defult নামে একটি অপশন পাবেন তাতে ক্লিক করেন Ridmik keyboard সিলেক্ট করেন।
কাজ প্রায় শেষ।
এবার শুধু লিখার পালা।
আপনি মোবাইল এর message অপশনে যান এবং কিছু লিখেন,দেখবেন যে Ridmik keyboard টি show করেছে।Ridmik keyboard এর নিছে Speach বাটন এর উপরে আংগুল রেখে বাম দিকে অথবা ডান দিকে টান দেন, তাহলে দেখবেন যে বাংলা লিখা আসছে।

এবার আপনি বাংলা লিখতে পারবেন।

একই সাথে প্রকাশিত এখানে

ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন আমার সাইট থেকে।

১
২
৩
৪
৫
৬
৭

Level 0

আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো।

এটার চেয়ে “মায়াবী কীবোর্ড টাই বেশি ভালো।
প্লে স্টোরে সার্চ করলেই পাবেন। অটো ডিকশনারি সুবিধা থাকায় সহজেই দ্রুত টাইপ করা যায়।

রিদমিক দিয়ে সবচেয়ে ভালো লিখা যায়

ridmik কিবোর্ড আমার ফোনে চলে না। force stop আসে , w5. অন্ন্য সব কিবোর্ড চলে

রিদমিক আমার ভালো লাগে.

Level 2

বাংলা লেখা ভেঙ্গে আসে /বুঝা যায় না সমাধান বলুন।

Level 2

facebook এ বাংলা লেখা ভেঙ্গে আসে /বুঝা যায় না সমাধান বলুন।