আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই...?? ট্রিকড্রিমের সাথে থেকে হয়ত ভালই আছেন। আজ আমি যে বিষয়ে লিখছি এই বিষয়ে বিভিন্ন ফেইসবুক গ্রুপে অনেকেই প্রশ্ন করে থাকেন। আমার জানামতে রুট করার পর নির্দিষ্ট কোন এরকম কাজ নাই যেটা আপনাকে অবস্যই করতে হবে। তবে আমার মনেহয় রুট করার পর stock rom backup রাখার কাজটা অবস্যই করা ইচিৎ। কারন আপারা অনেক রুটের softwere ব্যাবহার করেন এদের মধ্য এরকম কিছু softwere আছে যা আপনার ডিভাসের জন্য উপযোগি না আপনি যখন সেই softwere দিয়ে কোন কাজ করতে যাবেন তখন আপনার ফোন অবশ্যই ব্রিক করবে তখন যদি stock rom backup না থাকে আপনার ফোন flash দেওয়া ছাড়া আর কোন উপয় থাকবেনা।
আমি একটা উদাহরন দেই যেমন ধরুন কিছু কিছু ডিভাইসে Chinfire 3D নামক softwer টা ব্যাবহার করে ভাল HD গেইম খেলছেন আবার অনেকের ফোনই ব্রিক করছে আমার নিজের ফোন ও ব্রিক করেছিল আমি তখন এই backup এর বিষয়ে তেমন কিছুই যানতাম না। কিন্তু দেখেন আমার মত যারা Chinfire 3D Use করতে গিয়ে ব্রিক খাইছেন তাদের ফোনে GL Tools আবার ভাল গাজ করছে…………
তাছাড়া আমার মত যারা root/system ঘেটে নতুন কিছু করার চেস্টা করেন তাদের যন্য stock rom backup রাখার প্রয়যন সবচেয়ে বেশি…………
তো চলুন শুরু করি………
যা যা লাগবেঃ
১) Rooted ফোন
২) আপনার ফোনের recovery.img file
অনেক recovery আছে
Twrm/CWM/COT/crt ইত্যাদি
তবে CWM recovery.img টাই ভাল
(আমি যতটুকু জানি)
Google Google এ search করে আপনার সেট এর
recovery.img
ফাইলটা ডাউনলোড করে নিন।
খুঁজে না পেল নিজেই বানিয়ে নিতে পারেন এখানে দেখুন।
কাজের ধারাঃ
১) এবার Recovery.img
ফাইলটি Sdcard এ রাখুন
(কোনো ফোল্ডারে রাখাবেন না)
২) এবার Mobile uncle tools apps টি install
করুন
এবং ওপেন করুন।
৩) superuser permison
চাইবে grant > click
৪) recovery update > click
৫) আপনার recovery.img দেখতে পাবেন
recovery.img > click
৬) Then press > ok
আপনার ফোন এখন recovery mode on হবে। মনে রাখবেন
এখানে আপনাকে volume বাটন দিয়ে select
করতে হবে এবং power বাটন
দিয়ে কাজ
করতে হবে।
৭)backup & restore > চাপুন
৮) backup > চাপুন
এখন কিছু সময় অপেক্ষা করুন,
(৫-১০) মিনিট লাগতে পারে।
কাজ হয়ে গেলে Reboot এর option
আসবে
১০) Reboot > চাপুন stock rom backup রাখার কাজ শেষ।
এখন আপনার ফোন on হবে।
এবং মেমোরি কার্ডে clockworkmod
নামে একটি folder পাবেন এটায়
আপনার
backup file
(500mb- 2 Gb হতে পারে)
তবে কোন apps install না করে backup
নিলে backup ফাইল ছোট হবে।
বিঃদ্রঃ মেমোরি কার্ডে পর্যাপ্ত
জায়গা রেখে, backup নিবেন।
এবং বেকাপ file টি সংরক্ষন
করে রাখবেন।
সেট Brick করলে ঠিক করার উপায়ঃ
১) Brick কি?
উওরঃ যদি কোন কারনে আপনার
ফোন on
না হয় অর্থাৎ
আপনার সেটের লগু
পর্যন্ত এসে থেমে যায়,
তখন তাকে Brick বলে কেউ কেউ bade ও বলে থাকেন।
২) Brick করলে কি করবেন?
উওরঃ Recovery mode এ গিয়ে Backup flie
Restore করবেন।
৩) কি ভাবে Restore করবেন?
উওরঃ
কাজের ধারাঃ
1) Battery খুলে আবার লাগান।
2) power বাটন & volume (+) বাটন
চেপে ধরে রাখুন
যতখন না recovery mode আসে।
3)backup & restore > চাপুন
4) restore > চাপুন
এখন আপনার backup file দেখতে পাবেন
তারিখ আকারে,
মানে আপনি যে তারিখে backup
নিয়ে ছিলেন, সে তারিখ কেবল
টা দেখতে পাবেন click করুন
yes > চাপুন
এবার অপেক্ষা করুন (৫- ১০) মিনিট।
কাজ হয়ে গেলে Reboot এর option
আসবে
5) Reboot > চাপুন
কাজ শেষ।
আর কোথাও বুঝতে প্রবলেম হলে Comment করবেন অথবা একটু কষ্টকরে আমার সাথ Facebook এ যোগাযোগ রকুন আমি চেষ্টা করব বুঝিয়ে বলতে।
যদি সময় হয় তাহলে আমার সাইট TrickDream.Com এ একটু ঘুরে আশবেন। ধন্যবাদ………
আমি Onih Hasan Abir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয়তে রেখে দিলাম ভাই 🙂