এটা আমার ২য় টিউন কাল পরিক্ষা থাকা সত্বেও টিউন করতে বসেছি
সবাই আমার জন্য দোয়া করবেন।
যেভাবে What’s App
দিয়ে ফ্রি কল করবেন !!!!
যা যা লাগবে-
1.whats app latest
2.root explorer
ফোন অবশ্যই রুটেড হতে হবে।
এবারে X-plore টি ওপনে করুন।
ওপেন করলে data নামের
একটি ফোল্ডার পাবেন। সেটাতে ঢুকুন।
data নামের
একটি ফোল্ডারে ঢুকলে আবারো একটি data
নামের ফোল্ডার পাবেন।
সেটিতে ঢুকুন।
এবারে com.whatsapp নামের
একটি ফোল্ডার পাবেন নিচের দিকে।
সেটিতে ঢুকুন।
ওই ফোল্ডারে ঢুকলে shared_prefs
নামে একটি ফোল্ডার পাবেন।
সেটিতে ঢুকুন।
ওটাতে ঢুকলে 3 টি ফাইল পাবেন।
com.whatsapp_preferences.xml নামের
ফাইল টি ওপেন করুন rb text editor দিয়ে।
তারপরে অনেক
লেখা দেখতে পাবেন।
এবারে নিচেন কোড গুলো লেখেন।
কোড–
<boolean name="call" value="true" />
<string name="call_allowed">all</string>
একটা জিনিস খেয়াল রাখবেন, কোড
গুলো যেনো <map> এর
ভেতরে থাকে <map>
নিচের ছবির মত কোড গুলো দিন।
তারপরে সেভ করুন।
সুবিধার জন্যে screen short দেখেন
এবার কিন্তু হোয়াসট এ্যপ ওপেন করবেন
না।
ফোনের সেটিংস এ যান।
তারপরে এ্যপস এ যান।
তারপরে হোয়াসট এ্যপ ফোরস ক্লোজ/
স্টপ দিন।
এবারে হোয়াসট এ্যপ ওপেন করুন।
দেখবেন কল করার অপশন পাবেন
সাথে নম্বরও পাবেন।
যাকে ইচ্ছা কল করুন তবে যাকে কল
করবেন তার ফোনেও যেনো এই
সিস্টেম করা থাক।
কোন ভুল হলে ক্ষমা করে দিবেন।
আমি সাদ্দাম হোসেন লিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Modem ও ল্যাপটপ দিয়ে whatapp চালাই। আমি কিভাবে কথা বলতে পারব। ল্যাপটপ ত আর রুট অপশন নেই। আপনার অপেক্ষায় থাকলাম।