এন্ড্রয়েড ডেভেলপমেন্ট [পর্ব ৪৯] :: এন্ড্রয়েড এ AnimationUtils ক্লাস এর ব্যবহার-১

এন্ড্রয়েড ডেভেলপমেন্ট

আজকের পর্বে আমরা এন্ড্রয়েড এ AnimationUtils ক্লাস সম্পর্কে পরিচিত হব।এই ক্লাস দিয়ে কোন টেক্সট অথবা ইমেজ কে বিভিন্ন ধরনের অ্যানিমেশান এ অ্যানিমেট করা যায়।এর একটি public constructor রয়েছে যার নাম AnimationUtils()। এছাড়াও এর বেশ কিছু পাবলিক মেথডও রয়েছে। এর বেশ কিছু গুরুত্তপূর্ণ ফাংশণ রয়েছে যেমনঃ

  • Start()
  • setDuration(long duration)
  • getDuration()
  • end()
  • cancel()

সাধারন একটি অ্যানিমেশান initialize করে দেয়ার জন্য একে নিচের মত করে শুরু করে দিতে হয়।

ImageView image1 = (ImageView)findViewById(R.id.imageView1);

image.startAnimation(animation);

এছাড়াও টেক্সট বা ইমেজকে alpha, scale, rotate, translate বিভিন্নভাবে অ্যানিমেট করার জন্য এর নির্দিষ্ট কিছু Animation Resource রয়েছে যা এই লিঙ্ক এ গেলে পাবেন।

যেখানে অ্যানিমেশান এর XML ফাইল res এর একটি নির্দিষ্ট ফোল্ডার এ সেভ করে রাখতে হয়।তারপর এর সংশ্লিষ্ট জাভা ফাইল এ প্রয়োজনীয় কোড করে অ্যানিমেশানটি initialize করে দিতে হয়।

এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এর সর্বশেষ পর্ব সম্পর্কে নোটিফিকেশান পেতে লাইক করুন ফেসবুকের এই পেইজে এ।

সবাই বালো থাকবেন। সুস্থ থাকবেন এ কামনায় শেস করচি আমার আজকের টিউন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি নাঈম হায়দার ঋদ্ধি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer ও Programming পছন্দ, আমার youtube channel https://www.youtube.com/channel/UCYKbAf2kXLgKav30hd3zDPQ . আমার ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/nayeem.riddhi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

onek din por………….. fire peye valo laglo..

আমি পর্ব ১ কই পাব..??

ভাই এটাকি চেইনটিউন না?
বাকিগুলো টিউন কই?

এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এর বাংলা ভিডিও
টিউটরিয়াল থাকলে লিংকটা সেয়ার করেন please.