আজকের পর্বে আমরা এন্ড্রয়েড এ AnimationUtils ক্লাস সম্পর্কে পরিচিত হব।এই ক্লাস দিয়ে কোন টেক্সট অথবা ইমেজ কে বিভিন্ন ধরনের অ্যানিমেশান এ অ্যানিমেট করা যায়।এর একটি public constructor রয়েছে যার নাম AnimationUtils()। এছাড়াও এর বেশ কিছু পাবলিক মেথডও রয়েছে। এর বেশ কিছু গুরুত্তপূর্ণ ফাংশণ রয়েছে যেমনঃ
সাধারন একটি অ্যানিমেশান initialize করে দেয়ার জন্য একে নিচের মত করে শুরু করে দিতে হয়।
ImageView image1 = (ImageView)findViewById(R.id.imageView1);
image.startAnimation(animation);
এছাড়াও টেক্সট বা ইমেজকে alpha, scale, rotate, translate বিভিন্নভাবে অ্যানিমেট করার জন্য এর নির্দিষ্ট কিছু Animation Resource রয়েছে যা এই লিঙ্ক এ গেলে পাবেন।
যেখানে অ্যানিমেশান এর XML ফাইল res এর একটি নির্দিষ্ট ফোল্ডার এ সেভ করে রাখতে হয়।তারপর এর সংশ্লিষ্ট জাভা ফাইল এ প্রয়োজনীয় কোড করে অ্যানিমেশানটি initialize করে দিতে হয়।
এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এর সর্বশেষ পর্ব সম্পর্কে নোটিফিকেশান পেতে লাইক করুন ফেসবুকের এই পেইজে এ।
সবাই বালো থাকবেন। সুস্থ থাকবেন এ কামনায় শেস করচি আমার আজকের টিউন। আল্লাহ হাফেজ।
আমি নাঈম হায়দার ঋদ্ধি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer ও Programming পছন্দ, আমার youtube channel https://www.youtube.com/channel/UCYKbAf2kXLgKav30hd3zDPQ . আমার ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/nayeem.riddhi
onek din por………….. fire peye valo laglo..