আজকের নতুন আরেকটি রিভিউ। এবারে যেটির সম্পর্কে বলতে চলেছি তা হলো Symphony Roar A50 মডেলের নতুন হ্যান্ডসেট। অতিসম্প্রতি Symphony তাদের এই নতুন সেটটির ঘোষণা দেয়। আশা করা যায় কিছুদিনের মাঝেই এটি বাজারে ছাড়া হবে।
এক নজরে চলুন দেখে নিই ফোনটির যাবতীয় স্পেসিফিকেশনঃ-
ভিডিও লিঙ্ক ঃ https://www.youtube.com/watch?v=u4cUWabPXRQ
#ডিসপ্লেঃ
ফোনটিতে রয়েছে ৮৫৪X৪৮০ রেজুলেশন বিশিষ্ট ৪.৫ ইঞ্চি ডিসপ্লে। রয়েছে মাল্টিটাচ।
#ফিচারঃ
ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ভার্সনে যা পরবর্তীতে আপডেট করা যাবে। রয়েছে ১.৩ কোয়াড কর প্রসেসর।
মেমোরিঃ
এই সেটে রয়েছে ৮ গিগাবাইট ROM ১ গিগাবাইট RAM এবং ৮ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা।
#ক্যামেরাঃ
ফোনটির আছে ৫ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা, রয়েছে ফ্ল্যাশ।
ভিডিও কলিং এর জন্য আছে ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা।
#অন্যান্য_বৈশিষ্ট্যঃ ফোনটি ৩জি সাপোর্টেড স্মার্টফোন, এর আকার ১৩২X৬৬X৯.১ মিমি। লিথিয়াম আয়ন ১৭৮০ mAh ব্যাটারির রয়েছে প্রায় ৩৫৮ ঘন্টার স্ট্যান্ডবাই সুবিধা। এছাড়া EDGE, GPRS Wi-Fi, Bluetooth এবং Micro USB.
ফোনটি অতি শীঘ্রই Symphony’র বিভিন্ন আউটলেট, শোরুম এবং থার্ডপার্টি স্টোরেও পাওয়া যাবে। এর দাম পড়বে ৮,৭০০ টাকা।
টেক-জগতের নতুন খবরাখবর পেতে থাকুন টেকমানবের সাথে, থাকুন প্রযুক্তির সাথে। কারণ প্রযুক্তি কথন এখন বাংলায়।
Please Like and Share our Post if you’re delighted. Any suggestion to give, write it down in the comment box and be with us.
Our Youtube channel: http://www.youtube.com/techmanob
Facebook page link :https://www.facebook.com/thetechmanob
Facebook group link :https://www.facebook.com/groups/techmanob
Stay connected with us...
--Thanks
আমি Black shark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good