আসসালামু আলাইকুম
কেমন আছো বন্ধুরা। নিশ্চই ভালো। চলো তোমাদের আরও একটু ভালো রাখার চেষ্টা করি প্রযুক্তি যগতের আপডেট কিছু খবর দিয়ে । আজ আমি তোমাদের সামনে উপস্হাপন করব ২০১৫ সালে বাজারে আসা ও আসতে চলা সেরা ১০ টি স্মার্ট ফোন ও সেইসাথে এগুলোর সম্ভব্য কনফিগারেশন। তাহলে চলো শুরু করা যাক........
এইচটিসি ওয়ান এম৯
বাজার কাঁপাতে আসছে দুর্দান্ত স্মার্টফোন-ওয়ান এম ৯! ধারণা করা হচ্ছে, এ ফোনটি দিয়ে অ্যাপল, স্যামসাংয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে এইচটিসি। আগামী মার্চে বার্সেলোনায় অনুষ্ঠেয় বিশ্ব মোবাইল কংগ্রেসেও ফোনটি প্রদর্শন করবে না এইচটিসি। ফলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
এর সম্ভব্য কনফিগারেশন
Network- 2G 3G & 4G
Display--Super LCD3 capacitive touchscreen, 16M colors Multutuch, Corning Gorilla Glass 4, HTC Sense UI 7.0
OS------Android OS, v5.0.1 (Lollipop)
Chipseat- Qualcomm MSM8994 Snapdragon 810
Cpu---- Quad-core 1.5 GHz Cortex-A53 & Quad-core 2 GHz Cortex-A57
Gpu---Adreno 430
Memory---32 GB, 3 GB RAM SD Card 128 gb support
Camera & Feture---Dual 20.7 MP, 5248 х 3936 pixels, autofocus, dual-LED (dual tone) flashAutomatic simultaneous video and image recording, geo-tagging, face/smile detection,HDR, panorama
Video-------- 2160p@30fps, 1080p@60fps, 720p@120fps, HDR, stereo sound rec.
Sensors------Accelerometer, gyro, proximity, compass, barometer
সনি এক্সপেরিয়া জেড ৪
২০১৪ সালটা ভালো যায়নি সনির। ব্যর্থতা কাটিয়ে উঠতে সনি নজর দিচ্ছে মুঠোফোনে। এ বছর তারা আনছে এক্সপেরিয়া জেড ৪। ফোনটিতে থাকছে আট-কোর স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, ৪ গিগাবাইট র্যা ম ও কোয়াড এএইচডি পর্দা।
এর সম্ভব্য কনফিগারেশ
Network- 2G 3G & 4G
Display--IPS LCD capacitive touchscreen, 16M colors 5.2 inches (~70.9% screen-to-body ratio) 2560 x 1440 pixels (~565 ppi pixel density) Multitouch Yes, up to 10 fingers
OS------Android OS, v5.0.1 (Lollipop)
Chipseat- Qualcomm MSM8994 Snapdragon 810
Cpu---- Quad-core 1.5 GHz Cortex-A53 & Quad-core 2 GHz Cortex-A57
Gpu---Adreno 430
Memory---32/64 GB, 4 GB RAM SD Card 128 gb support
Camera & Feture---20.7 MP, 5248 х 3936 pixels, autofocus, LED flash 1/2.3'' sensor size, geo-tagging, touch focus, face detection, HDR, panorama
Video-------- 2160p@30fps, 1080p@60fps, 720p@120fps, HDR
Sensors------Accelerometer, gyro, proximity, compass, barometer
এলজি জি ৪
এলজি জি৩ ফোনই এই প্রতিষ্ঠানের সবচেয়ে সেরা স্মার্টফোন। আরও এক ধাপ এগোতে চায় এলজি। আসছে গ্রীষ্মে বাজারে আনতে যাচ্ছে জি৪।
Network- 2G 3G & 4G
Display--True HD-IPS + LCD capacitive touchscreen, 16M colors 5.3 inches (~71.0% screen-to-body ratio) Corning Gorilla Glass 4
OS------Android OS, v5.0.1 (Lollipop)
Chipseat- Qualcomm MSM8994 Snapdragon 810
Cpu---- Quad-core 1.5 GHz Cortex-A53 & Quad-core 2 GHz Cortex-A57
Gpu---Adreno 430
Memory---32/64 GB, 4 GB RAM SD Card 128 gb support
Camera & Feture---16 MP, 5312 x 2988 pixels, phase detection/laser autofocus, optical image stabilization, dual-LED (dual tone) flash Simultaneous video and image recording, geo-tagging, face detection, HDR
Video-------- 2160p@30fps, 1080p@60fps, optical stabilization, HDR, stereo sound rec.
Sensors------Accelerometer, gyro, proximity, compass, barometer
মাইক্রোসফট লুমিয়া ৯৪০
নকিয়ার সঙ্গে সম্পর্ক টুটে যাওয়ার পর মাইক্রোসফট হাঁটছে নিজেদের মতো করেই। এ বছর তারা বাজারে আনতে যাচ্ছে লুমিয়া ৯৪০। এ ফোনে থাকবে অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০।
Network- 2G 3G & 4G
Display--5-inch display screen that will support full HD resolution. Even though Corning has not announced the Gorilla Glass 4 screen protector,
OS------8.1 OS. Rather, it will be rolled out with the new and unannounced Windows Phone 10 OS.
Cpu---- Snapdragon 805 SoC, which is complemented with 3 GB of RAM.
Gpu---Adreno 430
Memory---built-in storage options of 32 GB, 64 GB and 128 GB
Camera & Feture---24 MP PureView camera on its rear. The camera supports 4K video shooting at 60 fps. On the front, there is a 5 MP camera, which supports full HD video recording
Video-------- 2160p@30fps, 1080p@60fps, optical stabilization, HDR, stereo sound rec.
নেক্সাস ৬
প্রযুক্তির দুনিয়ায় গুগল হতে পারে বিরাট এক নাম। তবে স্মার্টফোনের দুনিয়ায় গুগলের অবস্থান খুব একটা শক্ত নয়। নতুন কিছুর প্রত্যাশায় গুগল বাজারে আনছে নেক্সাস ৬। তবে আগেরগুলোর তুলনায় এটির দাম আরও বেশি হতে পারে।
Network- 2G 3G & 4G
Display--AMOLED capacitive touchscreen, 16M colors5.96 inches (~74.1% screen-to-body ratio) Corning Gorilla Glass 4
OS------Android OS, v5.0.1 (Lollipop)
Chipseat- Qualcomm MSM8994 Snapdragon 810
Cpu---- Quad-core 2.7 GHz Krait 450
Gpu---Adreno 430
Memory---32/64 GB, 4 GB RAM SD Card 128 gb support
Camera & Feture---13 MP, 4128 x 3096 pixels, autofocus, optical image stabilization, dual-LED (ring) flash Dual recording, geo-tagging, touch focus, face detection, photo sphere, panorama, HDR
Video-------- 2160p@30fps, optical stabilization
Sensors------Accelerometer, gyro, proximity, compass, barometer
আজ এ পর্যন্তই......
>>>Facebook এ আমি<<< Skype ID- shakilsimul
টেকনোলজি বিষয়ক যেকোন প্রশ্ন করতে পারেন ফেসবুকে। আমার জানা থাকলে অবস্যই উত্তর দিব।
আর যারা এখানে কমেন্ট করতে পারেননা তারা ফেসবুকে কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করতে পারেন।
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
thanks. price?