আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি গ্যাজেট রিভিউ।
আজকের রিভিউটি হচ্ছে সম্প্রতি SYMPHONY মোবাইল কোম্পানী দ্বারা ঘোষিত তাদের নতুন হ্যান্ডসেট Symphony Xplorer H200 এর।
SYMPHONY এই প্রথম তাদের হ্যান্ডসেটে যোগ করলো ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ফ্রন্ট ফ্লাশ এর সুবিধা।
ভিডিও লিঙ্ক ঃhttps://www.youtube.com/watch?v=gEa6zrOnHOc
ফিচারসমূহ :
#অপারেটিং সিস্টেম: ডুয়াল সিমের এই ফোনটি চলবে এন্ড্রয়েড 4.4.2 (kitkat)ভার্সনে। যা পরবর্তীতে আপডেট করা যাবে।
#চিপসেট : সি.পি.ইউ : 1.3 GHz কোয়াডকোর প্রসেসর (MT6582) , জি.পি.ইউ : মালি 400
#ক্যামেরা : এটির ব্যাক ক্যামেরা 13 মেগাপিক্সেলের। জুম করা যাবে 4x এবং অটোফোকাস সুবিধা রয়েছে। এর ফ্রন্টক্যামেরা 8 মেগাপিক্সেলের। এছাড়া এই মোবাইলটিতে ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইডেই ফ্লাশ রয়েছে। যার ফলে আপনি সেলফি তোলার ক্ষেত্রেও ফ্লাশ ব্যাবহার করতে পারবেন। যা অত্যন্ত ভালো একটি সুবিধা।
এতে Sony IMX সেন্সর ব্যাবহার করা হয়েছে।
#ডিসপ্লে : মোবাইলটির সাইজ হল 4.7 inch এর একটি কালারই রয়েছে যা হল সাদা এর ওজন হল 137 gm এবং IPS Capacitive touchscreen ও HD রেসোলিউশন (1270x720) , কালার 16 M এবং 312 PPI
#মেমোরি : এর র্যাম হচ্ছে 1 GB , রম 16 GB , এবং এতে Micro SD Card এর স্লট রয়েছে যা 32 GB পর্যন্ত বাড়ানো যাবে।
#ব্যাটারি : এতে 1800 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে, যার Standby time 450 ঘন্টা ।
#সেন্সর : এতে যে সেন্সরগুলো ব্যাবহার করা হয়েছে সেগুলো হল : G-sensor , Accelerometer sensor , Proximity sensor , Light sensor
এই হ্যান্ডসেটটিতে OTG এবং NFC নেই।
এর বাজার মূল্য হবে প্রায় ১২৫০০/= টাকা।(প্রায়)
এই রকম আরো রিভিউ পেতে আমাদের পেইজ ও গ্রুপ এ কানেক্টেড থাকবেন...
Youtube channel link:https://www.youtube.com/techmanob
Facebook page link :https://www.facebook.com/thetechmanob
Facebook group link :https://www.facebook.com/groups/techmanob
--ধন্যবাদ
আমি Black shark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যাটারি + জিপিইউ = বাদাম ভাজা