আস-সালামু আলাইকুম।।
কেমন আছেন সবাই??
দীর্ঘ দুই মাস পরে গত দুই দিন আগে একটা টিউন করেছিলাম কিন্তু সে রকম রেসপন্স পাই নি।।তাই আবারো লেখতে বসে গেলাম।।আমি আজকে কয়েক জনের কাছ থেকে একই প্রশ্ন পাচ্ছিলাম।তাই ভাবলাম এটা নিয়ে একটা টিউন করলে খারাপ হয় না।।কি বলেন আপনারা?? ও আপনারা বলবেন তো কমেন্টে।।
এখন কম বেশি সবাই কাষ্টম রোম ব্যবহার করি বা করতে চাই।।এই কাষ্টম রোম ফ্লাশ নিয়ে অনেকেই টিউন করেছেন।।কিন্তু আজ আমি অন্যরকম একটা টিউন করছি।যা কাষ্টম ব্যবহার ফ্লাশ দেওয়ার প্রথম ধাপ।।
আমরা যখন cwm/twrp (.img) ফাইল মোবাইল টুলস দিয়ে দেই তখন এটা না ভেবেই দেই যে,এটা কি আমার ফোনের জন্য না অন্যফোনের জন্য আবার এটাও জানি না যে এটা কি বাগ ফ্রি।।অনেক সময় অন্য ফোনের (.img) বা বাগ ফ্রি না এমন ( .img) দিয়ে দিয়ে ফ্লাশ দিতে গিয়ে বড় সমস্যায় পড়তে হয়।।তার মধ্যে clock word mood তো হয়ই না+ রেকোভেরি মুডে যাওয়ার প্রশ্নই উঠে না।।আরেকটা সমস্যা তো আছেই যা আপনার মাথা নষ্ট করে দিবে।।সেটা হল আপনি আর সেট রিস্টোর দিতে পারবেন না।।তাহলে এমন সময় কি করবেন???অনেক ফাও পেচাল পারলাম।।এবার আসল কাজ শুরু।।
সর্বপ্রথম আল্লাহতালাকে স্মরন করুন এবং কাজ শুরু করুন।।
এবার কাষ্টম রোমও নিবে+রিস্টোরও নিবে।।
ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।।
আমি ফেইসবুকে
আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অতৃপ্ত তৃষ্ণাকে প্রযুক্তির রস দিয়ে নিবারণ করতে চাই। https://sagor.xyz
লিনক থেকে >এই চিহ্ন টা কেটে দিন।।কিংবা এর মধ্যের লিনক্টা কপি করে ডুকুন কিনবা flashfy.apk লিখে সার্চ করেন। তাইলেই হবে।।কমেন্ট করার জন্য ধন্যবাদ।মোবাইল দিয়ে টিউন করি তো তাই এরকম ছোট খাট ভুল থাকাটাই স্বাভাবিক।।facebook/mdshagorahmed.mon