আপনি কি কাষ্টম রোম ব্যবহার করেন বা করবেন তাহলে এই টিউনটিই একদিন খুজবেন।

আস-সালামু আলাইকুম।।কেমন আছেন সবাই??
দীর্ঘ দুই মাস পরে গত দুই দিন আগে একটা টিউন করেছিলাম কিন্তু সে রকম রেসপন্স পাই নি।।তাই আবারো লেখতে বসে গেলাম।।আমি আজকে কয়েক জনের কাছ থেকে একই প্রশ্ন পাচ্ছিলাম।তাই ভাবলাম এটা নিয়ে একটা টিউন করলে খারাপ হয় না।।কি বলেন আপনারা?? ও আপনারা বলবেন তো কমেন্টে।।

এখন কম বেশি সবাই কাষ্টম রোম ব্যবহার করি বা করতে চাই।।এই কাষ্টম রোম ফ্লাশ নিয়ে অনেকেই টিউন করেছেন।।কিন্তু আজ আমি অন্যরকম একটা টিউন করছি।যা কাষ্টম ব্যবহার ফ্লাশ দেওয়ার প্রথম ধাপ।।

আমরা যখন cwm/twrp (.img) ফাইল মোবাইল টুলস দিয়ে দেই তখন এটা না ভেবেই দেই যে,এটা কি আমার ফোনের জন্য না অন্যফোনের জন্য আবার এটাও জানি না যে এটা কি বাগ ফ্রি।।অনেক সময় অন্য ফোনের (.img) বা বাগ ফ্রি না এমন ( .img) দিয়ে দিয়ে ফ্লাশ দিতে গিয়ে বড় সমস্যায় পড়তে হয়।।তার মধ্যে clock word mood তো হয়ই না+ রেকোভেরি মুডে যাওয়ার প্রশ্নই উঠে না।।আরেকটা সমস্যা তো আছেই যা আপনার মাথা নষ্ট করে দিবে।।সেটা হল আপনি আর সেট রিস্টোর দিতে পারবেন না।।তাহলে এমন সময় কি করবেন???অনেক ফাও পেচাল পারলাম।।এবার আসল কাজ শুরু।।

সর্বপ্রথম আল্লাহতালাকে স্মরন করুন এবং কাজ শুরু করুন।।

  • +প্রথমে<a href="http://apkdreams.com/2014/04/flashify-for-root-users-v1-7-3-apk-pro/&quot&gt; এখান থেকে ফ্লাশিফাই ডাউনলোড করুন।।মোবি আনকেল টুলস দিয়ে হবে না।
  • +তারপর এখান থেকে রিবুরটার ডাউনলোড করুন।
  • +এবার কেবল মাত্র আপনার মোবাইল জন্য তোইরি করা cwm/twrp. img ফাইল ডাউনলোড করুন।।
  • +এবার ফ্লাশিফাই দিয়ে recovery img ইন্সটল দিন।
  • +এবার রিবুরটার ইন্সটল করে অপেন করুন এবং recovery mode এ যেয়ে ওকে করুন।।দেখুন কাজ হয়েছে।।রিকোভেরি মুডে চলে গেছে।।

এবার কাষ্টম রোমও নিবে+রিস্টোরও নিবে।।
ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।।
আমি ফেইসবুকে

Level 0

আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অতৃপ্ত তৃষ্ণাকে প্রযুক্তির রস দিয়ে নিবারণ করতে চাই। https://sagor.xyz


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিনক থেকে >এই চিহ্ন টা কেটে দিন।।কিংবা এর মধ্যের লিনক্টা কপি করে ডুকুন কিনবা flashfy.apk লিখে সার্চ করেন। তাইলেই হবে।।কমেন্ট করার জন্য ধন্যবাদ।মোবাইল দিয়ে টিউন করি তো তাই এরকম ছোট খাট ভুল থাকাটাই স্বাভাবিক।।facebook/mdshagorahmed.mon

পোষ্টর নাম ঠিক করেন ভাই |

পোষ্টর নাম ঠিক করেন ভাই |

Level 0

দারুন পোষ্ট দিছেন।লিংকে কিছুই নাই।

Level 0

এটা কোনো প্রব্লেম হইলো? SPFlash tool থাকতে কি আর ভয় আছে?

আর ভাই ভুল রিকভারী ইন্সটল দিয়েছিল আমিও, কিন্তু মোবিয়াংকেল দিয়ে পুনরায় ঠিক হয়েছিল।

fu*******k Flashify.

কি হল আমি কিছুই বুঝলাম না। রিকভারি মুডে যাইতে এত প্যাচাল এর দরকার আছে।

ধন্যবাদ, সুন্দর পোস্টের জন্য

টেকটিন্সে পোস্ট করবো কিভাবে?? যেনো পোস্টটি সরাসরি techtunes.io ওয়েবে দেখায়।

আমি জানি,আমার প্রত্যেকটা টিউনে দুই একটা বাচাল টিউনমেন্ট করবেই।।এখানে যেমন বিপলব রোয়।।তার আইডিতে গিয়ে দেখি রেজিস্টার বয়স দুই বছর+কিন্তু টিউন ০।।আপনার জানা থাকলে শেয়ার করেন।কমেন্টে চাপাবাজি করে লাভ আছে।।আর ফারুক কিছু না বুঝিয়ায় পেচাল।কি বলব এদের।।

তোউফিক আমার আগের টিউন দেখেন আর মাসুদ+তানিম কে ধন্যবাদ।।

ধন্যবাদ। জানতাম

যাহোক ধন্যবাদ ।একটা উপকার করলে ভাল হত আমার ফোন WINMAX W800এটা ROOT করতে পারছি না ।তাই ROOT বিষয়ে HELP চাই !

আমি আমার এন্ড্রয়েড ফোনের সমস্যা নিয়ে একটি পোস্ট করেছিলাম। টেকটিউনস পরিবারের একজন নিয়মিত পাঠাক হিসাবে সবার কাছে সুপরামর্শ আশা করছি। আমার পোস্টের লিংক https://www.techtunes.io/android/tune-id/332139

ভাইজান, আগে বসদের টিউনগুলো পড়ে টিউন কিভাবে করতে হয়, টিউনের বিষয়বস্তু কিভাবে ঠিক করতে হয় এসব ব্যাপারে নিজের অভিজ্ঞতা বাড়ান। তারপর টিউন করুন। কেমন?