আপনার এন্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন Wireless স্টিয়ারিং হুইল/গেমপ্যাড/মাউসপ্যাড/কিবোর্ড শুধুমাত্র একটি অ্যাপ ব্যবহার করে (ব্লুটুথ/ওয়াই-ফাই)

অনেকদিন পর টিউন করতে বসলাম, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি দেখাব ব্লুটুথ / ওয়াই-ফাই এর মাধ্যমে এন্ড্রয়েড ফোনকে স্টিয়ারিং হুইল/গেমপ্যাড/মাউসপ্যাড/কিবোর্ড বানানোর নিয়ম শুধুমাত্র একটি এপ দিয়ে।

১. প্রথমে নিচের লিংক থেকে আপনার ফোনের জন্য Monect এপটি এবং PC Software ডাউনলোড করে ইনস্টল করুন।

Mobile App:
APK File Direct Link (Android)
Google Play Store Link (Android)
App Store (iOS)
Windows Store (Windows Phone)

APK QR CodeGoogle Play QR CodeWindows Phone QR CodeApple iOS QR Code

PC Software:
Monect Host Software for PC

২. এরপর পিসিতে Monect Host Software টি চালু করুন এবং ফোনে Monect চালু করে Bluetooth / Wi-Fi দ্বারা পিসি এর সাথে কানেক্ট করুন।

৩ .কানেক্ট করার পর ফোনে নিচের মত স্ক্রিন দেখতে পাবেন যাতে Game Pad, Touch Pad, Typewriter, Numeric keypad, Function keys এবং আরও কিছু অপশন দেখতে পাবেন, এগুলোতে ক্লিক করে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন।

গেম এ Xbox 360 Game Pad / Steering Wheel ব্যবহার করার নিয়মঃ

প্রথমে PC Host Software এ নিচের চিত্রের মত XBOX 360 Controller এ ক্লিক করলে একটি ফোল্ডার ওপেন হবে।

ফোল্ডারটি থেকে সবগুলো ফাইল কপি করে যে গেমটিতে ব্যবহার করতে চান সেটার Installation Directory তে (যেখানে গেম চালু করার মেইন Executable ফাইলটি আছে) পেস্ট করুন। নিচের চিত্রে আমি Don Bradman Cricket 14 এর Installation Directory তে পেস্ট করেছি।

এরপর Monect PC Host এ OK ক্লিক করে মিনিমা্জ করে নিয়ে গেমটি চালু করুন এবং ফোনের Monect App টি থেকে Race / Game Pad সিলেক্ট করে খেলা শুরু করুন।

আমি Need For Speed The RunSteering Wheel (Race) দিয়ে খেলেছি। ফোনের Gyro Sensor এবং Accelerometer দিয়ে Steering করা যায়। আর Game Pad দিয়ে Don Bradman Cricket 14 খেলেছি।

আরেকটা কথা, Game Pad / Steering Wheel ভালোভাবে ব্যবহার করার জন্য Windows 8/8.1 এ Test Mode (Driver Signing) চালু করতে হয়। এটি করার জন্য Command Prompt (Run as Administrator) চালু করে নিচের কমান্ডটি লিখে এন্টার চাপতে হবে।
bcdedit -set TESTSIGNING ON

এরপর PC Restart করতে হবে, Restart করার পর কোন Driver Install এর Window আসলে Allow করতে হবে।

সময়ের অভাবে পোস্টটি সেরকম বিস্তারিত ভাবে করতে পারলাম না। কোন সমস্যা থাকলে কমেন্ট করুন।
আমার ফেসবুক আইডিঃ Asswad Sarker Nomaan
সময় থাকলে আমাদের সাইট ভিজিট করুন এখানে ক্লিক করে।
ধন্যবাদ।

Level 0

আমি Asswad Sarker Nomaan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for share.

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য

ভাই
অসাধারণ একটা জিনিস শেয়ার করেছেন !
ধন্যবাদ

Level 0

এটাই খুজ ছিলাম অনেক দিন ধরে অনেক ধন্যবাদ।

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ… তবে এটা আগে থেকেই জানতাম

চরম হইছে!!! its working

vai anno ki game ki vabe kelbo

ভাই অনেক ভাল হইছে,কাজের জিনিস অনেক। ধন্যবাদ

khoub valo vai kaj hoysa

থেঙ্কু

Level 0

আপনাদের সবাইকেও ধন্যবাদ।

need for speed er kon game ta khelesen? ami mostwanted khelar chesta koresi, onno kisute kaj kre but wheel e kaj kre na

Level 0

@arpandas98bd: Need for speed the run, most wanted 2012, rivals(x86) e test korsi ami.. NFS Mostwanted e racing wheel support kore na.

ফরাসী

(Sory fr wrting in english)

Sorry bro. Its my typing mistake. 🙂
I ve prob in conecting WiFi. On my device, WiFi scan dile kicho pai na. R Bluetooth dile connect peye chere dei. 1st ekbar WiFi te connect hoisilo trpr theke r pai na :-(. Ami Windows 8 use kri..
Pls help me.

nfs rivals এ চলতেছে না।

Level 0

@মোঃ মোস্তাফিজুর রহমান: rivals er x86 (32bit) e kaj kore. 64 bit e kaj kore na