আস-সালামু আলাইকুম।।
কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।। অনেক দিন পর তাও দীর্ঘ ২ মাস পরে টিউন করতে বসলাম।।যাই হোক কাজের কথায় আসা যাক।।
আমরা আজকে প্রায়ই সবাই একটা স্মার্ট ফোন ব্যবহার করি হোক সেটা কম দামি।আজকে সবাই ভাবে আমার যদি একটা কম্পিউটাথাকতো,তাহলে আমিও প্রোগ্রামিং শিখতে পারতাম।কিন্তু কয়জনেরই বা কম্পিউটার আছে? আমারও নেই।আবার অনেকের থাকলেও ইন্টারনেট ব্যবহার করে না।আবার অনেক জায়গায় গেলে তো আর কম্পিউটার নিয়ে যাওয়া যায় না,তাই বলে কি বসথাকবো? কখনোই না।আজ থেকেই আমরা শুরু করব সখের প্রোগ্রামিং শেখা।।
।।
প্রথমে এইখানে থেকে HTML TUTOR টা নামিয়ে নিন বা এইওটাও ব্যবহার করতে পারেন webmaster।তারপর এইখানে থেকে DROID EDIT PRO টা নামিয়ে নিন।দুইটাই ইন্সটল দিন।।কোড লেখার জন্য DROID EDIT ব্যবহার করুন আর কোড রান করার জন্য HTML TUTOR ব্যবহার করুন।আবার ডাইরেক্ট html tutor এ গিয়ে কোড লিখে compile চাপলেও কোড রান করবে।।
এবার আপনাকে কে শিখাবে প্রোগ্রামিং?? এটা বলার প্রয়োজন বোধ করি না।কেননা আমাদের টিটি তে অনেক ভাইয়েরা আপনাদের প্রোগ্রামিং শেখানোর জন্য অনেক টিউন করছেন।।তা ভাল না লাগলে w3schools তো আছেই।।আমি এইখান থেকেই শিখতেছি।।মোটামুটি html শেষ করছি।।তো আপনারা এখনো বসে আছেনই?? তারা তারি শুরু করুন আর হয়ে উঠুন নতুন প্রোগ্রামার।। আপনাদের জন্য শুভ কামনা করে এখানেই শেষ করছি।।
আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অতৃপ্ত তৃষ্ণাকে প্রযুক্তির রস দিয়ে নিবারণ করতে চাই। https://sagor.xyz
Windows phone er kono val editor thakle janan