আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। অনেকদিন পরে টীটীতে আসলাম। আসলে একটূ বিজি চিলাম। যাইহোক আজকে আপনাদের সামনে স্মার্টফোন নিয়ে কথা বলবো। আমরা সকলেই অনেক কষ্ট করে টাকা জমাই হয়তো একটি কমদামে সেরা ফোন কেনার জন্য। আবার অনেকে অনেক দাম দিয়ে মোবাইল কিনে। কিন্তু যারা আমার মতো কষ্টের টাকায় (স্বল্প মূল্যে) সেরা মোবাইল ফোন কিনতে চান তাদের জন্য আমার এই পোস্ট টা।
বর্তমান বাজারে সিমফোনি, ওয়ালটন বেশী জনপ্রিয় হয়ে গেছে এবং যাচ্ছে। এই দূটো মোবাইল কোম্পানির কারণের বাংলাদেশের জনসাধারণ আজ এন্ড্রএড ফোন ব্যবহার করতে পাচ্ছে সেটা ভূলে গেলে কিন্তু হবে না। আর বেশী কথা বলবো না। নিচে একটি সিমফোনির ল্যাটেস্ট মোবাইল এর স্পেচিফিকেশন দিলাম আশা করি পছন্দ হবে।
দামঃ ৬৪৯০ টাকা মাত্র
আজ এই পর্যন্ত। খোদা হাফেজ।
যারা বিজ্ঞানে আগ্রহী তারা আমার ফেসবুক পেইজ (science fiction) একবার দেখে আসতে পারেন
আমি মোঃ শাহীন শাহ শাহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দামটাই বললেননা?