পেন্সিল দিয়ে স্কেচ আঁকতে পছন্দ করে এমন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য চমৎকার একটি অ্যাপ্লিকেশন হলো ‘পেইন্টার মোবাইল’। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজে যে কোন ছবি স্কেচ করা যাবে। প্রযুক্তি এই যুগে বাসে কিংবা ভ্রমনের সময় যদি পেন্সিল না থাকে তাহলে এই অ্যাপটি বেশ সহায়ক করবে আঁকতে।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ:
১. অ্যাপ্লিকেশনটির সাহায্যে ২০টি লেয়ার নিয়ে কাজ করা যাবে।
২. এতে রয়েছে ক্রপ, ইরেজার, আইড্রপার ইত্যাদি টুলস।৩. অ্যাপটিতে ক্যামেরা, গ্যালারির পাশাপাশি সরাসরি গুগল সার্চ করে ছবি যুক্ত করা যায়।
৪. ছবি আঁকার পর তা জেপিইজি ফরম্যাটে সেইভ করা যাবে। তবে যদি ফুল সংস্করণ কিনা হয় তাহলে পিএনজি এবং পিএসডি ফরম্যাটেও ছবি সেইভ করা যাবে।
৫. ছবি এডিটিংয়ের জন্য রয়েছে নানা ইফেক্ট।
৬. চাইলে অ্যাপ্লিকেশনটির সাহায্যে ছবি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।
অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। তবে সম্পূর্ণ সংস্করণের জন্য ব্যয় করতে হবে ৪.৯৯ ডলার।
▓▓▓▓ আমার ব্লগে যান । আমার ফেইসবুক পেইজে যান ▓▓▓▓
আমি shahinurnpi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডাউনলোড লিঙ্ক ?