সেটের রুট করা ছাড়া দ্বিতীয় কোন উপায় নাই।
ধরি,আপনার সেট রুট করা এবং কাস্টম রিকভারী ফ্ল্যাশ দেওয়া। স্টক বা কাস্টম যেকোন রম হলেই হল।
এখানে আমরা সেটের শুধু পারফর্মেন্সের দিকে তাকাবো,অন্য কিছুই দেখবো না।
১. প্রথমে আপনার সেটের যেসব সিস্টেম অ্যাপস আছে তার মধ্য থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করতে হবে।এতে আপনার র্যাম বেশি খালি থাকবে এবং সেট ফাস্ট হবে।
কোন কোন সিস্টেম অ্যাপস আনইনস্টল করতে হবে তা নিচের লিঙ্ক থেকে দেখে নিন।এখান থেকে দেখে নিজের সব অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করুন।
http://forum.xda-developers.com/showthread.php?t=1207407
http://forum.xda-developers.com/showthread.php?t=1487073
সিস্টেম অ্যাপ আনইন্সটলের জন্য এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন
System App Remover Pro : http://www.apkhere.com/down/com.jumobile.manager.systemapp.pro_2.8.1039_free
২. অপ্রয়োজনীয় সিস্টেম অ্যাপস আনইনস্টল করা হয়ে গেলে নিচের লিঙ্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করেন।
UUcleaner: http://forum.xda-developers.com/showthread.php?t=2780482
অ্যাপসটা দিয়ে যেসব অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে চলে সেসব অ্যাপসগুলোকে হাইবারনেট করুন। এতে র্যাম বেশি খালি থাকবে এবং সেট ফাস্ট হবে।
৩. ৫১২ বা তার কম র্যাম বিশিষ্ট সেটে চেষ্টা করবেন যত পারা যায় তত কম অ্যাপস ইনস্টল করতে। একই কাজের বিভিন্ন সফটওয়্যারের মধ্যে যেটা র্যাম কম ইউজ করে সেটা ব্যবহার করুন। যেমন,লঞ্চার ইউজ করার সময় আমরা অনেকেই সুন্দর কোন লঞ্চার দেখলেই তা ইউজ করা শুরু করি, কিন্তু তা কেমন র্যাম খাচ্ছে তা দেখি না। এতে সেটও স্লো হয়ে যায়। তাই লঞ্চার ইউজ করার সময় কম র্যাম ইউজ হয় এবং স্মুথ এমনটাই সিলেক্ট করুন। xtheme বা এ জাতীয় ফোন সাজানোর জন্য যেসব অ্যাপস আছে তা ব্যবহারের সময় তা কেমন র্যাম খাচ্ছে তা চেক করুন। এই সৌন্দর্য নাকি আরো ফ্রি র্যাম কোনটা আপনার দরকার তা ঠিক করুন।
৪. এবার নিচের লিঙ্ক থেকে busybox ডাউনলোড করে busybox ইনস্টল করেন। এটা সম্পর্কে শুধু এটুকুই জেনে রাখেন পরবর্তী অনেককাজে এর দরকার হবে। busybox ওপেন করে busybox ইনস্টল করার পর busybox অ্যাপসটা আনইনস্টল করে ফেলেন।
Busybox: http://www32.zippyshare.com/v/65929902/file.html
৫. এখন নিচের লিঙ্ক থেকে Pimp My Rom অ্যাপসটা ডাউনলোড করেন। অ্যাপসটা ওপেন করে প্রথমে universal init.d support এ ক্লিক করেন। প্রথমে চেক করুন আপনার রম init.d সাপোর্টেড কিনা। যদি সাপোর্টেড হয় তাহলে তো ভাল, আর যদি না হয় তাহলে ওখান থেকেই এক ক্লিকে init.d এক্টিভেট করুন। এই জিনিসটা আসলে কি যারা জানেন তো ভাল আর যারা জানেন না তাদের এক কথায় বলছি এর প্রয়োজনীয়তার শেষ নাই। বিভিন্ন স্ক্রিপ্ট চালাতে এটি দরকার হয়।
সাধারণত কাস্টম রমে busybox প্রি ইনস্টলড থাকে এবং init.d সাপোর্টেড থাকে।
Pimp My Rom: http://www23.zippyshare.com/v/13781986/file.html
৬. এবার নিচের লিঙ্ক থেকে RAM Manager Pro অ্যাপসটা ডাউনলোড করেন। এটা দিয়ে বিভিন্ন কাজের জন্য দরকার মত র্যাম অপটিমাইজ করা যায়। অ্যাপস ওপেন করলেই সব সহজেই বুঝতে পারবেন।যখন যে কাজ করবেন তার আগে প্রয়োজনমত র্যাম অপটিমাইজ করে নেন।
RAM Manager Pro: http://www63.zippyshare.com/v/29069951/file.html
৭. এবার নিচের লিঙ্ক থেকে Seeder নামক অ্যাপসটা ডাউনলোড করুন। এটি দিয়ে আপনার সেটের এনট্রপি বাড়াতে পারবেন। এনট্রপি নিয়ে বিস্তারিত কিছু বলছি না, শুধু এটুকুই বলছি এনট্রপি যত বেশি হবে সেট তত স্মুথ হবে। অ্যাপসটা ওপেন করে শুধু seeder lag reduction on করে দেন।
Seeder: http://forum.xda-developers.com/attachment.php?attachmentid=1666675&d=1358857894
৮. সেটের বেস্ট পারফর্মেন্স পেতে হলে আপনাকে অবশ্যই প্রসেসরকে ম্যানেজ করতে হবে।বিভিন্ন প্রকার cpu governor এর মাধ্যমে আপনি প্রসেসরকে ম্যানেজ করতে পারবেন।
বিভিন্ন প্রকার cpu governor সম্পর্কে বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন।
Android CPU governors explained: http://forum.xda-developers.com/showthread.php?t=1767797
তবে এর মধ্যে ondemand ই মনে হয় সবদিক থেকে পারফেক্ট।
Pimp My Rom অ্যাপসটা ওপেন করে Pimp My CPU তে যান এবং সেখান থেকে আপনার দরকারি cpu governor সেট করুন। pimp my rom অ্যাপস দিয়ে আপনি পুরা সেটের জন্য cpu governor সেট করতে পারবেন। কিন্তু আপনার হয়ত আলাদা আলাদা অ্যাপসের জন্য আলাদা আলাদা cpu governor লাগবে। এজন্য আছে performance profile নামক এই xposed module টি। এটি দিয়ে আপনি একেক অ্যাপসের জন্য একেকটা cpu governor সেট করতে পারবেন। ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি,কারন এতে পারফর্মেন্স এবং ব্যাটারি ব্যাকআপ দুইটাই ভালো পাওয়া যায়। ডাউনলোড লিঙ্ক নিচে। আর কার্নেল সাপোর্ট করলে আপনার প্রসেসর ওভারক্লকিংও করতে পারেন।
Performance Profile: http://dl-xda.xposed.info/modules/com.h0rn3t.performanceprofile_v22_959f2a.apk
একই কাজের জন্য per app modes নামে আরেকটি অ্যাপস ইউজ করতে পারেন।এটি কোন xposed module না।
per app modes: http://www.mediafire.com/download/sgpxjti5p1ieg30/Per_App_Modes-4.1.apk
৯. ইচ্ছা করলে সেটের র্যামও বাড়াতে পারেন।
কার্নেল যদি swapping সাপোর্ট করে তাহলে এটি ফলো করুন।
http://forum.xda-developers.com/showthread.php?t=2321149
আর কার্নেল যদি swapping সাপোর্ট না করে তাহলে এটি ফলো করুন।
http://forum.xda-developers.com/showthread.php?t=1934360
১০. বেস্ট সাউন্ড পারফর্মেন্স পাওয়ার জন্য আপনার viper4android এর কোন বিকল্প নাই। একটা জিপ ফাইলের ভিতর ভাইপারের ৩৯ টা প্রোফাইল এবং ৬০৪ টা irs. প্রতিটি প্রোফাইল আবার speaker,headset,bluetooth,usb/dock এই চারভাগে বিভক্ত।
http://www.datafilehost.com/d/ed49466d
১১. এন্ড্রয়েড বেস্ট পারফরমেন্স পেতে হলে বিভিন্ন প্রকার mods, tweaks & scripts ব্যবহার করা ছাড়া দ্বিতীয় কোন পথ নাই। সেটের আলটিমেট পারফর্মেন্স,বেস্ট ব্যাটারি ব্যাকআপ,সুপার স্মুথনেস এগুলো পেতে হলে আপনাকে অবশ্যই এই mods, tweaks & scripts গুলো ব্যবহার করতে হবে। স্ক্রিপটগুলো সেট বুট হওয়ার সময় চালু হয়ে আপনাকে প্রয়োজনীয় পারফর্মেন্স দিবে। সাধারণত এগুলো ফ্ল্যাশেবল জিপ আকারে থাকে। কিছু কিছু স্ক্রিপ্ট আবার script manager, terminal emulator এগুলো দিয়ে চালাতে হয়। কাস্টম রমগুলোতে সাধারণত বিভিন্ন mods, tweaks & scripts ব্যবহার করা হয়ে থাকে,এজন্যই কাস্টম রমগুলো এত ভাল পারফর্মেন্স দেয়। এন্ড্রয়েডের অন্যতম জনপ্রিয় mods, tweaks & scripts গুলা হল pure performance,v6 supercharger,adrenaline engine,fly on, crossbreeder ,operation killjoy ইত্যাদি। xda তে mods, tweaks & scripts এর অভাব নাই। কিন্তু একটা সমস্যা হল অনেক স্ক্রিপ্টই একটা ইউজ করলে অন্য স্ক্রিপ্ট ব্যবহার করলে সমস্যা হয়। আমার কাছে অনেকগুলি mods, tweaks & scripts একসাথে ব্লেন্ডিং করে মিডিয়াটেকের জন্য বানানো একটা মড আছে কিন্তু ঐটা xda থেকে রুল ভঙ্গ করার জন্য ডিলেট করা হইছে, তাই লিঙ্ক দিতে পারছি না। কারও লাগলে পরে আপলোড করে দিব। এই সেকশনটা একটু জটিল, তাই একা ফাইনাল সিদ্ধান্ত নেওয়া বোকামি। তাই যারা বিভিন্ন mods,tweaks & scripts নিয়ে ঘাটাঘাটি করেন তারা একটু কমেন্ট করেন। তাহলে সবাই মিলে একটা বেস্ট কম্বিনেশন তৈরি করা যাবে। প্লিজ কমেন্ট।
১২. ফটো এবং ভিডিও ডিসপ্লে কোয়ালিটি বাড়ানোর জন্য pimp my rom অ্যাপস থেকে Bravia Engine ডাউনলোড করে রিকভারী মুড থেকে ফ্ল্যাশ দিন। ওখান থেকে sony xloud বা beats audio ইনস্টল করবেন না। এতে ভাইপারে সমস্যা হতে পারে।
১৩ .সেটের গ্রাফিক্স অপটিমাইজ করার জন্য এবং গেমিং পারফর্মেন্স বাড়ানোর জন্য ব্যবহার করুন gl tools নামক অ্যাপসটি।এটি দিয়ে অন্য জিপিও অপটিমাইজড গেমও আপনার সেটে স্মুথলি চালাতে পারবেন।লো এন্ড ডিভাইসের জন্যও অ্যাপসটি খুব কার্যকরী।কিন্তু এটি শুধু জেলী বিনের জন্য।
আমি তাহজিব সারওার তালহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai amar phone root korbo kivabe symphony zv r er por ki ame j kono custom rom use krte parbo janaben doya kre