যা যা প্রয়োজন
➽ PC/Laptop (XP/Vista/7/8)
➽ Android Version:- 2.1 থেকে 4.0
➽ Unlock Root Application.Download Link:http://evil-hackers.com/Android/unlockroot231.rar
কিভাবে রুট করবেন
●► প্রথমে ফোনের Settings>Developers Option>USB Debugging এ টিক দিন।
(নোটঃ- Developers Option Hide করা থাকলে Settings>About Phone>Built Number এ পাঁচ-আটবার টাচ করলেই পাবেন)
●► এবার Unlock Root অ্যাপ্সটি ডাউনলোড করে পিসিতে Install করুন।
●► তারপর পিসির সাথে আপনার ডিভাইসটিকে USB Cable এর মাধ্যমে কানেক্ট করে Unlock Root অ্যাপ্সটি চালু করুন।
●► পিসির সাথে আপনার ফোন কানেক্ট হলে, Unlock Root অ্যাপ্সটি Automatically আপনার ডিভাইসকে Detect করে নিবে।
●► এবার Unlock Root থেকে "Unlock Root” এ ক্লিক করুন। তাহলে Rooting Process শুরু হবে এবং কিছু সময়ের মধ্যে আপনার ফোনটি Root হয়ে যাবে।
আমি তাহজিব সারওার তালহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমার একটি চায়না ব্র্যান্ডের ট্যাব আছে যার মডেল HT3 নাম Pixel. আমার সমস্যাটা হলো আমি যখন ডিফল্ট ব্রাউজার দিয়ে ই-নেট চালনা করলে হঠাৎ করে ব্রাউজার এ্যাপটি ক্লোজ হয়ে যায় ফায়ার ফক্সে ও একই অবস্থা। তিন চার বার ফ্যান্টরী রিসেট করেছি, ক্লিলিয়ার ডাটা, ক্লিলিয়ার ক্যাচ এর কাজও করেছি কোন ফল পাচ্ছি না কি উপায় আছে একটু কষ্ট করে জনাবেন।