আপনার এন্ড্রয়েড কে সাজান মনের মাধুরী মিশিয়ে। [পর্ব-০১] :: আজকের অ্যাপ Gravity Box

আমার টিউন সমূহ...
১। মাত্র ২ টাকাতে তৈরি করুন আপনার মোবাইল এর ব্যাক-কভার Back Cover

২। ফ্রীতে 3G স্পীড এ ডাউনলোড করুন আনলিমিটেড ভিডিও,অডিও,অ্যাপ,গেম ইত্যাদি Whatsapp দিয়ে।

৩। লুফে নিন My Talking Tom এর অফলাইন ভার্সন আর আস্ত বেড়ালছানা পুশুন মোবাইলে।

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আপনারা অনেকে GravityBox এর কথা শুনেছেন অনেকে ব্যাবহার ও করেছেন এবং করছেন। কিন্তু অনেকে হইত এর পুরোপুরি ব্যাবহার জানেননা। আজ আমি আপনাদের দেখাব যে কিভাবে আপনি GravityBox দিয়ে আপনার এন্ড্রয়েড কে মনের মত করে সাজাতে পারেন। যারা অলরেডি যানেন তারা আমার ভুল গুলা ধরিয়ে দিবেন আশা করি।

অনেকেই যানেন যে কিভাবে GravityBox ইন্সটল করতে হই তবুও অনেকে জানেনা তাই প্রথম থেকেই শুরু করছি।

আপনার ফোনটি অবশ্যই রুটেড হতে হবে।  রুট করা না থাকলে আগে রুট করে নিন। ভয় পাবেননা। রুট করলে ফোনের কিচ্ছু  হবেনা ইনশাআল্লাহ্‌। ( আমি যত গুলা করেছি এক্টাতেউ প্রব্লেম হইনি)। এবার প্রথমে আপনাকে xpose installer ইন্সটল করতে হবে।

ডাউনলোড

এইবার
এখান থেকে GravityBox

ডাউনলোড করে ইন্সটল করুন ওপেন করবেননা। এখন Xpose Installer এর মদ্ধে যান Modules এর ভিতর গিয়ে GravityBox এর পাশে টিক দিন।

এইবার Framework এর মদ্ধে গিয়ে Install/Update এ ক্লিক করুন।

ফোন রিবুট করুন। ব্যাস আপনার GravityBox ইন্সটল হয়ে গেল। এখন কাস্টুমাইজ করার পালা।

GravityBox এ প্রবেশ করুন। ( শুধু মেইন মেইন গুলা বলব বাকি গুলা আপনি নিজেই বুঝতে পারবেন আশা করি)

১. প্রথমে আসুন Statusbar tweaks এ:

a. staatus bar colors: এর মাধ্যমে আপনি স্ট্যাটাস বারের কালার চেঞ্জ করতে পারবেন।

b. Transparency management: এর মাধ্যমে আপনি স্ট্যাটাস বারের ব্ল্যাক সেড মুছে দিতে পারবেন। ওখানে যেই ২টা অপশন আছে দুটাই ১০০% করে দিন ব্যাস কাজ শেষ।

c.  Data traffic monitor: আমরা অনেকে আলাদা নেট স্পীড মনিটর ব্যাবহার করি। কিন্তু আপনি যদি GravityBox ব্যাবহার করেন তাইলে আপনাকে আর কষ্ট করে আলাদা সফট ব্যাবহার করতে হবেনা। জাস্ট এই অপশন এ গিয়ে একটা টীক দিলেই হবে তারপর ইচ্ছা মত সেটিং করে নিন।

২.এইবার আসুন Navigation bar tweaks এঃ

অনেকে হইত ভাবতেছেন এইডা আবার কি... কিছু কিছু দামি ফোন আপনি হইত দেখেছেন কোন কী না দিয়ে স্ক্রীন এর উপরেই হোম, ব্যাক অ্যান্ড অপশন কী থাকে আপনিও এখন থেকে আপনিও পারবেন তেমনটি। জাস্ট নিচের অনুযায়ী সেটিং করে নিন।

২.Power  tweaks:

এখান থেকে আপনি Rebot,Screenshot etc অপশন গুলা এড করতে পারবেন। এখানে আরো কিছু সেটিং আছে।

৩।Disply tweaks এর ভিতর থেকে আপনি Allow all rotation e ক্লিক করলে আপনার ফোন চারদিকেই রোটেট হবে। আরো কিছু সেটিং আছে ইচ্ছা মত করে নিন।

৪।Phone tweaks  থেকে আপনি কল কানেক্ট বা কল ডিসকানেক্ট হলে vibration দেউয়া মিনিট এলার্ট ইত্যাদি সেটিং করতে পারবেন।

৫।Media tweeks এর ভিতর থেকে আপনি আপানর ফোনের সাউন্ড ৩০ পর্যন্ত করতে পারবেন এবং ভলিয়ম কী তে সব রকম ভলিয়ম অ্যাডজাস্ট করার অপশন পাবেন।

৬।Hardware key actions  থেকে আপনি যেকে বাটন কি কাজ করবে সেটা নিরধানর করে দিতে পারেন। আমি যেমন menu key Long-press action এ Go to sleep করে রেখেছি তাই আমাকে আর পাওয়ার বাটন টিপে লাইট অফ করা লাগেনা।  Menu key চেপে ধরে রাখলেই ফোন লক হয়ে যাই। 😀

আর পারছিনা হাত ব্যথা হয়ে গেছে, আপনারা বাকি সেটিং গুলা একটু দেখে নিয়েন। আশা করি সব বুঝবেন। আর না বুঝলে আমিতো আছি নাকি।

যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট না করে চলে যাবেননা প্লিজ। কনেক কষ্ট করে পোস্ট লিখি আপনারা একটু লাইক কমেন্ট করলে নেক্সট টাইম পোস্ট করার অনুপ্রেরোনা পাব।

আজ এটুকুই খোদা হাফিজ।

ফেসবুকে আমিঃ

হবু ইঞ্জিনিয়ার

Level 2

আমি মোঃ আওয়াল-উর-রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

অসাম পোস্ট

অসাধারন। প্রিয়তে না নিয়া পারলাম না 🙂

VI Amar Huawei y330Y model a hosscena

amar kacheo valo laglo, kintu akhon test korar somai nei

sundor post. kintu kono aap ba setting er background change korbo kivabe ?

Level 0

কত চেষ্টা করলাম । but কাজ হয় নাই। help me

প্লিজ হেল্প মি ভাই আমার ফোন টি রুট করতে পারছি না আমার ফোন এর মডেল Intex Aqua Y2 (Kitkat 4.4.2) আমি কিংরুট দিয়ে ট্রাই করেছি কিন্তু হয় নাই প্লিজ হেল্প মি

Level 0

apnar post pore android baboharer dharonai palte jasse..thank u very much for all of ur posts