পিসিতে এন্ড্রয়েড ইনস্টল ও ব্যবহার

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টেকটিউনস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ সাইটকে দ্রুততম সময়ে আবার চালু করার জন্য। আমি তেমন ভালো নেই অবশ্য। এই তো, কয়েকদিন আগে আমার ২০০৮ সাল থেকে পুষে রাখা ফেসবুক আইডি হঠাত ব্লক হয়ে গেল। ফলাফল ফেসবুক চালানো বন্ধ। এরপর আর নতুন একাউন্ট খুলার চেষ্টা করিনি। চাইছি পুরাতন আইডিটাকে আবার ফিরিয়ে আনা যায় কি না। তবে জানিনা এটা সম্ভব কি না। যা-ই হোক, ফেসবুক হারিয়ে ইদানিং দেশি কয়েকটি সামাজিক সাইট নিয়মিত ব্যবহার করছি। তেমনি অভ্যাস মত সেদিন রাতে ঘুমাবার আগে একটা সাইটে লগইন করলাম।

দেখি এক ফ্রেন্ড বিশাল একটা মেসেজ পাঠিয়েছে। বিষয়বস্তুঃ পিসিতে এন্ড্রয়েড ইনস্টল এবং তা সাজিয় গুছিয়ে কোন ব্লগে প্রকাশের অনুরুধ...

অনেক কথা বললাম। তো চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। পিসিতে এন্ড্রয়েড ইনস্টল একদম পানির মত সহজ এবং মাত্র কয়েক মিনিটের ব্যপারঃ যদি প্রয়োজনীয় উপকরন আমাদের নিকট থাকে। এর জন্য প্রথমে আমাদের এন্ড্রয়েডের অফিশিয়াল আইএসও ফাইল ডাউনলোড করে নিতে হবে। আমরা এন্ড্রয়েডের লেটেস্ট ভার্শন 4.4 KitKat ডাউনলোড করব। এজন্য প্রথমে এই লিঙ্ক এ যান এবং আইএসও ফাইলটি ডাউনলোড করুন। সাইজ, ৩৪৫ মেগাবাইট। ফাইলটি ডাউনলোড শেষে এবার তা ব্লাঙ্ক সিডিতে বার্ন করার পালা। আপনি যেকোন সফটওয়ার দিয়ে এটি বার্ন করতে পারেন। তবে সবচেয়ে ভালো হবে পাওয়ার আইএসও ব্যবহার করলে। আপনি এটির পোর্টেবল ভার্শন ডাউনলোড করতে পারেন এই লিঙ্ক  থেকে। এখানথেকে প্রাপ্ত জিপ ফাইলটি আনজিপ করুন এবং PowerISO ফোল্ডারটি ওপেন করুন। এরপর এখানথেকে PowerISO.exe ফাইলে ডাবল ক্লিক করে ওপেন করুন। নিচের মত স্ক্রিন আসবে।

এর Open ট্যাব থেকে ডাউনলোডকৃত এন্ড্রয়েড কিটক্যাটের আইএসও ফাইলটি ব্রাউজ করুন এবং বার্ন করুন। বার্ন শেষে। সিডিটি আপনার পিসির সিডি ড্রাইভে ঢুকান এবং পিসি রিস্টার্ট করে সিডি থেকে বুট করান। নিচের মত স্ক্রিন আসবে।

এখানে লক্ষ করুনঃ প্রথম অপশন Live CD – Run Android x86…. আপনি যদি ইনস্টল ছাড়াই এটি লাইভ চালাতে চান, তবে এই অপশন সিলেক্ট করুন। আর যদি ইনস্টল করতে চান তবে চতুর্থ অপশন অর্থাৎ Installation – Install Android x86…. সিলেক্ট করুন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী ইনস্ট্যালেশন শেষ করুন। ইনস্টল শেষে নিচের মত স্ক্রিন আসবে।

আবার দেখুন। এর এপ্লিকেশন মেন্যু।

এতে এন্ড্রয়েডের যাবতীয় এপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। কিন্তু মডেম বা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। তবে এন্ড্রয়েড মডেম চালাতে পারবেন বা ওয়াইফাই থেকে ইন্টারনেট চালাতে পারবেন। পেনড্রাইভ ব্যবহার করতে পারবেন। কিন্তু অপটিক্যাল ড্রাইভ চলবেনা। হার্ডডিস্কের রুট পার্টিশন ব্যতিত অন্য কোন ড্রাইভ ইউজ করতে পারবেন না। কিন্তু ইউএসবি হার্ডডিস্ক চলবে। সবমিলিয়ে এটা খারাপ লাগার কথা না। তো আর দেরী কেন? চলুন পিসিতে এন্ড্রয়েডের স্বাদ নেওয়া যাক।

শেষ কথাঃ কয়েকদিন আগে আমার এক সোশ্যাল নেটওয়ার্কের ফ্রেন্ড ম্যাকবুক কিনেছে। কিনতেই পারে। সে পয়সাওয়ালা। আমার অত পয়সা নেই। কাজেই এতটা দুরাশা আমি করতে পারিনা। তবে হ্যা, আমি চেষ্টা করছি কিভাবে পিসিতে ম্যাক ওস  চালানো যায়। যদি এর কোন সমাধান খুজে পাই, আপনাদের জানাব।

তথ্যসুত্রঃ

১। মোঃ মোস্তফা কামাল
ওয়েবপ্রোগ্রামার

২। Video Orchard

Online E-Learning

৩। Android x86
Android Official Site

ক্রেডিটঃ

মোঃ মোস্তফা কামাল
ওয়েবপ্রোগ্রামার

আমি উদয় খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice tune……….

Level 0

ধন্যবাদ

Level 0

Not Bad

vai vartule box babohar korun oita dea sob calatea parbev. youtubea searse korun sob
paben

    @মোহাম্মদ মাসুদ: ধন্যবাদ ভাই। ভার্চুয়াল বক্স ব্যবহার করা যায়। তবে আমি দেখিয়েছি ভার্চুয়াল বক্স ছাড়াই কিভাবে পিসিতে এন্ড্রয়েড সরাসরী ইনস্টল করা যায়।

Can I use pendrive for burn.

    @Tanvir Hossain: হ্যা ভাইয়া। পেনড্রাইভ ব্যবহার করতে পারেন। তবে এজন্য আপনাকে। পেনড্রাইভ বুটেবল করার জন্য Rufus বা সমজাতীয় কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে।

যে ড্রাইভ এ ইন্সটল করব সেটি ছাড়া অন্য ড্রাইভ কি অ্যাক্সেস করা যাবে ?
এতে অ্যাপ ইন্সটল কি ফোনের মতই করা যাবে ?
এটি কি পিসির জন্য customized version ?

    @নীলোৎপল বেদী: ভাই, অন্য ড্রাইভে অ্যাক্সেস করতে পারবেন না। এতে ফোনের মতোই অ্যাপস ইনস্টল করতে পারবেন। এটা পিসির জন্য অফিশিয়াল ভার্শন।

এটি কি উইন্ডজের সাথে ব্যাবহার করা যাবে নাকি আলাদা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যাবহার করতে হবে?

ভাল লাগল

niceeeeeee…… tnx a lotttttttt

Level 2

awesome

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

নেটের স্পীড খুবই নিম্নমানের । ডাওনলোড করা সম্ভব না । ISO ফাইলটা কি সিডি আকারে বাজারে পাওয়া যাবে?

না ভাই। বাজারে এর ডিস্ক না পাওয়া যাবার সম্ভবনাই বেশী। কিন্তু ডাউনলোড স্পিড তো কম হবার ক্থা না। আর হ্যা, বেশি সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি বিকল্প সাইটে আপলোড করে দিব।

vai hard disk asses kora zabe ki.r ami kivabe ate net connection dibo.plz help parle fb id ta o diben vai

#মোহাম্মদ মাসুদ vai apnar sate o kota silo ph number at diben plz