আসসালামু আলাইকুম,
[সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা]
টেকটিউন্সে এটা আমার তৃতীয় টিউন। আগের টিউন দুইটাতে ভাল ফিডব্যাক পাওয়ায় আবারো বসলাম নতুন টিউন নিয়ে, আপনি চাইলে আমার আগের টিউন দুইটি দেখে নিতে পারেন।
আজ দেখাবো, রুটেড MTK ডিভাইসের (Symphony, Walton, Maximus, Lava, Micromax, Okapia ইত্যাদি) জন্য CWM তৈরী করার উপায়। এরকম টিউন আগে কেউ করে থাকলে আমি দুঃখিত।
[কাজ শুরু করার আগে শিউর হয়ে নিন আপনার ফোনটি রুটেড কিনা। রুট যেকোনো উপায়ে করতে পারলেই হল। ড্রাইভার ইন্সটল জনিত সমস্যা এড়াতে Windows 7 ব্যবহার করুন। কোনো প্রকার ক্ষয়ক্ষতির জন্য আমি দায়ী নই। ]
প্রথমে এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিনঃ CWM building tools-ikramul OLI
ফাইলটি এক্সট্রাক্ট করে নিচের ফাইল গুলো পাবেন
প্রথমে আপনার রুটেড ফোনে Busybox Pro 1.8.apk এপটি ইন্সটল করে নিন।
তারপর Busybox ওপেন করে, নিচের চিত্র অনুযায়ী কাজ গুলো করুন
১। Root permission চাইবে। Authorize/Accept/Yes চেপে রুট পারমিশন দিন।
.
২। Make backup নামে একটি Popup আসতে পারে। Yes চাপুন
.
৩। বাম পাশে নিচের দিকে Install বাটন চাপুন। এরপর Normal Install সিলেক্ট করুন।
.
৪। লাল দাগ দেয়া অংশের ১০০ পারসেন্ট লোড হতে দিন।
.
৫। 100% Loaded হয়ে গেলে আবার বাম পাশে নিচের দিকে Install বাটন চাপুন।
.
৬। তারপর Smart install বাটন চাপুন।
.
৭। সব কাজ ঠিক মত করতে পারলে নিচের মত দেখাবে।
.
.
এবার আপনার ফোনে Settings এ গিয়ে Developer Options এ যান। উপরের লাল দাগ দেয়া বাটন অন করে দিন।
.
নিচের মত Popup আসবে। Ok চাপুন।
.
এবার USB debugging এ টিক দিন। তারপর নিচের মত Popup আসলে OK চাপুন।
.
এবার ফোন USB Cable দিয়ে পিসিতে কানেক্ট করে নিন।
Adb Driver Installer.exe ফাইলটি Run as administrator এ রান করুন।
তারপর নিচের ছবির মত আপনার ফোনের মডেলের উপর ক্লিক করুন। তারপর "Install" বাটন চাপুন।
(বিঃ দ্রঃ এখানে কোনো নাম না দেখালে, বোঝতে হবে ADB Driver আগেই আপনার পিসিতে ইন্সটল করা হয়েছে।)
ইন্সটল করার সময় নিচের মত ড্রাইভার ইন্সটল করার পারমিশন চাইবে, "Install this driver software anyway"
.
সফলভাবে ইন্সটল করা হয়ে গেলে নিচের মত আসবে। তারপর Exit বাটন চাপুন।
এবার MtkDroidTools v2.5.3 ফোল্ডারে ঢুকে MTKdroidTools.exe ফাইলটির উপর রাইট ক্লিক করে "Run as administrator" দিয়ে রান করান।
.
এবার আপনার এন্ড্রয়েড ফোনে খেয়াল করুন, USB Debugging জনিত পারমিশন চাইতে পারে। পারমিশন দিয়ে দিন।
সব ঠিক থাকলে কিছুক্ষণের মধ্যেই নিচের মত ফোনের ডিটেইলস দেখাবে। ওখানে Root বাটন চাপুন।
.
নিচের মত একটি Popup আসবে। Yes বাটন চাপুন।
.
আবারো আপনার ফোনে খেয়াল করুন। ADB Shell এর জন্য রুট পারমিশন চাইবে। Authorize/Accept/Yes চেপে রুট পারমিশন দিন।
তারপর দেখুন নিচে লাল দাগ দেয়া অংশের রঙ সবুজ হয়ে যাবে।
.
এবার নিচের চিত্রের মত লাল দাগ দেয়া root, backup, recovery Tab এ ক্লিক করুন।
.
এবার To use boot from phone সিলেক্ট করে Recovery and boot বাটন চাপুন। (চিত্র অনুসারে)
.
নিচের মত To make CWM Recovery automatically? পপআপ আসলে Yes চাপুন।
.
আপনি চাইলে সরাসরি পিসি থেকেই CWM টি ফোনে ইন্সটল করে নিতে পারেন। তাহলে নিচের popup আসলে Yes চাপুন। তবে আমি সকলের সুবিধার্থে দেখাবো কিভাবে CWM image টি পিসি ছাড়াই রুটেড ফোনে ইন্সটল করতে হয়। এবং আপনার পোর্ট/বিল্ড করা CWM টি অন্যদের সাথে শেয়ার করতে চাইলে Mobile uncle tools.apk এপটি ইউজ করে পিসি ছাড়াই CWM ইন্সটল করতে পারবেন। তাই, Install created recovery to phone? পপ আপ আসলে No চাপুন।
.
ব্যাস, হয়ে গেল আপনার পোর্ট করা CWM তৈরী। আপনার বিল্ড করা CWM টি MtkDroidTools v2.5.3 এর ভিতরে Recovery ফোল্ডারে পাবেন। নিচের চিত্রে মত লাল দাগ দেয়া ফাইলটিই আপনার কাংক্ষিত CWM এর ইমেজ ফাইল।
.
এবার দেখুন কিভাবে এটি আপনার ফোনে ইন্সটল করবেন।
১. প্রথমে আপনার তৈরী CWM image টি আপনার ফোনের SD card এ রাখুন (কোনো ফোল্ডারের ভিতরে রাখবেন না। সরাসরি SD Card এ)
২.এখান থেকে Mobile_Uncle_Tools_20140111v2.9.9_ikramuloli.apk ডাউনলোড করে এপটি আপনার ফোনে ইন্সটল করুন।
৩. ইন্সটল করার পর এটি ওপেন করলে নিচের মত রুট পারমিশন চাইবে। রুট পারমিশন দিয়ে দিন।
.
এবার এখান থেকে Recovery update এ যান।
.
.
নিচের চিত্রের মত একটি ফাইল দেখাবে Symphony-H100_140626__recovery_140923-102912.img তে চাপুন।
.
.
নিচের চিত্রে ন্যায় Reboot into recovery mode আসলে cancel করে দিন।
.
.
আশা করছি, আপনি সফল ভাবে CWM বিল্ড করে ইন্সটল করতে পেরেছেন। আজ এপর্যন্তই।
(কোনো কথা বোঝতে অসুবিধা হলে বা সমস্যা হলে টিউমেন্ট এ জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। টিউনটি ভাল লাগলে প্রিয় টিউন্সে যুক্ত করতে ভুলবেন না।)
ফেসবুকে আমিঃ Ikramul Haque Chowdhury Oli
আমি ইকরামুল হক চৌধুরী ওলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thnq এতদিন ধরে এইটাই খুজঁতাছিলাম