রুট কথাটার সাথে আপনারা অনেকেই পরিচিত। তাই এই ব্যাপারে আর বিস্তারিত না বলি। আমি যে টা দিচ্ছি সেটাতে কোন প্রকারের কোন নেট কানেকশানের প্রয়োজন নেই। শুধু ডাউনলোড করতে হবে দুইটা ফাইল। তো চলুন শুরু করা যাক ।
রুট করতে লাগবে-
১. একটি পিসি
২.IROOT soft. (download link - http://upfile.mobi/709245 )
৩. ADB DRIVER INSTALLER (download link - http://adbdriver.com/upload/AdbDriverInstaller.exe )
৪. অদম্য ইচ্ছা 😛
*প্রথমে আপনার সেটের USB Debug অপশনটাঅন করুন । (Setting>>Developer option>>USB Debug mark করুন)
* USB Debug অপশন যদি খুজে না পান তো setting>about H50>build number এ পর পর ৭ বার ক্লিক করতে থাকুন যতক্ষন না দেখায় you are now a developer. এরপর ১ নাম্বার প্রসেস ফলো করুন।
*এবার পিসি তে adb driver installer ওপেন করে আপনার সেটকে ডাটা কেবল দিয়ে পিসির সাথে কানেক্ট করুন। দেখবেন HTC লেখা শো করছে। install এ ক্লিক করুন। হয়ে গেলে exit এ ক্লিক করেন।
* এবার পিসিতে iroot.exe install দেন। হয়ে গেলে ওপেন করেন এবং CONNECT DEVICE এ ক্লিক করেন। সব কিছু ঠিক থাকলে আপনার ডিভাইসটি পেয়ে যাবে।
* এবার ROOT এ ক্লিক করেন। দেখবেন আপনার সেট এ একটা window আসবে। ওকে করেন।
* কিছুক্ষন আপেক্ষা করেন। দেখবেন লেখা আইছে successfully rooted
*আপনার ফোন এ দেখেন চ্যাংচুং ( চাইনিজ) ভাষার কিছু এপ ইন্সটল হইছে । 😛 তার ভেতর একটা হলো super su ..
এই হলো রুটিং প্রসেস ।একদম ইজি করে বললাম। এত্ত সোজা করে আর মনে হয় কেউ বলে নাই।সো আশা করি পারবেন।
রুট করা তো হয়ে গেলো। এবার আসেন cwm recovery ফ্ল্যাশ দেই।
CWM ফ্ল্যাশ দেবার জন্য এখান https://www.dropbox.com/s/qwqitu0qg7ruvxe/Cwm%20for%20H50%20By%20Misbah%20Mashu.zip?dl=0
থেকে জিপ ফাইল টি ডাউনলোড করুন। এরপর জিপ ফাইল আনজিপ করেন। ভেতরে mobile uncle tools নামের একটা এপ পাবেন। সেইটা আপনার মোবাইলে ইন্সটল দেন। আনজিপ করা ফাইলের ভেতর recovery.img এবং MT6582_Android_scatter নামের ফাইল দুইটা sd card এর বাইরে রাখুন। মনে রাখবেন যে এই দুইটা ফাইল কোন ফোল্ডারে রাখবেন না। জাস্ট sd card এ একদম বাইরে রাখুন। এবার mobile uncle tools ওপেন করেন। update recovery সিলেক্ট করেন। এরপর recovery.img তে ক্লিক করেন। কিছুক্ষন ওপেক্ষা করেন। ব্যাস কাজ শেষ। এর পর থেকে যখন ইচ্ছে তখন volume down button+power button একসাথে চেপে ফোন অন করলে তা cwm recovery তে অন হবে। আশা করি পারবেন সবাই। আর যারা জানেন না cwn কি, তারা "cwm techtunes" এইটা লিখে গুগলে সার্চ দিন। আর হ্যা নিজ দায়িত্বে চেষ্টা করবেন। কোন সমস্যা হলে জানাবেন।
রম ব্যাকাপ
আপনার ফোনটি অফ করেন। এবার volume down button+power button একসাথে চেপে ফোন অন করুন। সেট cwm recovery mood এ অন হবে। এবার volume up and down বাটনের মাধ্যমে backup/restore অপশন এ যান এবং power button চেপে সিলেক্ট করুন। এরপর backup to sd card/internel sd card সিলেক্ট করেন। কিছুক্ষন অপেক্ষা করেন দেখবেন successfully backup show করবে। আপনার সেটের কোন সমস্যা হলে ব্যাকাপ ফাইল টা cwm দিয়ে রিস্টোর করলেই ইনশা আল্লাহ সেট ঠিক হয়ে যাবে। NOW JUST ROCLZZZ WITH YOUR SYMPHONY H50 ..
আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।
ভাই আমি Symphony w H50 সেটটি কিনতে চাচ্ছি । সেটটির সার্ভিস কেমন জানাবেন প্লিজ ।
সেটটি কেনার পরে আবার আপসোস করতে হবে না তো ?