চরম খবর।।। এবার দাম কমবে সকল ব্রান্ডের এন্ড্রয়েড স্মার্ট ফোনের।।।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশাকরি ভালই আছেন। তবে আমি এখন আপনাদের সাথে যে নিউজটি শেয়ার করতে যাচ্ছি তা জানার পর অনেকেই খুব, খুব ভালো থাকবেন আবার অনেকেই খুবই হতাস হবেন (যেমন আমি নিজে)। অবস্যই তাহলে জানতে ইচ্ছা করছে খবর টা কি? তাইনা? আসলে আপনারা তো টিউনের শিরনাম দেখেই বুঝতে পারছেন । তবুও বলি- খুব শিগ্রহী সকল ব্রান্ডের স্মার্টফোনের দাম কমে যাচ্ছে। বিস্তারিত জানতে নিচে দেখুন।

কবে নাগাদ কমতে পারে এই দাম?

স্মার্ট ফোনের বাজার নিয়ে গবেষনা ও বিশ্লেষন করে এমন একটি প্রতিষ্ঠান হল আইডিসি। আইডিসির গবেষকরা বলছেন আগামি ২০১৫ সালের শুরু থেকে ক্রমান্বয়ে ২০১৮ সাল পর্যন্ত এই দাম কমার হার সব সময় নিম্নমুখি থাকবে অর্থাত ২০১৫ সালের শুরু হতে এই দাম ধিরে ধিরে কমতেই থাকবে। বাজারে সাংঘাতিক প্রতিযোগিতা থাকায় স্মার্টফোন বিক্রি করে অতি মুনাফা করা কঠিন হয়ে যাবে। বিশ্ববাজারে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো দাম কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তারা আরও জানিয়েছেন প্রিমিয়াম বা বেশি দামের ফোনগুলো বাজারে টিকে থাকলেও সাশ্রয়ী দামের স্মার্টফোনগুলোতে এখন আরও উন্নত যন্ত্রাংশ দেখা যাবে। ভোক্তাদের উন্নত হার্ডওয়্যারের অভিজ্ঞতার জন্য এখন আর বেশি দামের হ্যান্ডসেটগুলো কেনার জন্য অপেক্ষায় থাকতে হবে না। এবং এর ফলে প্রিমিয়াম বা বেশি দামের ফোনগুলো বাজারে টিকে থাকার জন্য দাম কমাতে বাধ্য হবে। যা প্রায় দুই তৃতীয়াংশ পর্যন্ত নেমে আসতে পারে।

কত কমতে পারে স্মার্টফোনের দাম

২০১৫ সালের মধ্যে মোবাইল ফোন বাজারের ৮০ শতাংশই হবে অ্যান্ড্রয়েড ফোন এবং মুনাফার ৬১ শতাংশ আসবে এই ফোন থেকেই। অ্যাপলের আইফোন ১৩ শতাংশ বাজার দখল করবে এবং মুনাফা করবে ৩৪ শতাংশ। এবং সে হিসাবে স্মার্টফোন গুলোর দাম অনেক বেশিই কমে আসতে পারে। আইডিসির গবেষকেরা বলছেন, ২০১৫ সালে ১৫০ কোটি স্মার্টফোন বিক্রি হবে, যা চলতি বছরের চেয়েও ১২.২ শতাংশ বেশি। কিন্তু ২০১৪ সালে স্মার্টফোনের বাজারে যে ২৬ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে, সেই তুলনায় আগামী বছর প্রবৃদ্ধি প্রায় অর্ধেকে নেমে আসবে। স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির এই ধীরগতির রেশ ২০১৮ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। আর এফলে বাজারে স্মার্টফোনের দাম সব সময় নিম্নমুখি থাকবে। ২০১৪ সালে স্মার্টফোন গড়পড়তা ২৯৭ মার্কিন ডলার দামে বিক্রি হচ্ছে, যা ২০১৮ সাল পর্যন্ত দাম কমে ২৪১ মার্কিন ডলারে নেমে আসবে।

ব্ংলাদেশে কত কম হতে পারে স্মার্টফোনের দাম

বাংলাদেশে বর্তমানে গড়ে ব্রান্ড ও নন ব্রান্ড সহ স্মার্টফোন বিক্রয় হচ্ছে ১৪,২০০ টাকা যা ২০১৫ সাল হতে কমতে কমতে গড়ে ১০২ ডলার বা ৮১৬০ টাকায় আসবে  বলে বলছেন বাজার গবেষকরা। ( আমি এবার একটা Galaxy S5 কিনবই এইদামে :LOL মজা কররাম):

এত কিছুর সাথে আরও একটা বড় তথ্য হল বাজারে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার কারণে টাইজেন ও ফায়ারফক্সের মতো নতুন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনগুলোর টিকে থাকা কঠিন হবে। বাজারে ভোক্তাদের মনোযোগ কাড়তে ভিন্ন ধারার কোনো আবেদন তৈরি করতে হবে এসব স্মার্টফোন নির্মাতাকে এবং এটা তাদের জন্য হবে একটা কঠিন চ্যালেন্জ।

বার এক কাজ করেন যারা ইতিমধ্যে অনেক টাকায় হাই ইন্ড ডিভাইস কিনে ফেলেছেন তারা মাথায় হাত দিয়ে কিছু সময় নিরবতা পালন করুন। আর যারা কেনার চিন্তা করছেন তারা একটু.. অপেক্ষা করুন আর খুশিতে লাফাতে থাকুন। আর সেই সাথে অনুভুতি শেয়ার করুন টিউনমেন্ট করে.....

পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টিউনটা কষ্ট করে পড়ার জন্য। সবাই ভালো থাকবেন সুস্হ থাকবেন এই কামনায়-

শাকিল আহম্মেদ শিমুল (দূরন্ত বালক)<<< আমার ফেসবুক

তথ্যসূত্র: আইডিসির ওয়েবসাইট ও অন্যান্ন সাইট।

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবই ঠিক আছে শুধু আইফোন টা লিস্ট থেকে বাদ দিতে হবে

@অাবির অাফরান: I Phone এর দাম খুব একটা কমবে বলে আমি নিজেও মনে করি না। তবে এন্ড্রয়েডের দাম কমলেই খুশি…….. ধন্যবাদ টিউনমেন্ট করার জন্য..

মনে হয় টাইটেল change করা দরকার । কারন আমিতো মনে করে ছিলাম হয়তো কোনও official ঘোষণা এসেছে । কিন্তু না আপনি ত just একটা গবেষণা লব্দ পরিসংখ্যান বলেছেন ।

Level 0

tnk

ohh valo too valo nah wait kori tahole price komuk

Level New

যারা দামি ফোন ব্যবহার করে তারা আসলে টাকার কথাটা সেভাবে চিন্তা করে না । এখানে একটা আত্মতৃপ্তির বিষয় থাকে । সুতরাং দাম কমলেও নীরবতা পালন করার কারন দেখছি না ।

আরে ,ভালই ত ,আমি যখন ১০ এ উঠবো তখন কম দামে কিনতে পারবো

Level 0

darun….thn wait kra start dilam