আমাকে অনেকেই Request করেছে এই রকম একটি পোস্ট করার জন্য । তাই আজকে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে টিউন টি করলাম । যদি কোন ভুল হয় তাহলে ক্ষমা করবেন..।
.
তো চলুন শুরু করি আমাদের আসল কাজ ।
.
আগে জেনে নেই CWM Recovery কি ?
আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি বুট হওয়ার আগে কয়েকটি নির্দিষ্ট কী এর কম্বিনেশন ব্যবহার করে আপনি রিকভারি মোডে যেতে পারেন। বিভিন্ন ধরনের কাস্টম রিকভারি রয়েছে। সবচেয়ে পপুলার এবং প্রয়োজনীয় দুটি কাস্টম রিকাভারির নাম হল CWM বা ClockworkMOd Recovery এবং TWRP বা TeamWIn Recovery project. স্মার্টফোনের রিকভারিতে কাস্টম রম জিপ ফ্ল্যাশ, ফ্যাক্টরি রিসেট, Cache partition এবং Dalvik Cache ক্লিয়ার এবং ব্যাকআপ এবং রি-স্টোর আরও অনেক অপশন থাকে।
Nandroid backup কি?
Nandroid backup হল আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সম্পূর্ণ সিস্টেমের ব্যাকআপ। আপনি যদি কোন ভাবে আপনার ডিভাইসটি সফট ব্রিক করে ফেলেন তাহলে আপনি Nandroid Backup রি-স্টোর করার মাধ্যমে আপনার ডিভাইসটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। আর এটি অবশ্যই প্রয়োজনীয়।
Custom Rom কি?
সহজ কথায় কাস্টম রম মানে হল আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা ট্যাবলেট এর জন্য একটি বিকল্প অপারেটিং সিস্টেম। বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোতে ম্যানুফ্যাকচারার কর্তৃক বিভিন্ন ফার্মওয়্যার বা অপারেটিং সিস্টেম দেয়া থাকে, যেমন স্যামসাঙ ডিভাইস গুলোতে Touchwiz এবং HTC ডিভাইস গুলোতে Sense. কাস্টম রমে আপনি স্টক অপারেটিং সিস্টেম এর তুলনায় অনেক বেশি কাস্টমাইজেশন সুবিধা পাবেন। অর্থাৎ কাস্টম রমের মাধ্যমে স্টক রমের তুলনায় আপনি আপনার ডিভাইসকে খানিকটা বেশি নিয়ন্ত্রণ করার সুজগ পাবেন। এছাড়া কাস্টম রম আপনার ডিভাইসে অ্যান্ড্রয়েডের সবচেয়ে আপডেটেড ভার্সন ইন্সটল করার একটি সহজ পথ।
স্টক রম
সহজ কথায় কাস্টম রম মানে হল আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা ট্যাবলেট এর অপারেটিং সিস্টেম । বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোতে ম্যানুফ্যাকচারার কর্তৃক বিভিন্ন ফার্মওয়্যার বা অপারেটিং সিস্টেম দেয়া থাকে, যেমন স্যামসাঙ ডিভাইস গুলোতে Touchwiz এবং HTC ডিভাইস গুলোতে Sense।কিন্তু স্টক রমে রুট প্রিভিলেজ থাকে না । স্টক রমে তেমন কাস্টমাইজেশন সুবিধা পাবেন না। আপনার ডিভাইসকে কোন নিয়ন্ত্রণ করার সুজগ পাবেনা ।এছাড়া স্টক রমে mtk ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েডের সবচেয়ে আপডেটেড ভার্সন ইন্সটল করতে পারবেন না তা বলব না কিন্তু পেতে পেতে অনেক দেরি করতে।
.................................................................................
CWM Recovery Mod Install করার পদ্ধতি_
ClockWorkMod Recovery Install
তো শুরু করি প্রথমে আপনি clockworkmod recovery install করবেন
তার জন্য যা যা লাগবে
১. recovery .img (উপরে বর্ণনা করেছি)
৩.Root করা মোবাইল (এটা মাস্ট লাগবে)
এখন রিকভারি ইমেজ টি মেমোরি কার্ড এ রাখুন কোন ফোল্ডারে নয় একেবারে উপরে । ব্যাস এখন আপনি Mobie Uncles Tools ইন্সটল করুন তার পর ওপেন করুন । তারপর দেখবেন নিচের চিত্রের মত
রিকভারি আপডেট ক্লিক করুন
তারপর দেখবেন আপনার .img file শো করছে কিল্ক করুন
এবার ওকে করুন ব্যস
এবার চেক করার জন্য লেখা আসবে রিবুট রিকভারি বাটনে করুন
এখন আপনার সেট বন্ধ হবে,আবার অন হয়ে অটো রিকভারি মোডে চলে যাবে
বিঃদ্রঃ আপনি যদি আগেই clock work mode ইন্সটল করা থাকে তো এই স্টেপ টি বাদ দিন।
যে ভাবে স্টক রম ব্যাকআপ করবেন
.
_স্টেপ ২
স্টক রম বের করা
এখন আপনার স্টক রম বের করা . এখানে অনেক নিয়ম আছে কিন্তু আমি সবচেয়ে সহজ নিয়ম টি বলছি
রিকভারি মোড এ যান
এখন আপনি এই উইন্ডো টি দেখতে পাবেন
এখন wipe factory data/reset এ ক্লিক করুন... এটি করার আগে আমার পুরো পোস্ট টা পরে নিন।। না হলে পরে পস্তাবেন
ইয়েস দিন
তারপর wipe cache pertition এ click করুন
তারপর আপনি backup and restore এ ক্লিক করুন
এবং backup এ ক্লিক করুন
কিছুক্ষণ পর হয়ে গেলে - রিবুট করুন
তারপর আপনার মেমোরিতে একটি Clock Work Mode নামে একটি ফোল্ডার পাবেন সেটি আপনার কম্পিউটার এ কপি করুন ব্যাস আপনার কাজ শেষ স্টক রম পেয়ে গেলাম .
বিঃদ্রঃ wipe factory data/reset করার ফলে আপনার সব ডাটা মুছে যাবে তাই এটি
করার আগে নিশ্চয় ডাটা গুলো কম্পিউটারে রেখে দিবেন >>>
.
অথবা
.
আপনি শুধু backup and restore এ ক্লিক করুন
এবং backup এ ক্লিক করুন
কিছুক্ষণ পর হয়ে গেলে রিবুট করুন (একটু সময় বেশি লাগবে)
বিঃদ্রঃ এখানে factory data/reset করা হবে না ফলে আপনার ডাটার কিছুই হবে না
.
কিছু সমস্যা থাকলে টিউমেন্ট করে জানাবেন । অথবা FacBook এ আমার সাথে যোগাযোগ করতে পারেন ।
.
............................................................................................
My FaceBook ID : Masud Rana
...........................................................................................................................................................
Twitter Account : Devil Masud
.
কিছু সমস্যা থাকলে টিউমেন্ট করে জানাবেন
খুব ভালো হচ্ছে।
রিকোভারি ইমেজ কোথায় পাবো Symphony W130.