আসসালামু আলাইকুম , কেমন আছেন আপনারা। আশাকরি ভালো আছেন এবং প্রযুক্তির সাথে আছেন। আমি অসলে মাত্র হত পরসু (27-11-2014) হতে টিউন করা শুরু করেছি । যদিও আমি টেকটিউন্স এ একাউন্ট করেছি প্রায় ২ বছর ৭ মাস আগে তবে কখনও টিউন করার সাহস পাইনি। কেন না আমি এ ব্যাপারে মোটেও অভিঞ্জ নই। টেকটিউন্স এর হাজারো মেধাবীদের ভিরে আমি সামান্য একজন ছাত্র মাত্র। তাই টিউন করার সাহস হয়নি। তবে অবশেষে যেহেু শুরু করেছি তাই চেষ্টা করব আপনাদের কিছুটা হলেও মানসন্মত টিউন উপহার দেবার।
আমার বিষয়ে বলার তেমন কিছু নাই আমি এই প্রযুক্তি জগৎ-এর বাসিন্দাও নই। আমি শাকিল আহম্মেদ শিমুল। বর্তনানে উদ্ভিদ বিভাগে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । বুঝতেই পারছেন আমার যগৎ আর প্রযুক্তির মধ্যে পার্থক্য। যাইহোক অনেক বকবক করলাম এবার কাজের কথায় আসি।
আপনারা যারা এন্ড্রয়েড ব্যবহার করেন তারা হয়তো এর কিছু গোপনীয় ফিচার সমন্ধে অবগত নন। আজ তার মধ্যে হতে প্রয়োজনীয় ১০ টি ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন শুরুকরা যাক,
প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল, আপনার ফোনে developer options চালু করতে হবে কিছু কিছু ফোনে এটি সাধারন ভাবেই চালু থাকে আবার অনেক ফোনে থাকে না । যাদের এটি চালু আছে তারা সেটিং মেনুতে নিচের দিকে এটা খুজে পাবেন । আর যাদের চালু নেই অর্থাৎ সেটিং মেনু তে developer options নেই তারা নিচের মত করে চলু করুন।
প্রথমে সেটিং এ যান এবার About এ যান এরপর Build Number এ কয়েকবার ক্লিক করুন দেখুন আপনার developer options চালু গেছে।
এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার ফোনকে আপনার পিসির সাথে সম্পুর্নভাবে যুক্ত করতে পারবেন। কম্পিউটার হতে আপনার ফোনের সমস্তকিছুর ব্যকআপ নিতে পাবেন। পিসি থেকে আপনার ফোন সহজ ভাবে ও ওয়ারেন্টি হারানো ছারা রুট করতে পারবেন। (এটা নিয়ে অবস্য একটা টিউন করা যাবে)। এবং পিসি থেকে এপ্স ইন্সটল আন ইন্সটল করতে পাবেন। এছাড়াও আরও অনেক কিছু করতে পাবেন।
যেভাবে একটিভ করবেন--Go to Settings > Developer Options>>Tick on the USB Debugging checkbox.
আপনি যখন আপনার USB Debugging চালু করবেন তখন যে কেউ আপনার মোবাইলকে তার পিসির সাথে সংযুক্ত করতে পারে এতে আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে ও আপনার ডকুমেন্ট অন্যের হাতে চলেযেতে পারে । সুতরাং এ থেকে বাচতে আপনাকে Desktop backup password চালু করতে হবে । তখন পাসওয়ার্ড ছারা কেউ আপনার ফোন হতে ডকুমেন্ট চুরি করতে পারবে না। চালু করতে নিচের পদ্ধতি অনুসরন করুন।
আপনি যখন আপনার ফোনের স্ক্রিন এক পাশ হতে আরেক পাশে টানেন তখন সাধারন ভাবে এনিমেশন স্পিড নির্ধারন করা থাকে তবে আপনি তা নিজের মত করে চেন্জ করতে পারেন। চালু করতে নিচের পদ্ধতি অনুসরন করুন
এটি আমার অনেক পছন্দনীয় একটি ফিচার এই ফিচার অন করার মাধ্যমে আপনি এইচডি গেম গুলো সত্যিকারের এইচডি মুডে চালাতে পারবেন সাধারন ভাবে সব ফোনেই এই অপশন টা বন্ধ থাকে গেম চলাকারীন চার্জ সাস্রয়ের জন্য । তবে যারা গেম খেলতে ভালোবাসেন আমার মনে হয় তাদের এটা অন থাকা জরুরি। অন করতে নিচের নিয়ম অনুসরন করুন।
বর্তমানে আমরা যখন মেসেন্জারে চ্যাটিং করি তখন যদি আমরা লোকেশন সেয়ারিং অন রাখি তাহলে আমাদের বন্ধুরা মেসেন্জারে আমাদের লোকেশেনের তথ্য পায়। আমরা চাইলে এই অপশন ব্যবহার করে বন্ধুকে বোকা বানাতে পারি কারন এই সেটিং অন করলে লোকেশন বাউন্সিং করে ও ফেক লোকেশন দেখায়। এ অবস্হায় কিছু এপ্স ব্যবহার করে বাংলাদেশে থেকেও আপনি লন্ডনের লোকেশন বা ঢাকায় থেকে বগুড়া, বড়িশাল ইত্যারি লোকেশন বন্ধুকে দেখাতে পারেন এমন কি আপনি আপনার বাড়িতে থেকে বন্ধু কে তার বাড়ির লোকেশন দেখােতে পারেন যে আপনি এখন সেখানে আছেন। ইনএবল করতে নিচের পদ্ধতি অনুসরন করেন।
সাধারন অবস্হায় অনেক ফোনে চার্জে লাগালে স্ক্রিন অফ হয়ে যায়। এবং এ অবস্হায় স্ক্রিন অন করলে ঠিক ভাবে কাজ করা যায় না অর্থাৎ স্ব্রিন লাফালাফি করে। এমন অবস্হায় আপনি যদি কোন কাজ করতে চান মোবাইল চার্জে লাগানো অবস্হায় তাহলে ফোন চার্জে দেবার আগে নিচের পদ্ধতি অনুসরন করুন>
এই ফাংশন অন রাখলে আপনি দেখতে পারবেন আপনার ফোনের প্রোসেসরে কি কি হচ্ছে। কি ভাবে চালু করবেন?
এখন আপনার স্ক্রিনের কোনায় প্রসেসরের তথ্য দেখুন
আপনি আপনার ফোনে যাই করেন তার তথ্য চেছ ফাইল হিসাবে আপনার মেমরিতে জমা হতে থাকে যার ফলে অযাথা মেমরি ফুল হয়ে যায়। তবে এর একটা সুবিধাও আছে তা হল আপনি ওই এপ্স এ কি কি করেছেন তার তথ্য থেকে যায় ফলে পরবর্তিতে ওই এপ্স দ্রুত লোড হয়। আপনি ইচ্ছা করলে এই চেছ ফাইল তৈরি হওয়া রুখতে পারেন্ । ইনাবল করতে নিচের পদ্ধতি অনুসরন করুন>
এটি গুগলের একটি নতুন পদক্ষেপ এর সাহায্যে সেটিং ও এপ্স গুলো দ্রুতো আপডেট হবে। এটি কিটক্যেট ও এর পরের ভার্সনগুলোতে কাজ করবে। চালু করতে>>
এই সেটিংও চমৎকার একটি সেটিং এর মাধ্যমে আপনার বাসায় যদি ওয়াইফাই যুক্ত টিভি থাকে তাহলে আপনার ফোনের সব কিছু ওয়াইফাই এর মাধ্যমে আপনার টিভিতে দেখতে পাবেন এক কথায় টিভিতেই মোবাইল চালাতে পারবেন। চালু করতে চাইলে>>>
আজ তাহলে এ পর্যন্তই।
*** সমস্ত টিউনটি লিখতে প্রচুর সময় ও পরিশ্রম হয়েছে তাই দয় করে কেউ কপিপেষ্ট করে নিজের নামে চালাবেন না।
আমার ফেসবুক পেজ সব সময় আমাকে এখনে পাবেন
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
চরম।