আপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার। যা হয়তো আপনি জানেন না। যারা জানেন না তাদের জন্য।

আসসালামু আলাইকুম , কেমন আছেন আপনারা। আশাকরি ভালো আছেন এবং প্রযুক্তির সাথে আছেন। আমি অসলে মাত্র হত পরসু (27-11-2014) হতে টিউন করা শুরু করেছি । যদিও আমি টেকটিউন্স এ একাউন্ট করেছি প্রায় ২ বছর ৭ মাস আগে তবে কখনও টিউন করার সাহস পাইনি। কেন না আমি এ ব্যাপারে মোটেও অভিঞ্জ নই। টেকটিউন্স এর হাজারো মেধাবীদের ভিরে আমি সামান্য একজন ছাত্র মাত্র। তাই টিউন করার সাহস হয়নি। তবে অবশেষে যেহেু শুরু করেছি তাই চেষ্টা করব আপনাদের কিছুটা হলেও মানসন্মত টিউন উপহার দেবার।

আমার বিষয়ে বলার তেমন কিছু নাই আমি এই প্রযুক্তি জগৎ-এর বাসিন্দাও নই। আমি শাকিল আহম্মেদ শিমুল। বর্তনানে উদ্ভিদ বিভাগে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । বুঝতেই পারছেন আমার যগৎ আর প্রযুক্তির মধ্যে পার্থক্য। যাইহোক অনেক বকবক করলাম এবার কাজের কথায় আসি।

আপনারা যারা এন্ড্রয়েড ব্যবহার করেন তারা হয়তো এর কিছু গোপনীয় ফিচার সমন্ধে অবগত নন। আজ তার মধ্যে হতে প্রয়োজনীয় ১০ টি ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন শুরুকরা যাক,

প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল, আপনার ফোনে developer options চালু করতে হবে কিছু কিছু ফোনে এটি সাধারন ভাবেই চালু থাকে আবার অনেক ফোনে থাকে না । যাদের এটি চালু আছে তারা সেটিং মেনুতে নিচের দিকে এটা খুজে পাবেন । আর যাদের চালু নেই অর্থাৎ সেটিং মেনু তে developer options নেই তারা নিচের মত করে চলু করুন।

প্রথমে সেটিং এ যান এবার About এ যান এরপর Build Number এ কয়েকবার ক্লিক করুন দেখুন আপনার developer options চালু গেছে।

  • ১। Enable And Disabling USB Debugging

এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার ফোনকে আপনার পিসির সাথে সম্পুর্নভাবে যুক্ত করতে পারবেন। কম্পিউটার হতে আপনার ফোনের সমস্তকিছুর ব্যকআপ নিতে পাবেন। পিসি থেকে আপনার ফোন সহজ ভাবে ও ওয়ারেন্টি হারানো ছারা রুট করতে পারবেন। (এটা নিয়ে অবস্য একটা টিউন করা যাবে)। এবং পিসি থেকে এপ্স ইন্সটল আন ইন্সটল করতে পাবেন। এছাড়াও আরও অনেক কিছু করতে পাবেন।

যেভাবে একটিভ করবেন--Go to Settings > Developer Options>>Tick on the USB Debugging checkbox.

  • ২. Create Desktop Backup Password

আপনি যখন আপনার USB Debugging চালু করবেন তখন যে কেউ আপনার মোবাইলকে তার পিসির সাথে সংযুক্ত করতে পারে এতে আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে ও আপনার ডকুমেন্ট অন্যের হাতে চলেযেতে পারে । সুতরাং এ থেকে বাচতে আপনাকে Desktop backup password চালু করতে হবে । তখন পাসওয়ার্ড ছারা কেউ আপনার ফোন হতে ডকুমেন্ট চুরি করতে পারবে না। চালু করতে নিচের পদ্ধতি অনুসরন করুন।

  1. Settings > Developer Options.
  2. Tap on Desktop backup password.
  3. Fill in the current password, then type and retype the new password for full backup.
  • ৩. Tweak Animation Settings

আপনি যখন আপনার ফোনের স্ক্রিন এক পাশ হতে আরেক পাশে টানেন তখন সাধারন ভাবে এনিমেশন স্পিড নির্ধারন করা থাকে তবে আপনি তা নিজের মত করে  চেন্জ করতে পারেন। চালু করতে নিচের পদ্ধতি অনুসরন করুন

  1. Go to Settings > Developer Options.
  2. Scroll down and look for Window animation scale, Transition animation scale, andAnimator duration scale.
  • এবার পছন্দসই এনিমেশন সিলেক্ট করুন

  • ৪. Enable MSAA For OpenGL Games

    এটি আমার অনেক পছন্দনীয় একটি ফিচার এই ফিচার অন করার মাধ্যমে আপনি এইচডি গেম গুলো সত্যিকারের এইচডি মুডে চালাতে পারবেন সাধারন ভাবে সব ফোনেই এই অপশন টা বন্ধ থাকে গেম চলাকারীন চার্জ সাস্রয়ের জন্য । তবে যারা গেম খেলতে ভালোবাসেন আমার মনে হয় তাদের এটা অন থাকা জরুরি। অন করতে নিচের নিয়ম অনুসরন করুন।

  1. Go to Settings > Developer Options.
  2. Tap on Force 4x MSAA to enable it.
  • ৫. Allow Mock Location 

বর্তমানে আমরা যখন মেসেন্জারে চ্যাটিং করি তখন যদি আমরা লোকেশন সেয়ারিং অন রাখি তাহলে আমাদের বন্ধুরা মেসেন্জারে আমাদের লোকেশেনের তথ্য পায়। আমরা চাইলে এই অপশন ব্যবহার করে বন্ধুকে বোকা বানাতে পারি কারন এই সেটিং অন করলে লোকেশন বাউন্সিং করে ও ফেক লোকেশন দেখায়। এ অবস্হায় কিছু এপ্স ব্যবহার করে বাংলাদেশে থেকেও আপনি লন্ডনের লোকেশন বা ঢাকায় থেকে বগুড়া, বড়িশাল ইত্যারি লোকেশন বন্ধুকে দেখাতে পারেন এমন কি আপনি আপনার বাড়িতে থেকে বন্ধু কে তার বাড়ির লোকেশন দেখােতে পারেন যে আপনি এখন সেখানে আছেন। ইনএবল করতে নিচের পদ্ধতি অনুসরন করেন।

  1. Go to Settings > Developer Options.
  2. Look for Allow Mock Location and tick on it to enable.
  • ৬. Stay Awake While Charging

সাধারন অবস্হায় অনেক ফোনে চার্জে লাগালে স্ক্রিন অফ হয়ে যায়। এবং এ অবস্হায় স্ক্রিন অন করলে ঠিক ভাবে কাজ করা যায় না অর্থাৎ স্ব্রিন লাফালাফি করে। এমন অবস্হায় আপনি যদি কোন কাজ করতে চান মোবাইল চার্জে লাগানো অবস্হায় তাহলে ফোন চার্জে দেবার আগে নিচের পদ্ধতি অনুসরন করুন>

  1. Go to Settings > Developer Options.
  2. Tap on Stay Awake to tick it, thus enabling the feature.
  • ৭. Display CPU Usage Overlay

এই ফাংশন অন রাখলে আপনি দেখতে পারবেন আপনার ফোনের প্রোসেসরে কি কি হচ্ছে। কি ভাবে চালু করবেন?

  1. Head to Settings > Developer Options.
  2. Tick on Show CPU Usage to enable it.

এখন আপনার স্ক্রিনের কোনায় প্রসেসরের তথ্য দেখুন

  • ৮. Don’t Keep App Activities

আপনি আপনার ফোনে যাই করেন তার তথ্য চেছ ফাইল হিসাবে আপনার মেমরিতে জমা হতে থাকে যার ফলে অযাথা মেমরি ফুল হয়ে যায়। তবে এর একটা সুবিধাও আছে তা হল আপনি ওই এপ্স এ কি কি করেছেন তার তথ্য থেকে যায় ফলে পরবর্তিতে ওই এপ্স দ্রুত লোড হয়। আপনি ইচ্ছা করলে এই চেছ ফাইল তৈরি হওয়া রুখতে পারেন্ । ইনাবল করতে নিচের পদ্ধতি অনুসরন করুন>

  1. Head to Settings > Developer Options.
  2. Tick on Don’t keep activities.
  3. আপনি চাইলে এটা যে কোন সময় বন্ধও করতে পারেন
  • ৯. Switch Dalvik To ART

এটি গুগলের একটি নতুন পদক্ষেপ এর সাহায্যে সেটিং ও এপ্স গুলো দ্রুতো আপডেট হবে। এটি কিটক্যেট ও এর পরের ভার্সনগুলোতে কাজ করবে। চালু করতে>>

  1. Head to Settings > Developer options.
  2. Tap on Select runtime and choose Use ART.
  3. তবে উল্লেখ্য যে এটি আপনার ডিভাইস কে স্লো করবে
  • ১০. Enable Wireless Display Certifications

এই সেটিংও চমৎকার একটি সেটিং এর মাধ্যমে আপনার বাসায় যদি ওয়াইফাই যুক্ত টিভি থাকে তাহলে আপনার ফোনের সব কিছু ওয়াইফাই এর মাধ্যমে আপনার টিভিতে দেখতে পাবেন এক কথায় টিভিতেই মোবাইল চালাতে পারবেন। চালু করতে চাইলে>>>

  1. Go to Settings > Developer options.
  2. Then look for Wireless display certification and tick it.
  3. এটি স্যামসাং সেট গুলোতে দেখেছি তবে চায়নাতে এখনও খুজে পাইনি।

আজ তাহলে এ পর্যন্তই।

*** সমস্ত টিউনটি লিখতে প্রচুর সময় ও পরিশ্রম হয়েছে তাই দয় করে কেউ কপিপেষ্ট করে নিজের নামে চালাবেন না।

আমার ফেসবুক পেজ সব সময় আমাকে এখনে পাবেন

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চরম।

Level 0

লাইক না দিয়ে পারলাম না।

chorom ekta tune korlen vy

amar samsung galaxy s2 plus die usb tethering on koreo laptop dia net chalste patina. Samsung kies o install dici tao kaj hoy na. someone plz help me kivabe amar set t dua laptop a net chelate parbo.

Level 2

Jotils…

Level 0

please help me. amar samsung s3 mini ta bar bar akta pop up msg astasa “unfortunately the process android.process.acore has stopped”
ami ki korbo bujata parsi na. kono app e kaj korsa na. app open korta galai uporer msg at astasa.please help me

    @shohid</aআপনার ফোন রিস্টোর দিন তার পর সব আপডেট এপ্স গুগল প্লে থেকে সরাররি ইনস্টল করুন।

Level 0

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ :)…….আর USB Debugging-র মজা সবচেয়ে ভালো পাওয়া যায় যখন ডেভেলপ করা অ্যাপস ফোনে রান করে দেখা হয়….

পুনশ্চ: বানানের প্রতি বিশেষ নজর দেবেন- এর প্রতি বেশ অবজ্ঞা করে আমাদের একটা প্রজন্ম বেড়ে উঠছে যেটা খুবই বিভীষিকাময় একটা ব্যাপার 🙁

    @neophyte: ভাইয়া আপনার কমেন্ ও সাজেশনের জন্য অশেষ ধন্যবাদ

Fatafati 1ta tune Broooo !!

Good tune after a long time
keep research for giving good tune
waiting for your next tune

    @সৌ্রভ: দুআ করবেন ভাইয়া যাতে ভবিস্বতে আরও ভালো টিউন উপহার দিতে পারি। আর সেই সাথে আপনার কমেন্টএর জন্য ধন্যবাদ।

valo laglo..thankS

ভাল লিখসেন ভাই

অ-নে-ক সুন্দর হয়েছে। আল্রাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। Enable And Disabling USB Debugging টি বুঝলাম না। কিভাবে কপি করব। ক্যাবল লাগালে কিছু হয় না। শুধু ফোনের ড্রাইভ দেখায়।

nisss vai matha ta aj mone hoy ektu kullo

নির্বাচিত টিউন হওয়া উচিত, মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি।
ধন্যবাদ

    @রাশেদ: ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য

Level 0

awesome tune !!

Level New

thaks for this tune

সুন্দর ও মানসম্মত টিউন 🙂 এগিয়ে যান

Level 0

খুবই কাজের জিনিস। ধন্যবাদ।

khub valo post vai