অ্যান্ড্রয়েড জন্য রেসিং থান্ডার ২(Raging Thunder 2) গেম

রেসিং গেম খেলেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর । রেসিং গেমের ভক্ত হোন আর না-ই হোন, রেসিং গেম থান্ডার আপনাকে দেবে দারুন সব রুমাঞ্চকর অনুভূতি, যা আগে হয়তো ভাবতে পারেননি । রেসিং থান্ডার ২ গেমের ব্যবহার করা হয়েছে পরিত্যক্ত মন্দির, যা রুমাঞ্চকর বাড়িয়ে দিবে কয়েক গুন । সঙ্গে পাওয়া যাবে গ্রিষ্মকালিন সৈকতের আবহাওয়া থেকে তুষারাবৃত পর্বতের ছোয়া । রেসিং থান্ডার ২- এর বড় সুবিধা হল কম রেজুলেশন বা কিম দামের স্মার্টফোনেও খেলতে পারবেন । গেমটি খেলাও খুব সহজ । কয়েকটা মোডে এবং ইন্টারনেট ব্যবহার করেও গেমটি খেলতে পারবেন । ক্যারিয়ার মোডের পাশাপাশি যদি প্রথমেই হুলুস্থুল রেসিং শুরু করতে চান তবে তার জন্য রয়েছে ইনস্ট্যান্ট রেসিং মোড । আপনি যদি গাড়ির স্টিয়ারিং হুইলের মত মোবাইল ফোন দিয়েই গাড়ি চালাতে পছন্দ করেন তাহলে এই গেম যতবারই খেলবেন ততবারই ভাল লাগবে । শুরুর দিকে একটু-আধটু ধাক্কা খেতে পারেন আরকেড মোডে খললে গেমের সব ধাব শেষ করতে হবে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ।

গেমটির বিস্তারিত জানতে Google PLay দেখুন । গেমটির সাইজ ২০ এমবি । গেমটি নামাতে চাইলে এই লিংকে ক্লিক করেন । সূত্র- প্রথম আলো

Level 3

আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস