প্লে স্টোরের সেরা AVG AntiVirus PRO ডাউনলোড করে সুরক্ষিত রাখুন আপনার মোবাইল + কেউ আপনার মোবাইল ধরলেই তার ছবি পৌঁছে যাবে আপনার ইমেইলে।

আজ আপনাদের জন্য নিয়ে এলাম প্লে  স্টোরের সেরা এবং নাম্বার ওয়ান মোবাইল সিকিউরিটি AVG AntiVirus PRO যা  কিনা আপনাকে দিবে সর্বোচ্চ সুরক্ষা এবং মোবাইল চোরের বা অনাকাক্ষিত কারও হাত থেকে রক্ষাও করবে। AVG AntiVirus PRO  এর চেয়ে ভাল সিকিউরিটি ও ফিচার কোন  অ্যান্টিভাইরাসই দিয়ে থাকে না।আর এর প্লে স্টোর প্রাইস মাত্র 15.37$। কিন্তু  আপনি ফ্রিতে পাবেন, চিন্তার কিছু নাই।


গুরুত্বপূর্ণ ফিচার সমূহঃ 

  • আপনার ব্যক্তিগত অ্যাপস গুলো ব্যাকআপ রাখতে পারবেন।
  • পাশাপাশি অ্যাাপস গুলো লক করেও রাখতে পারবেন। আপনার মোবাইলের
  • সিম কার্ড লক করে রাখতে পারবেন যার ফলে কেউ চাইলেই সেই সিম বদলাতে পারবে না এমনকি বদলাতে চাইলেই তার সিম নাম্বার ম্যাসেজে আপনার নির্দিষ্ট   নাম্বারে চলে আসবে।
  • এই সিকিউরিটি অ্যাপস আপনাকে malicious apps, viruses, malware and spyware থেকে রক্ষা করবে।
  • আপনার কন্টাক নাম্বার, ম্যাসেজ, বুকমার্কস গুলো এটি রাখবে সুরক্ষিত।
  • আপনাকে ফিশিং এটাক থেকে সুরক্ষিত রাখবে।
  • কেউ যদি আপনার মোবাইল থেকে ৩ বার ভুল প্যাটাকিংবা সিকিউরিটি কি প্রেস কর তবে সাথে সাথে তার ছবি তুলে তার লোকেশন সহ আপনাকে ইমেইল করে জানিয়ে দিবে। (এবার চোর কি করবে আপনার মোবাইলের??? )
  • বিরক্তিকর কল, ম্যাসেজ ব্লক করে রাখতে পারবেন আর দ্বিতীয় বার ব্লগ করা নাম্বার কিংবা অপারেটরদের ম্যাসেজ আপনার ফোনে ঢুকতেই পারবে না।

Download Now

আরও অনেক ফিচার আছে, দয়া করে প্লে স্টোর থেকে দেখে নিয়েন

ফেসবুকে আমি।

Level 0

আমি রাকিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx.. onk valo hoyece..

++++

থাঙ্কস ।

রাকিব সাহেব@ কপি পেষ্ট করে আর কত দিন চলবেন? এহা এতিমধ্যে টিটিতেই ২ বার কপি পেষ্ট হয়েছে আর এই পোষ্ট আমার লেখা। আমার প্রোফাইল ঘুরে দেখে আসুন সবাই।

এসব করে কি লাভ? কয়টা আর ভিসিটর পান আপনি? 😕

Link: https://www.techtunes.io/android-apps/tune-id/295735