সহজেই বদলে ফেলুন ছবির ব্যাকগ্রাউনন্ড (Android)

আমার প্রথম টিউন। ভুল হলে মাফ করবেন আর কাজে লাগলে দোয়া কইরেন।

আমাদের মাঝে অনেকেই
অ্যান্ড্রোয়েডে ছবির ব্যাকগ্রাউন্ড
পরিবর্তন করতে চেয়েও পারেন না শুধু
কিভাবে করবেন সেটা জানেন না বলে।
আমি আজকে আপনাদের একটা সহজ
পদ্ধতি শিখিয়ে দেবো এই কাজ করার জন্য।
কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-

১. প্রথমেই এই লিংক থেকে picsay অ্যাপটির
প্রফেশনাল ভার্শন নামিয়ে ইন্সটল
করে নিন। লিংক-

এখান থেকে ডাউনলোড করে নিন

২. অ্যাপ ওপেন করেই প্রথমে ওপেন
পিকচারে দিয়ে যে ছবিটি ব্যাকগ্রাউন্ডে দিতে চান
সেটি সিলেক্ট করুন। (প্রয়োজন হলে ক্রপ
করবেন নাহয় করবেন না)

৩. এবার effect এ ক্লিক করে insert picture এ
ক্লিক করুন। ব্যাকগ্রাউন্ডের উপরে কোন
পিকচার টা বসাতে চান সেটা সিলেক্ট
করুন।

৪. এবারে চাইলে ক্রপ করুন আর রেশিয়ো ঠিক
করুন না চাইলে সব দনে দিন, eraser অপশন
আসা পর্যন্ত।

৫. eraser আসলে আঙ্গুল দিয়ে ঘষে উপরের
ছবি যতটুকু রাখতে চান সেটুকু
ছাড়া বাকী অংশ মুছে ফেলুন।

৬. এবার ছবিটি save করুন। ব্যস কাজ শেষ!!

★★★বিঃ দ্রঃ এটি সুন্দরভাবে করা নিজের
দক্ষতার উপরে নির্ভর করে। কেউ অপারগ
হলে এর দায়িত্ব আমি নেবো না।

পোস্ট কপি না করার জন্য বলা হচ্ছে।

Level 0

আমি রাকিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিংকটার সবই ঠিক আছে ➡ ➡ শুধুমাত্র কাজ করলো না

এখন লিংটা ঠিক করে দিলাম। দেখুন।