পিসি ছাড়া রুট করুন Root symphony W69Q সাথে CMW ইন্সটল (root symphony W69Q cmw)

কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।TECHTUNES এ এটা হল আমার প্রথম টিউন।অনেক দিন টিউনার রেজিষ্টেশন বন্ধ থাকায় রেজিষ্টেশন করতে পারি নাই।কিছু দিন আগে রেজিষ্টেশন খুলে দেয়ার পর আমি সুযোগ কাজে লাগিয়ে রেজিষ্টেশন করি।

আজকে আমি Symphony W69Q কিভাবে Root করতে হয় এবং CMW Recovery ইন্সটলের বিস্তারিত বলব কোন প্রকার পিসি না ব্যবহার করে ।

Symphony W69Q রুট করার আরো পদ্বতি আছে কিন্তু ওইগুলো প্রচুর ঝামেলার এবং পিসি ছাড়া করা যায় না।আমার মত যাদের পিসি নাই কিংবা যাদের পিসি ব্যাবহার করা ঝামেলার মনে হয় তাদের জন্য এই পোস্ট।

এই পদ্বতিতে আপনি যে কোন KITKAT এবং অন্য সকল ফোন ROOT করতে পারবেন।

প্রথমে এই অ্যাপস্ গুলো ডাওনলোড করে নিন।

Kingroot.apk

busybox.apk

Recovery tools.apk

Recovery.img

UpdateSuperSu.zip
(optional)

(সব গুলো app আলাদা ভাবে দেওয়ার কারন হল অনেকের কাছে অনেক app আগে থেকেই আছে)

প্রথমে kingroot ইন্সটল দিয়ে ওপেন করুন।ওপেন করার পর ফোন এর নাম এবং মডেল নাম্বার দেখাবে।
তারপর দেখবেন তালার মত একটা কিছু আসছে।তার ভিতরে লেখা RooT। ওই লেখায় ক্লিক করুন।।কিছুক্ষন অপেক্ষা করুন সাক্সেসফুল হলে একটা টিক চিন্হ দেখতে পাবেন। হওয়ার পর ফোন রিবুট দেন।পোস্টের নিচে আমি স্ক্রিনশট দিছি দেখে নিয়েন।এখন দেখেন KingUser নামে একটা app ইন্সটল হয়েছে।।আপনি চাইলে এইটাও ইউজ করতে পারেন অথবা নিচের নিয়ম অনুযায়ী SuperSU ইন্সটল করুন।kinguser এর সার্ভিস ভালো।আমি এটাই ইউজ করি।

এখন হল CMW ইন্সটল প্রসেস।
busybox ইন্সটল করে ওপেন করে ভেতর থেকে Normal mode এ ইন্সটল দেন (নতুন ভার্সন এ Normal mode না থাকলে smart mode এ দেন)

এখন recovery.img ফাইল টা sd card এর ভেতর রাখেন অন্য কোন ফোল্ডারে না।।এখন recovery-tools.apk ওপেন করে flash recovery তে ক্লিক করে রিকভারি ফাইল দেখিয়ে দিন।একটি ম্যাসেজ আসবে yes,please দিন।নিচে স্ক্রিনশট আছে।।রিবুট চাইলে রিবুট দেন।।দেখেন রিকভারি মুডে চলে গেছে।।ম্যানুয়ালি রিকভারি মোড এ যাওয়ার জন্য ফোন অফ করে "ভলিওম + এবং পাওয়ার বাটন একসাথে চাপুন ফোন রিকভারিতে যাবে।(বিঃ দ্রঃ mobileunceltools দিয়ে কাজ করে না।আমি অনেক ট্রাই করছি){বিঃ দ্রঃ রিকভারি মেনু উলটা আসে আমি এইটা ঠিক করার চেষ্টা করতেছি পারলে আপনাদেরকে লিংক দিব}

এখন superSu ইন্সটলেশন প্রক্রিয়া।।আপনার মনে চাইলে করতে পারেন না ভালো লাগলে না করতে পারেন সেটা আপনার ব্যাপার।update supersu.zip টি ফোনের এসডি কার্ডে রাখুন কোন ফোল্ডার এ না।
ফোন রিকভারি মোড এ গিয়ে install from zip file থেকে update SUPERSU দেখিয়ে দিয়ে yes চাপুন ফোন রিবুট করুন।।আপনার সব কাজ শেষ।।
দেখেন supersu app ইন্সটল হয়েছে।।

(অনেকে বলে kitkat root করতে হলে ফার্মওয়ার চেঞ্জ করতে হয়।।এই পদ্বতিতে যে কোন kitkat সহ যে কোন ফোন {jelly bean,icecream sandwich } RooT করতে পারবেন।।)

কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন।

আর কাজ হলে ধন্যবাদ দেবেন।

আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি Class NINE এ পড়ি।।

কোন সমস্যা হলে আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন। যথা সম্ভব চেষ্টা করব সমাধান করার।
ফেসবুক এ আমি

পোস্ট সর্ব প্রথম প্রকাশিত হয় এই পেজ এ

ফেসবুকে symphony w69Q এর গ্রুপ

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং থাকুন TECHTUNES এর সাথে।

Level 0

আমি আব্দুল্লাহ আল হাবিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

anek jhamela

emon kono tecnic achhey ki?simple methode e root habe without void warrenty,OTG support karanor jannyo

@avijitsarkar আপনি এর চেয়ে সহজ পদ্বতি কোথাও পাবেন না।অন্য পদ্বতি অনেক বেশি ঝামেলার।
আর এই ফোন রুট করে otg সাপোর্ট করানো যায় না।

Level 2

Recovery.img ta download korte partesi na to

Level 2

কোন কাজ ই হল না ভাইয়া। কি টেকনিক দিলা। রিবুট ও করলাম।। তাও কাজ হয় না

ধন্যবাদ এখুনি আমার w68q root করলাম।

Level 0

vai phone root hoisilo akhon. kaj hoina. root chekar dia chak korle dekhai properly root hoini