#Android 5.0 #Lolipop ঘোষণা দিয়েছে গুগল। ৩ নভেম্বর থেকে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই সংস্করণটি আপডেট করা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ সংস্করণটিতে বিশেষ ফিচার হিসেবে রয়েছে নতুন ম্যাটেরিয়াল ডিজাইনের দর্শন। ললিপপে ডিজাইন বা নকশাকে গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী আজ থেকে তা আপডেটের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
আইসক্রিম স্যান্ডউইচের পর নতুন এই অপারেটিং সিস্টেমে বিশাল এক পরিবর্তন এনেছে গুগল। এই ওএস সম্পর্কে গুগলের ভাষ্য, ললিপপে ম্যাটেরিয়াল ডিজাইন নামে নতুন ইউজার ইন্টারফেস আনা হয়েছে। এ ছাড়াও লক স্ক্রিন ও নোটিফিকেশন মেনুও উন্নত করা হয়েছে। নতুন সংস্করণটি অ্যান্ড্রয়েডচালিত যন্ত্রের ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করবে এবং পারফরমেন্স আরও উন্নত করবে ।
ললিপপ বা অ্যান্ড্রয়েড ৫.০ অপারেটিং সিস্টেম সব ডিভাইসে ব্যবহার উপযোগী এবং ব্যবহারকারীদের প্রয়োজনীয় কাস্টোমাইজ সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে।’
ললিপপের সুবিধা হচ্ছে যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ছবি, অ্যাপ বা সাম্প্রতিক সার্চ করা বিষয়গুলো তৎক্ষণাৎ অন্যান্য অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসেও উপভোগ করা যাবে।
নতুন এই সংস্করণটিতে বাংলা ভাষার পাশাপাশি আরও নতুন ১৪ টি ভাষা সমর্থন করবে।
যাঁরা ললিপপ পেতে আর অপেক্ষা করতে রাজি নন তাঁরা তাঁদের মোবাইল ফোন থেকে #Settingsএ যেতে পারেন। সেখান থেকে #About ফোনের System গিয়ে #Check Now ক্লিক করে #Lolipop update করে নিতে পারেন।
আমাদের সাথেই থাকুন!!
আমি কম্পিউটার সাহায্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai walton primo f2 ki update dea jabe?? ami to about phone e gie system namer kono menu e passi na..