যে কোন এন্ড্রয়েড রুট করুন খুব সহজে

kingo root নামে একটি উইন্ডোজ সফটওয়ার দিয়ে রুট করুন যে কোন এন্ড্রয়েড। এটি দিয়ে রুট করা খুবই সহজ এবং নিরাপদ। আমি এটি দিয়ে আমার ওয়ালটন জি ৪ এবং তাইওয়ানের ট্যাব রুট করেছি। প্রথমে গুগল এ সার্চ দিয়ে সফটওয়ারটি নামিয়ে আপনার পিসিতে ইন্সটল করুন। তারপর আপনারে এনড্রয়েডের ইউএসবি ডিভাগিং অপশনটি অন করে ডাটা ক্যাবল দিয়ে পিসির সঙ্গে কানেক্ট করুন। নেট কানেকট রেখে কিংগো সফটওয়ারটি ওপেন করুন। কিছু সময় নিয়ে আপনার ফোনের হার্ডওয়ার ইন্সটল নেবে। ইনস্টল সাকসেস হলে সফটওয়ারটিতে রুট অপশন আসবে। ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। রুট সাকসেস দেখাবে  :)। এবার এন্ডয়েডের আসল মজা নিন আপনার রুটেড ডিভাইসে। কোন কারণে আমার টেকটিউনস্  আইডিতে কিছুদিন পর পরই আর লগিন হচ্ছে না। আজ আবারও পাসওয়ার্ড পরিবর্তন করে অনেক কষ্টে টিউনটা করলাম। আপনাদের উপকারে আসলে খুশি হবো। যদি আবারও আইডিতে লগিনের সমস্যা না হয় ভবিষ্যতে এন্ডয়েড বিষয়ে আরো টিউন শেয়ার করার ইচ্ছা রইলো। কিভাবে এন্ডয়েড ডিভাইসে সুন্দর সাউন্ড পাওয়া যায় এ বিষয়ে একটি টিউন করবো।

Level 0

আমি net pagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks Direct link dile valo hoto

    Level 0

    Meyera eto olos kn hoy bolte paren Sinthia? google e sarch korlei pawa jay….nen tobo dilam…ei softwareta apnar moto olosder jonno e…ebar ghumaya ghumaya phn root kore felen 😛
    http://www.kingoapp.com/

vai root to korlam , now root er moja kivabe pabo? kichu apps er nam bolle valo hoy

    Level 0

    Nazmul apni Lucky patcher use korte paren…eta diye apnar device e google add blok korte parben, link 2 sd diye apnar devicer j kono apps uninstll kore ram er jayga barate parben, to khub sabdhane jeno emn kono software uninstall hoye na jay jeta diye apnar set cole, ja e korben ektu jene bujhe korben

Level 2

@Net Pagol ভাই,Kingo ROOT a succes দেখায়।But Mobile a app uninstall korta gala Root permission নাই দেখায়।
amar set er model samsung gt s6102.

    Level 0

    samsung এর ব্যাপারে জানিনা। তবে আপনার ফোনে সুপার এসইউ ইন্সটল হলে এমনটা হওয়ার কথা নয়।

দেখব

Level 0

bro maximus ix koy ki root korta parsan ???? awaj dien plz

    Level 0

    ভাই সবার উদ্দেশ্যে বলছি এই প্রসেসটা খুবই সহজ। আপনার যে কোন এন্ড্রয়েড ডিভাইসেই রুট হওয়ার কথা। কেননা এটি ডিভাইসের হার্ডওয়ার নেট থেকে ইন্সটল করে নেয়। আমি যদি তাইওয়ানের নাম না জানা ট্যাব রুট করতে পারি আপনারা কেন ব্র্যান্ডের সেট রুট করতে পারবেন না? আগে চেষ্ঠা তো করে দেখেন। মাত্র কয়েক মিনিটের ব্যাপার।আপনার হার্ডওয়ারটা ইন্সটল হতে শুধু যথখন লাগে।

Vai amr Sony Erricson Xperia Pro te ki root hbe? Aktu help koren Plzzzzzzzzzzzzzzzz.,,,, Ar Root korle ki ki subida aktu bolben? Amr internal storage mato 400 MB

Level 0

আমার খুবই খারাপ লাগছে এটা দেখে যে কেউ চেষ্ঠা করেই দেখছে না, আগেই শুধু জানতে চায় রুট হবে কিনা? রুট করলে আপনি আপনার মেমরি কার্ডকে ফোন মেমরি হিসাবে ব্যবহার করতে পারবেন। রেম বাড়াতে পারবেন, গেমস কয়েন হ্যাক করতে পারবেন আরো অনেক কিছু এই বিষয়ে টেকটিউনসিএ অনেক টিউন পাবেন। প্রয়োজন শুধু একটু ইচ্ছার।

Level 0

@net pagol ভাই, আমার sony xperia ski17 ফোনে সব কিছু সেটে ইন্সটল হচ্ছে, আমি চাচ্ছি মেমোরিতে ইন্সটল করতে, রুট করলে কি তা হবে, একটু প্লিজ জানান ভাইয়া???