Custom Recovery (CWM) For Walton Primo D3

সবাইকে সালাম জানিয়ে আজকে আবার শুরু করছি। আশা করি সবাই ভালই আছেন, গতকাল গ্রুপে একজনের রিকয়েষ্টে আজকে আমার এই পোস্ট করা। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি Walton Primo D3 এর কাস্টম রিকভারী।

যারা যারা এতদিন রিকভারী পান নি তাদের জন্য আজকের এই পোস্ট। তাহলে শুরু করা যাক।

সবার প্রথমে দুইটা ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে।

১। মোবাইল আঙ্কেল টুল।

২। কাস্টম রিকভারী।

ডাউনলোড করার পর ফাইল দুইটি আপনার এস ডি কার্ডে রাখুন। মোবাইল আঙ্কেল টুল ইন্সটল করুন। আর রিকভারী ফাইল টা এস ডি কার্ডের একদম বাইরে রাখুন কোন ফোল্ডার এ নয়।

এখন আপনার মোবাইল আঙ্কেল টুল অপেন করুন। (আপনার ফোন অবশ্যই রুটেড থাকতে হবে)

 

  1. এখন Recovery Update এ ক্লিক করুন।এখন আপনি আপনার রিকভারি দেখতে পারবেন। এটাতে ক্লিক করুন। এবং ওকে প্রেস করুন।

রিকভারি ফ্লাশ হওয়ার পর আপনাকে রিকভারী মোডে ঢুকতে বলবে। যদি ইচ্ছা হয় তো ঢুকবেন না হয় Cancel করে দিবেন।

বিঃদ্রঃ সব কিছু নিজ দায়িত্বে করবেন, আপনার কোন ভূলের জন্য আমি দায়ী থাকবো না।

সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।

সৌজন্যেঃ BD TIPS WORLD

কোন প্রকার প্রশ্ন ও সাহায্যের জন্য জয়েন করতে পারেন আমাদের গ্রুপে।

Our Group: IT Solution.

Level 2

আমি Sakib Hossen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Walton Primo f4 & E2 dan plz

please replay me amar walton premo d2 te hobe

    @উজ্জল হোসেন: ভাই D2 এর CWM পেলাম না, সম্ভবত এটার CWM বানিয়ে দিতে হবে, তার জন্য সময় দিতে হবে, ধন্যবাদ। 🙂

Level 0

Vai, amar walton gh2 ami ki CWM install korte parbo? ar ate lav ta ki. ektu bujie bolben kundly.

vai banie den amar d2 er jnno plz……..