- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ -
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
অনেক দিন থেকেই ভাবছিলাম ল্যাপটপে শাটার নামানোর পরে যেভাবে ল্যাপটপ স্লিপ মোডে চলে যায় ঠিক তেমন কোন সুবিধা যদি অ্যান্ড্রয়েড ফোনে থাকতো যার সাহায্যে আমরা ফ্লিপ কভার নামানোর সাথে সাথে অ্যান্ড্রয়েড Phone স্লিপ মোডে চলে যাবে এবং কভার খোলার সাথে সাথে ফোন জেগে উঠবে তাহলে আমাদের ফোনের পাওয়ার বাটন গুলো দীর্ঘদিন ভালো থাকবে এবং আমাদের কাজও আরো সহজ হবে। অনেক খুঁজাখুঁজি করার পর অবশেষে একটা অ্যাপস পেলাম যার সাহায্যে আমরা এই সুবিধাটুকু পাবো। এই অ্যাপসটির নাম Smart Cover.
এবার আসুন দেখে নেই এই অ্যাপসটি চালানোর জন্য আপনার ফোনে কি কি থাকা লাগবে।
এই অ্যাপসটি চালানোর জন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে অবশ্যই Proximity Sensor থাকতে হবে। আপনাদের কেউ যদি Proximity Sensor কি জিনিস না জানেন তাহলে নিচের ছবি দেখে নিশ্চিত হয়ে নিন।
এবার নিচের ডাউনলোড লিংক থেকে আপনার অ্যাপসটি ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করবেন না কারন এটা মাত্র ১০৮ কেবির অ্যাপস।
যদি ডাউনলোড শেষ করে থাকেন তাহরে ইনস্টল করুন এবং ওপেন করুন। তারপর নিচের মতো করে সেটিং করুন। আশা করি ব্যবহার সবাই বুঝতে পারবেন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি.
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
দারুন লিখেছে ভাই @ আরো চাই