এবার ল্যাপটপের ন্যায় আপনার অ্যান্ড্রয়েড ফোনও ফ্লিপ কভার বন্ধ করার সাথে সাথে স্লিপ মোডে চলে যাবে এবং ফ্লিপ কভার খোলার সাথে সাথেই জেগে উঠবে [মেগা টিউন]

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ -

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

অনেক দিন থেকেই ভাবছিলাম ল্যাপটপে শাটার নামানোর পরে যেভাবে ল্যাপটপ স্লিপ মোডে চলে যায় ঠিক তেমন কোন সুবিধা যদি অ্যান্ড্রয়েড ফোনে থাকতো যার সাহায্যে আমরা ফ্লিপ কভার নামানোর সাথে সাথে অ্যান্ড্রয়েড Phone স্লিপ মোডে চলে যাবে এবং কভার খোলার সাথে সাথে ফোন জেগে উঠবে তাহলে আমাদের ফোনের পাওয়ার বাটন গুলো দীর্ঘদিন ভালো থাকবে এবং আমাদের কাজও আরো সহজ হবে। অনেক খুঁজাখুঁজি করার পর অবশেষে একটা অ্যাপস পেলাম যার সাহায্যে আমরা এই সুবিধাটুকু পাবো। এই অ্যাপসটির নাম Smart Cover.

এবার আসুন দেখে নেই এই অ্যাপসটি চালানোর জন্য আপনার ফোনে কি কি থাকা লাগবে।

এই অ্যাপসটি চালানোর জন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে অবশ্যই Proximity Sensor থাকতে হবে। আপনাদের কেউ যদি Proximity Sensor কি জিনিস না জানেন তাহলে নিচের ছবি দেখে নিশ্চিত হয়ে নিন।

এবার নিচের ডাউনলোড লিংক থেকে আপনার অ্যাপসটি ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করবেন না কারন এটা মাত্র ১০৮ কেবির অ্যাপস।

Download Smart Cover | Size: 108KB

যদি ডাউনলোড শেষ করে থাকেন তাহরে ইনস্টল করুন এবং ওপেন করুন। তারপর নিচের মতো করে সেটিং করুন। আশা করি ব্যবহার সবাই বুঝতে পারবেন।

First Look. Turn Switch On

Second Look. Your Apps Turned On

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি.

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন লিখেছে ভাই @ আরো চাই

Level 0

ধন্যবাদ.. ডাউনলোড করে রাখলাম।

অনেক ধন্যবাদ ভাই।খুব বেশি কাজে লেগেছে। কিন্তু এতে সেন্সর নস্ট হওয়ার কোন ভয় নাই তো?

    @মোঃতাহসিন শেখ: আপনাকেও ধন্যবাদ, সেন্সর নষ্ট হবে কিনা এ ব্যাপারে আমি আসলে কিছু জানিনা। আমার এপসটি ভালো লেগেছে বলে শেয়ার করেছি। আপনি অভিজ্ঞ কারো কাছ থেকে সাহায্য নিতে পারেন।

Level 2

চার্জ কেমন ফুরাবে? আর সেন্সর নস্ট হওয়ার কোন ভয় নাই তো?

    @Jahirs: চার্জ ভালোই ফুরাবে। সেন্সর সব সময় অন থাকেতো তাই ম্যাক্সিমাম চার্জ শোষন করে এপসটি। তবে আমি দেখবো অন্য কোন এপস দেওয়া যায় কিনা যেটা কম চার্জ নিবে।

sensor nosto hota para.karon all time sensor kola taa-ke.

    @রাসেল: কথা বলার সময়ও তো সেন্সর অন থাকে। সেন্সর যদি ব্যবহার না করেন তাহলে সেটা থাকা না থাকা সমান। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

আপনারা মানুষ কে সাহায্য করতে গিয়ে, ক্ষতি বেশি করেন আমি এটি বলতাম না এই আপসটি সেন্সরের অনেক ক্ষতি করবে ।

    @ফাহাদ রাজিব: কথা বলার সময়ও তো সেন্সর অন থাকে। সেন্সর যদি ব্যবহার না করেন তাহলে সেটা থাকা না থাকা সমান। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

কাজের কিন্তু সাইড ইফেক্ট আসে মেলা ।

    @IHK শাওন: পৃথিবীর কোন কিছুই সাইড ইফেক্ট মুক্ত না ভাইয়া। ভালো সুবিধা পাওয়ার একটু ত্যাগ করতেই হয়। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

অনেকদিন পর ফাহাদ ভাইয়ের টিউন পাইলাম। তাও আবার দারুণ এক এপ্যাস নিয়ে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

সানিম মাহবীর ফাহাদ:অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি টুল শেয়ার করার জন্য।আপনার আগের টিউন গুলো দেখেছি খুব ভালো লেগেছে।আশাকরি সময় পেলে টিউন করবেন।

    @রিদম দত্ত: আপনাকেও অসংখ্য ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আপনারা পাশে থাকলে টিউন করতে উৎসাহ পাব।

ধন্যবাদ।

Level 2

এপসটি ব্যবহার করে দেখলাম। ভালো লাগলো। কিন্ত ব্যাটারি চার্জ দ্রুত শেষ করে।

ব্যাটারি তো প্রচুর খেয়ে যাচ্ছে ভাইয়া

Level 0

আমি আপনার টিউন “সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-১০] :: বিশ্বসেরা ডাটা রিকোভারি সফটওয়্যার! কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডাটা আবার হারায় নাকি?” পড়লাম।
Upadate ফোল্ডার হতে ফাইল কপি করার সময় C:\Program Files\Kroll Ontrack\Ontrack EasyRecovery11 Enterprise লোকেশনে গিয়ে সব ফাইল Copy করার সময় pest হয় না। বারংবার চেষ্টা করেও বিফলে গিয়েছি।

    Level 0

    Ontrack EasyRecovery11 Enterprise এ কোন Resume support নেই।