ফাঁস হয়ে গেল ওয়ালটনের নতুন আপকামিং ফ্লাগশীপ স্মার্টফোন primo zx mini এর বিস্তারিত , চলুন এখুনি একনজরে দেখে নেই

এবছরের প্রথমদিক ওয়ালটন তাদের ফ্লাগশীপ Primo ZX মডেল বাজারে ছেড়ে দেশের বাজারে তোলপাড় সৃষ্টিকরেছিল। উল্ল্যেখ্য ফোনটি ছিল চায়নার কোম্পানি  Gionee এর ফ্লাগশীপ এর রিব্র্যন্ড। এবার ঔ চায়না কোম্পানি পরবর্তী ফ্লাগশীপ আনতে যাচ্ছে যার সম্ভাব্য মডেল ধরা হচ্ছে Elife E8 ! যেহেতু ওয়ালটন ঔ কোম্পানির বেশীর ভাগ মডেল রিব্র্যন্ড করে তাই Elife E8 হতে যাচ্ছে ওয়ালটনের পরবর্তী ফ্লাগশীপ  primo zx mini

আসুন দেখে নেই এক নজরে  লিক্ড হওয়া ফিচার গুলো

3 GB Ram(3G)4 GB Ram(4G)
Rom 32/64 GB
20 mp Camera
8 Mp Front
3220 mah le-po Battery
Corning Gorilla Glass 3
IpS LCD QHD Display
5.6 inch Display
Qualcomm Snapdragon 805
CPU Quad-core 2.7 GHz Krait 450
GPU Adreno 420
প্রায় zx এর মতই ফিচার! তবে অসাধারন হবে ফোনটা।দামও অন্যন্য ব্র্যন্ডের চেয়ে কম হবে আশাকরি। Dhaka International Trade Fair এ ওয়ালটন এটি ঘোষনা করবে।

ফোনটির মূল্য ও রিভিউ দেখতে এখানে ক্লিক করুন ।

পোস্ট টি ভালো লাগলে আমার  ফেসবুক পেজটিতে লাইক  দিতে ভুলবেন নাহ :)  এরকম আরও পোস্ট পেজটিতে পাবেন ।

Level 0

আমি সাজিদ জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি কেন এইভাবে ব্লগ এর লিঙ্ক দিলেন আর দিলেন ভাল কথা সব দাম বিভিন্ন দেশের ইউসডি ডলারে

    @IHK শাওন: এই ফোনটি এখনো বাংলাদেশে রিলিজ হয়নি , রিলিজ হইলে আমি বাংলাদেশের টাকা তেই দিতাম ।

    @IHK শাওন: কপি পেস্ট বিদ্যা মহান, যদি না খাও ধরা 😀

      @শাহরিয়ার শিমুল: ♥♥♥♥ Hᴀ Hᴀ ʀɪɢʜᴛ…… ♥♥♥♥ but
      Nokia,samsung,iphone এর মতো এখন walton -ও দেখি ডাটা leak করে!!!!!!!!!

ফাঁস হয়ে গেল ওয়ালটনের নতুন আপকামিং ফ্লাগশীপ স্মার্টফোন primo zx mini এর বিস্তারিত , চলুন এখুনি একনজরে দেখে নেই

কেডা ফাঁস করলো কোন লিংক দিলেন না যে, নাকি এটা আপনার পোস্টে হিট বাড়ানো জন্য নতুন ভণ্ডামি।

হেহেহেহে, আমি এমন টিউন দিনে ৫০ টা করতে পারি, সাথে নিজের সাইটের মার্কেটিং ও 😀

Level 0

বা ল টন/চিমপনি নামের চাইনিজ রিব্রেন্ডেড ফোনের আপকামিং মডেলও আজকাল ফাস হয়? কে ফাস করেছে ভাই নিশ্চই উইকিলিক্স? লল। এজন্য কথাতেই আছে অল্প শিক্ষা ভয়নকারী। বা ল টনের ফোনের সেইরাম সেইরাম কনফিগারেশন বাট দুদিন না যেতেই টাচ/ডিসপ্লে নষ্ট হয়ে যায়। তার আবার দাম ব্রান্ডের ফোনের থেকেও বেশী প্রায়। ভাই দা লালি বন্ধ করেন

    @Ratul007: ১০০ ভাগ সহমত। আমি নিজেই ভুক্তভুগি।

Level 0

মাথার স্ক্রু ঢিলা থাকলেই শুধু মাত্র এসব মা বা-পহীন অবৈধ সম্পর্কের ফোন বেশী দাম দিয়ে কেনা যেতে পারে।

    @Ratul007: সম্পূর্ণ একমত। ১০-১২ হাজারের ফোন হলে তাও নেওয়া যায়। কিন্তু কেউ যদি ২০ হাজার+ টাকা দিয়ে এসব বাপ-মা হীন ডিভাইস কিনে, তাহলে…

কি সব ফালতু দামের জিনিস চায়না থেকে বস্তা বাইন্ধা নিয়ে আসে, তাদের আবার ফ্ল্যাগশীপ ফোন!!!???? তার আবার স্পেক লিকও হয়!!!! ওরে কেউ আমারে ধর, হাসতে হাসতে অজ্ঞান হইয়া যামু মনে লয়!!!

টিউনের বিভাগ টেক-হিউমার হইলে যথার্থ হইত 😛 সিরাম বিনুদুন পাইলাম