আসসালামু আলাইকুম। আশা করি সব্বাই ভাল আছেন...।।
যাইহোক,
অ্যান্ড্রয়েড ফটো এডিটিং এর অষ্টম পর্বে আপনাকে স্বাগতম। যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন।
ক্লিক এখানে :p
আজকে দেখব কিভাবে লেখার ভেতর ছবি দিতে হয়। এটা করা একদম সহজ।
• প্রথমে একটা ডকুমেন্ট ওপেন করে তার মধ্যে যা লেখার লিখে নিন। ঠিক এক নং ছবির মত। ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা নিবেন আর লেখাগুলো কালো হলে ভাল হয়..।। তা না হলে ফুটে উঠবে না।°°°
• এবার Add photos এ গিয়ে ছবি সিলেক্ট করে নিন। এক নং ছবিতে যেখানে ক্লিক করা আছে।। °^^
• শেষে ডান কোনা থেকে blending টা normal থেকে Add করে নিন। দেখুন তামসা লুটুন মজা। (দুই নং ছবি দেখেন)
one
two
ভাল থাকবেন। টিউটমেন্টের সুবিধা আছে এখানে (:p) , ভাল লাগা না লাগা জানান দেয়ার চেস্টা করবেন।
তাছাড়া ভুল ত্রুটি হতেই পারে,, ক্ষমার চোখে দেখবেন।
আমি এখানে
আমি Ultimate SoHeL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
(আগে মানুষ হয়ে নেই? ইয়ারপর বায়োগ্রাফিক্যাল ইনফো লিখব।। ) ⊙ω⊙ আপাতত নামটা মুহাম্মদ সোহেল .(•ิ_•.... I Love techtunes..... ωαηηα ѕтαу ωιтн тєcнтυηєѕ..... ♥
ধন্যবাদ।