আসসালামু আলাইকুম। আশা করি ভালই আছেন। আমিও ভাল।
আরোও ভাল এইজন্যই যে,টেকটিউনস -কে ব্যাবহার করে আপনাদের সাথে আছি,কিছু দিচ্ছি আর চেয়ে বেশি নিচ্ছি।
প্যাটার্ন লক নিয়ে আমাদের ঝামেলার শেষ নেই। এটা যত ভাল লক, ভুলে গেলে তার চেয়ে তিনগুন খারাপ ব্যাবহার করে।
যাইহোক আশা করি আর ঝামেলা হবে না।
গত,24 অক্টোবর এইটা নিয়র ঘাটাঘাটি করি অনেক সময় নিয়ে। আল্লাহর রহমতে হেরে যাই নাই। সফল হয়েছি।
এখন আপনাদের পালা......
এখন কথা হল আমরা যে লক দেই সেটা চেনার জন্য তো সিস্টেমে ডাটা থাকে নাকি? সেটা রিপ্লেস করতে পারলেই বাঁশের কেল্লারে সোনার বাড়ি বানায়া ফেলা হইলো।
কিন্তু কি দিয়ে রিপ্লেস করব? সেটার চিন্তা করেন একটু।
মনে মনে যদি ভেবে থাকেন "ডিফল্ট লক ডাটা দিয়ে " কথা ঠিক ভাবছেন।
আমি Already একটা স্ক্রিপ্ট বানায়া ফেলছি।
ডাউনলোড লিঙ্কঃ https://db.tt/rq1ZUMcX
এখানে
এর কিছু সমস্যায় আমি ভুগছি। আপনারা একটু ব্যাবহার করে দেখেন। কেমন।
এখন আপনাদের কাজ হল,
বারবার প্যাটার্ন লক দিন এবং রিকভারী মুডে গিয়ে জিপটা ইন্সটল করেন।
দেখেন কোন সময়ের জন্য ভেজাল করে কি না! আর অবশ্যই ব্যাকাপ নিয়ে রাখবেন।
আমি তৃতীয় বারে সমস্যায় পড়েছিলাম।
সমস্যাটা হল ফোন বারবার রিস্টার্ট নেয়।
আপনাদের দেয়া ইনফরমেশন অনুযায়ী আমাকে আবার স্ক্রিপ্ট বানাতে হবে। সুতরাং যে ব্যাবহার করবেন, একটু কস্ট হলেও কমেন্টে জানাবেন।
ভুল ত্রুটি ক্ষমা করবেন।
আমি Ultimate SoHeL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
(আগে মানুষ হয়ে নেই? ইয়ারপর বায়োগ্রাফিক্যাল ইনফো লিখব।। ) ⊙ω⊙ আপাতত নামটা মুহাম্মদ সোহেল .(•ิ_•.... I Love techtunes..... ωαηηα ѕтαу ωιтн тєcнтυηєѕ..... ♥
kintu vai je phone er recovery mode nai sei tar ki hobe