আমার বানানো প্যাটার্ন লক রিসেটার, এবার প্যাটার্ন লক খুলুন without Google Account, Data connection, Any app…. লুটুন মজা। Apps না কিন্তু।।

আসসালামু আলাইকুম। আশা করি ভালই আছেন। আমিও ভাল।
আরোও ভাল এইজন্যই যে,টেকটিউনস -কে ব্যাবহার করে আপনাদের সাথে আছি,কিছু দিচ্ছি আর চেয়ে বেশি নিচ্ছি।
প্যাটার্ন লক নিয়ে আমাদের ঝামেলার শেষ নেই। এটা যত ভাল লক, ভুলে গেলে তার চেয়ে তিনগুন খারাপ ব্যাবহার করে।
যাইহোক আশা করি আর ঝামেলা হবে না।

গত,24 অক্টোবর এইটা নিয়র ঘাটাঘাটি করি অনেক সময় নিয়ে। আল্লাহর রহমতে হেরে যাই নাই। সফল হয়েছি।
এখন আপনাদের পালা......

এখন কথা হল আমরা যে লক দেই সেটা চেনার জন্য তো সিস্টেমে ডাটা থাকে নাকি? সেটা রিপ্লেস করতে পারলেই বাঁশের কেল্লারে সোনার বাড়ি বানায়া ফেলা হইলো।
কিন্তু কি দিয়ে রিপ্লেস করব? সেটার চিন্তা করেন একটু।

মনে মনে যদি ভেবে থাকেন "ডিফল্ট লক ডাটা দিয়ে " কথা ঠিক ভাবছেন।

আমি Already একটা স্ক্রিপ্ট বানায়া ফেলছি।
ডাউনলোড লিঙ্কঃ https://db.tt/rq1ZUMcX
এখানে

এর কিছু সমস্যায় আমি ভুগছি। আপনারা একটু ব্যাবহার করে দেখেন। কেমন।

এখন আপনাদের কাজ হল,
বারবার প্যাটার্ন লক দিন এবং রিকভারী মুডে গিয়ে জিপটা ইন্সটল করেন।
দেখেন কোন সময়ের জন্য ভেজাল করে কি না! আর অবশ্যই ব্যাকাপ নিয়ে রাখবেন।

আমি তৃতীয় বারে সমস্যায় পড়েছিলাম।
সমস্যাটা হল ফোন বারবার রিস্টার্ট নেয়।

আপনাদের দেয়া ইনফরমেশন অনুযায়ী আমাকে আবার স্ক্রিপ্ট বানাতে হবে। সুতরাং যে ব্যাবহার করবেন, একটু কস্ট হলেও কমেন্টে জানাবেন।


ভুল ত্রুটি ক্ষমা করবেন।

Level 0

আমি Ultimate SoHeL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

(আগে মানুষ হয়ে নেই? ইয়ারপর বায়োগ্রাফিক্যাল ইনফো লিখব।। ) ⊙ω⊙ আপাতত নামটা মুহাম্মদ সোহেল .(•ิ_•.... I Love techtunes..... ωαηηα ѕтαу ωιтн тєcнтυηєѕ..... ♥


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

kintu vai je phone er recovery mode nai sei tar ki hobe

    হাসাইলেন ভাই! কোন ফোনে রিকভারী মুড নাই? (Android)

Level 0

need cwm recovery ???????

    আমি cwm এ চেক করেছি। স্টক তো নাই এইজন্য পারি নাই..।
    আমার মনে হয় স্টকে জিপ ফ্লাসের অপশন নাই। থাকলেও ভুলে গেছি….
    জিপ আপডেটিং এর ব্যাবস্থা থাকলে দেখতে পারেন। হতে পারে…

unroot phone a hobe?

    এখানে রুট আনরুটের কথা বলা হয় নাই… চেস্টা করে দেখতে পারেন…

    ওহ্! ভাল কথা আজকে স্টক রিকভারী মুডে গিয়ে দেখতে পেলাম…
    Install update from external Sd card
    এখানে গিয়ে জিপ ফাইলটা সিলেক্ট করে দেন
    অবশ্যই ফিডব্যাক জানাবেন।।

Level 0

Bhai, ki spd, allwinner, Rockchip etc CPU nam shoneni???

Egolo-te recovery mode kothai paben????

    নাহ।

    ভাই, এই CPU গুলা আমাদের দেশের মোবাইল কোম্পানির মধ্যে কোন কোন কোম্পানি ইউজ করে?
    যদি না করে থাকে তাহলে কথা এখানেই থামান.।।

    ( আমি এন্ড্রয়েড বেজড কথা বলছি।)