মাত্র ৭০০০ টাকায় কোয়াডকোর প্রসেসর, ১ জিবি র‍্যাম, ৪” IPS ডিসপ্লে। নেবেন নাকি?

ওয়াল্টন এবার সবচাইতে কমদামে কোয়াডকোর এবং ১ জিবি র‍্যাম সহ নিয়ে আসলো প্রিমো EF2. এটি একটি সাশ্রয়ী মূল্যের সেট।

সাশ্রয়ী মূল্যের সেট গুলো সাশ্রয়ী করার জন্য এর উৎপাদন খরচ কমানো কমানো হয়। আর এই উৎপাদন খরচ কমানোর জন্য কিছু কিছু ফিচারকে বলী দেয়া হয়। বলী দেয়ার ক্ষেত্রে নির্মাতারা সবার আগে পছন্দ করে নিচের ফিচার গুলো ।

১. TFT ছোট ডিসপ্লে।

২. স্ক্রীন প্রটেক্টর থাকবেনা।

৩. সেন্সর কম থাকবে।

৪. কম পিক্সেলের ক্যামেরা।

৫. পাতলা প্লাস্টিকের বডি।

৭. কম স্পীডের ব্লুটুথ এবং ওয়াইফাই।

৬. কম mAh এর ব্যাটারি।

এবার আসুন দেখি প্রিমো EF2 এর ক্ষেত্রে কোন ফিচার গুলোকে বলী দিয়ে দাম কমানো হয়েছে।

TFT ছোট ডিসপ্লে।ভালো মানের IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, কিন্তু বর্তমান সময়ের ট্রেন্ড এর তুলনায় ছোট, মাত্র চার ইঞ্চি।
স্ক্রীন প্রটেক্টর থাকবেনা।স্ক্রীন প্রটেক্টর নাই।
সেন্সর কম থাকবে।Magnetic field Sensor নাই। তবে Accelerometer, Light, Proximity, GPS আছে।
কম পিক্সেলের ক্যামেরা।5 MP ক্যামেরা, অটো ফোকাস নাই।
পাতলা প্লাস্টিকের বডি।হালকা গড়নের বডি, তবে ফিনিশিং ভালো।
কম স্পীডের ব্লুটুথ এবং ওয়াইফাই।কম স্পীডের ব্লুটুথ।
কম mAh এর ব্যাটারি।মাত্র ১৫০০ mAh ব্যাটারি

প্রিমো EF2 er শংক্ষিপ্ত ফিচার গুলোঃ

Walton Primo EF2

 

Price

Taka 7090

Operating System

Android 4.4.2

Processor

1.3 GHz Quad Core Processor

Network Standard

UMTS+GSM

Memory

RAM: 1 GB ; Storage space: 4 GB ; Expandable memory up to 32GB

Screen Parameter

Screen size: 4 inch WVGA; Screen Type: IPS; Resolution: 800X480; Touch: Capacitive touch screen

Camera

Rear camera: 5 Mega pixels ; Front camera: VGA

Battery

1500 mAh

Sensors

Accelerometer, Light, Proximity GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

যে সকল কারনে আপনি এই স্মার্টফোনটি কিনতে পারেনঃ

Kikkat Android 4.4.2 OS, 1.3 GHz Quad Core Processor, 1 GB Ram, 4” IPS Display Screen Resolution: 800X480, Accelerometer, Light, Proximity GPS module, Handy lucrative design. এই দামে Quad Core, 1 GB Ram এর সাথে IPS ডিসপ্লে এক সাথে পাবেন না।

যে সকল কারনে আপনি এই স্মার্টফোনটি কেনা থেকে বিরত থাকবেনঃ

ক্যামেরা মাত্র ৫ মেগা পিক্সেল, অটো ফোকাস নাই। ৪” ডিসপ্লে, যা অনেকের কাছেই ছোট মনে হতে পারে। বর্তমানে বড় স্ক্রীনের ট্রেন্ড চলছে। ব্যাটারি মাত্র ১৫০০ mAh, যা নিতান্তই খুবই কম ইন্টারনেট ব্যাবহারকারীদের জন্য।

সবশেষ কথা হলো, দামের বিবেচনায় এই ফোনটি আপনার জন্য খুব ভালো একটি অভিজ্ঞতা বয়ে আনবে। চলুন স্মার্টফোটির রুপ দেখি, অতপর সম্পুর্ন স্পেসিফিকেশন।

আগেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।

Basic Information:
Operating System: Android 4.4.2
Processor: 1.3 GHz Quad Core Processor
GPU: Mali 400
RAM: 1 GB
Storage space: 4 GB
Expandable memory up to 32GB

Call mode: Dual Card, Dual Standby (Dual 3G support)
Network parameters:
Network type: UMTS+GSM
Network band: GSM 850/900/1800/1900 MHz, UMTS 2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSPA+

Screen parameters:
Screen size: 4 inch WVGA
Screen Type: IPS
Resolution: 800X480
Touch: Capacitive touch screen

Camera parameters:
Rear camera: 5 Mega pixels
Front camera: VGA
Video recording: Full HD (1080p) Video recording
Flash: Yes

Multimedia:
Full HD (1080p) Video playback
Radio: Support with recorder

Connectivity:
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth, Micro USB , WLAN Hotspot

Sensors:
Accelerometer, Light, Proximity

GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

Battery Capacity: 1500 mAh
Type: Lithium-ion battery

Weight: 112.63g (with battery)
Dimension: 119.7x62.5x9.3 mm

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@RaselThank You bhai

    Level 0

    @শরীফ ইসলাম: Thanks too.

hmm বাজারে সেট তার খুব চাহিদা আমার একটা বন্ধু খুঁজেই পাইল সব খানে স্টক শেষ

    Level 0

    @IHK শাওন: You can check Mirpur-10 shah ali shopping complex.

সত্যি বলতে আমাদের দেশের পন্য সবার ব্যবহার করা উচিৎ তাহলে সর্ভিস এবং পন্য দুটোই ভাো পাওয়া যাবে ধন্যবাদ শেয়ার করার জন্য……..
টিভি দেখতে চাইলে আমার ফ্রি টিভি সাইট থেকে ঘুরেআসতে পারেন….www. wt24. blogspot. com

আজ hands on review করলাম। বাজেট কম থাকলে এটা খারাপ না।

দারুন লেখছেন ভাই, Walton prime G5 নিয়ে একটা পোস্ট দেন

টাইটেল এ লিখেছেন, (মাত্র ৭০০০ টাকায় কোয়াডকোর প্রসেসর, ১ জিবি র‍্যাম, ৪.৫” IPS ডিসপ্লে। নেবেন নাকি?) আর ভিতরে লেখা ৪ ইন্চি ডিসপ্লে,…. !!!!

    Level 0

    @মোঃ মামুন বিল্লাহ: sorry for careless title, I have made the correction. thanks for your help.