আসসালামু আলাইকুম।
অ্যান্ড্রয়েড ফটো এডিটিং এর সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন।
ক্লিক এখানে :p
তো দেখা যাক... কিভাবে আমরা ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলব।
মুছে ফেলা বলতে সরাসরি erase না এটা করতে হয় ক্লোন করে....।
আর যে এপ ইউজ করব তা হল পিকস আর্ট ফটো স্টুডিও।
Picsart-Photo Studio
•ছবি ওপেন করে প্রথমেই Tool পাবেন, সেখান থেকে Clone সিলেক্ট করুন।
• তারপর জুম করে নেন কাজের সুবিধার জন্য। এবার source নেন,এবং অপ্রয়োজনীয় অংশের উপর দিয়ে হাত চালান.... ব্যাস হয়ে গেল।
•এবার,ঠিক রাস্তাটা Source হিসেবে নিলাম। এর জন্য সবার নিচে গোল বাটনটিতে চাপুন।
What is this 🙂
•এবার সাদা টুকু নিলাম।
•ডান পাশের গুলারেও ভাগাই দিলাম। তারপর চিত্রের ন্যায়।।
•এবার ব্যাডার মাথায় সোর্চ নেন। তারপর বামে একটু নিচে থেকে শুরু করেন।
•এরকম ফল পাবেন..।
চাইলে এরকমও বানাইতে পারবেন। ঠিক একইভাবে।।।
..
.
.
মোটামুটি শেষ। ভাল থাকবেন।
Bye Bye
.
আমি Ultimate SoHeL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
(আগে মানুষ হয়ে নেই? ইয়ারপর বায়োগ্রাফিক্যাল ইনফো লিখব।। ) ⊙ω⊙ আপাতত নামটা মুহাম্মদ সোহেল .(•ิ_•.... I Love techtunes..... ωαηηα ѕтαу ωιтн тєcнтυηєѕ..... ♥
ভাই আপনার টিউনটা আমার কাছে খুব ভালো লাগলো । আপনি টিউন পেজে একসাথে কয়েকটা স্কিন শর্ট দিয়েছেন । এবং প্রত্যেক টা ছবির পরপর কিছু লিখেছেন। যাতে করে টিউন টা আরো মানসম্মত হয়। এখন আপনি যদি বলেন টিউনের কোন অপশনে গেলে একাধিক ছবি add করা যায় । এবং ছবির পরপর কিভাবে লিখতে হয় ।প্লিজ যদি একটু বলতেন তাহলে আমি খুব খুব খুব উপকৃত হতাম।