Best 7 অ্যান্ড্রয়েড ফটো এডিটিং অ্যাপস Android User দের বলছি টিউন টা মিস কইরেন না

প্রতিনিয়ত স্মার্টফোন বাজারে আসছে নতুন নতুন সব স্মার্টফোন। সময়ের সাথে সাথে যেমন উন্নত হচ্ছে স্মার্টফোন ঠিক তেমনি উন্নত হচ্ছে স্মার্টফোনের ক্যামেরা। আগে কোথাও যেতে হলে ডিজিটাল ক্যামেরা সাথে নেয়ার কথা ভাবতে হত। কিন্তু এখন আর ডিজিটাল ক্যামেরার কথা ভাবতে হয় না। ছবি তোলার জন্য পকেটে থাকা স্মার্টফোনই যথেষ্ট। কিন্তু ফটো তোলার পর সেই ফটোর সৌন্দর্য আরো কয়েক গুন বেড়ে যায় যখন তাতে যোগ করা হয় বিভিন্ন ফটো ইফেক্ট। আর ফটোতে ইফেক্ট দিতে হলে আপনার স্মার্টফোনে থাকতে হবে ভাল একটি ফটো এডিটিং অ্যাপ। তাই অ্যান্ড্রয়েডের বেস্ট কিছু ফটো এডিটিং অ্যাপ নিয়েই আমার আজকের টিউন…

Cymera

সর্বপ্রথম যে অ্যাপ টির কথা বলবো সেটি হল Cymera. পোরট্রেট ফটো তোলার জন্য একটি দারুন অ্যাপ হল Cymera। এই অ্যাপে ছবিকে সুন্দর করে তোলার জন্য আপনি সবই পাবেন।  নানা রকম ফিল্টার  ও বিউটি ইফেক্ট সাথে থাকছে ফেস ডিটেকশান টেকনলজি! আরো আছে দারুন সব কোলাজ। ৭ টি ক্যামেরা লেন্স যাতে DSLR এর দুধের স্বাদ ঘোলেই মিটাতে পারেন।

Some App features: 

  • 7 camera lenses inspired on the famous DSLR cameras
  • Out of Focus, Anti-Shake, Timer, Self-Portrait, Touch Shots and other shooting modes.
  • More than 20 carefully selected filters to bring different emotions to your photos.
  • Big Eyes, Smile, Slim Face, Clear Spots, Liquify, Brighten and more options.
  • Cymera offers diverse fixed and freestyle collage layouts plus really beautiful backgrounds and editing functions
  • Over 800 decoration options that include: stickers, comic masks, frames

Requires Android- 2.2 and up

Download:Cymera – Camera & Photo Editor

Play Store Link: Cymera – Camera & Photo Editor 
Snapseed
ফটো এডিটিং এর জন্য আন্যরকম একটি অ্যাপ হল  Snapseed: The Experienced। যা দিয়ে খুব দ্রুতই কোন ছবিকে দিতে পারেন ভিন্ন রকম মাত্রা। এক ট্যাপেই এডজাস্ট করে নিতে পারেন যত কারেকশান। সহজেই ছবিতে ফ্রেম যুক্ত করুন। ছবি ক্রপ করা আর রিসাইজ এখন আরো নিখুত আর সহজ হবে এই এপের সাহায্যে। Snapseed মূলত এর ফিল্টার ইফেক্ট গুলোর জন্যই সুপরিচিত। এতে রয়েছে বিভিন্ন ফিল্টার ইফেক্ট যেমন -Retrolux, Vintage, Tilt Shift, Grunge এবং Drama. তাছাড়া Snapseed এর মাধ্যমে আপনি সহজেই আপনার ফটো গুগল প্লাসে শেয়ার করতে পারবেন। তো আর দেরি কেন? এখনই ডাউনলোড করে নিন।

Some App features: 

  • Easily adjust your photos with a single tap using Auto Correct
  • Tweak your photo to perfection with Tune Image
  • Use Selective Adjust to enhance specific objects or areas in your photos
  • Experiment with fun & innovative filters like Drama, Vintage, Grunge, and Tilt-Shift
  • Add Image Borders for a finishing touch

Requires Android- 4.0 and up

Download: Snapseed

Play Store Link: Snapseed

Aviary Photo Editor

এবার আসছি Aviary ফটো এডিটরের কথায়। Aviary তে আপনি আপনার ফটো এডিটিং এর জন্য পাবেন সকল প্রয়োজনীয় ইফেক্ট। এই অ্যাপে রয়েছে rotating, cropping, correcting, and auto-enhancing ফাংশন যা আপনাকে ফটো এডিটিং এর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। এছাড়া Aviary তে আরো আছে tilt-shift, text input, cosmetic corrections ফাংশন। সবচেয়ে মজার কথা হল Aviary তে আপনি Meme জেনারেট করতে পারবেন।

Some App Features: 

  • One-tap auto enhance
  • Gorgeous photo effects and frames
  • Fun stickers
  • Color balance
  • Crop, rotate, and straighten your photo
  • Adjust brightness, contrast, color temperature, and saturation
  • Sharpen and blur
  • Color temperature Warmth
  • Color Splash
  • Focus Tilt Shift

Requires Android- 2.3 and up

Download link: Aviary Photo Editor

Play Store link: Aviary Photo Editor

PicsArt

Picsart সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। প্লে স্টোরে জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ গুলোর মধ্যে Picsart অন্যতম। ফটো এডিটিং ইফেক্ট থেকে শুরু করে ক্যামেরা অ্যাপ, ড্রয়িং টুল, সোশ্যাল প্লাটফর্ম সবই রয়েছে এতে। এই অ্যাপের সাহায্যে আপনি খুব সহজেই আপনার ফটো ফেসবুক, টুঁইটার এবং ইন্সটাগ্রামে শেয়ার করতে পারবেন।

Some APP Fetures:

  • PicsArt is a free photo editor, photo grid and collage maker, drawing tool and picture art network.
  • PicsArt Collage Maker allows to create amazing collages, using photo grid, free form collage maker, or using photos on backgrounds.
  • PicsArt Photo Editor provides tons of photo manipulations, masks, collages, frames, borders, stickers, text effects, clipart graphics, callouts, crop, rotate, color adjust and more!
  • PicsArt Effects are awesome artistic photo effects such as a stenciler, cartoonizer, sketcher, Orton, Lomo, vintage, cross process, HDR, fattal, pencil, Holgaart

Download Link: Picsart-Photo studio

Play Store Link:PicsArt – Photo Studio

Pixlr Express

Pixlr হল একটি ফ্রী ফটো এডিটিং অ্যাপ। Pixlr এর সাহায্যে আপনি খুব সহজে ফটো crop, re-size, এবং  fix করতে পারবেন। এছাড়া Pixlr এ রয়েছে  red-eye, এবং teeth whiten ইফেক্ট। আপনার তোলা ফটো কে আরো সুন্দর করে তুলতে Pixlr এ রয়েছে প্রায় ৬০০ এর বেশি effects, overlay এবং border.

Some App Features: 

  • Crop, resize, straighten and rotate images easily.
  • ‘Auto Fix’ photos for a one-click fix to balance out colors, adjusting for dark photos and poor lighting conditions.
  • Remove red-eye and whiten teeth with simple tools.
  • Overlays help you adjust the mood – amplify the tone, cool it down, or add surreal shades.
  • Lighting effects can add drama, sparkle or a grunge look. Easily adjust the intensity and orientation of each effect.
  • Finish off your photo process with the right border – pick a style that fits you.

Requires Android- 2.2 and up

Download link: Pixlr Express

Play Store link: Pixlr Express

Vignette:

Vignette সম্পূর্ণভাবে একটি ফটো এডিটিং অ্যাপ নয়। কিন্তু এতে রয়েছে ডিজিটাল জুম সমৃদ্ধ ক্যামেরা অ্যাপ এবং সেলফ টাইমার অপশন। এই অ্যাপ টির মূল আকর্ষণ হল এর vintage ক্যামেরা ইফেক্ট, যার মাধ্যমে আপনি আপনার তোলা ফটোতে Lomo, Diana, Holga, অথবা Polaroid লুক দিতে পারবেন। এছাড়া এতে রয়েছে double exposure সেটিং এবং photo-machine মোড। তবে এই অ্যাপে ফটো রোটেট করার বা ক্রপ করার কোন অপশন নেই।

Some App Features: 

  • Retro/vintage styles
  • LOMO/Diana/Holga toy camera styles
  • Instant camera styles
  • Cross-process, duotone, charcoal, tilt-shift and much more
  • Photo-booth and double-exposure
  • New: Touch to focus
  • New: Share your personalised saved effects with other Vignette users
  • Take pictures at your camera’s full resolution, even with effect (paid version only)
  • Use the flash and front-facing cameras on most devices

Requires Android- 1.5 and up

Download link: Vignette

Play Store link: Vignette

Adobe Photoshop Touch Phone

ফটো এডিটিং এর জন্য আরেকটি অ্যাপ যার কথা না বললেই নয় সেটি হল Adobe Photoshop Touch.

Adobe Photoshop Touch for Phone! যার প্লে স্টোর মুল্য ৫ ডলার!

ফিচারঃ

১) এই অ্যাপ এ পাচ্ছেন নানারকম ফটোশপ ফিচার যেমনঃ লেয়ার, সিলেকশন টুল, এবং নানারকম ফিল্টার যা ছবিকে করবে আকরষনীয়!

২) ক্লাসিক ফটোশপ ফিচারের মাধম্যে ছবি হবে আরো দারুন! ছবিতে যুক্ত করুন টেক্সট, স্ট্রোকস, ফেইডস ইত্যাদি!

৩) Photoshop Touch এর দ্বারা ছবিতে দিন নানা ইফেক্ট, সাথে আছে ফিল্টারিং ব্রাশ! মানে, ছবিকে ক্রিয়েটিভ করার অনেক উপাদানের সম্ভার আছে Photoshop Touch এ।

৪) Photoshop Touch এর সাহায্যে মুহুরতেই দুটি ছবিকে জোড়া দিতে পারেন। রিফাইন এজ ফিচারের দ্বারা কিছু সিলেক্টিভ অংশেও এডিট করতে। যেমনঃ মাথার চুল

৫) এই অ্যাপ এর সাথে পাচ্ছেন ফ্রি দুই জিবি ক্লাউড স্টোরেজ। তাই সহজেই আপনার ফটোগুলো ক্লাউডে সেভ করতে পারেন।

৬) সর্বচ্চো ১২ মেগাপিক্সেল এর ছবি এডিট করার সুবিধা আছে!

Developer: Adobe Systems

Google Play Store Rating: 3.9/5

Price: 4.99

Adobe Photoshop Touch

 

Level 0

আমি মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি \"মাসুদ রানা\"। আমি 13 ঘন্টা 55 মিনিট আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস