আশাকরি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আর বকবক না করে এখন কাজের কথায় আসি, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে এক ক্লিকেই রুট এবং আনরুট করবেন আপনার এন্ড্রয়েড ফোন।
প্রথমে এই ডাউনলোড লিঙ্ক হতে ডাউনলোড করুন।
মনেকরি, ডাউনলোড করা শেষ এবার ইনস্টল করার পালা। ইনস্টল করার জন্যে অ্যাপ্সটা সিলেক্ট করুন এবং ইনস্টল করুন। ইনস্টল করার সময় কোন সিকিউরিটি চেক আশে তাহলে নিচের ছবিটির দিকে লক্ষ করুন।
উপরে দেওয়া প্রসেস সম্পু্র্ণ করলে অ্যাপ্সটা ইনস্টল হবে। মনেকরি অ্যাপ্সটা ইনস্টল করা শেষ। এখন অ্যাপ্সটা ওপেন করি। অ্যাপ্সটা ওপেন করলে নিচে দেওয়া ছবির মত আসবে।
উপরে সবুজ বৃত্তের ন্যায় স্থানে ক্লিক বা টাচ্ করুন। এখন কিছুক্ষণ অপেক্ষা করুন আর দেখুন নিচের মত ছবি আসছে।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন টিক সম্বলিত Successfull নোটিফিকেশন। এর মানে আপনার সাধের অ্যান্ড্রয়েড ফোন এখন রুট হয়ে গেছে এবং KingUser নামে নতুন একটা অ্যাপ্স দেখতে পাবেন।
KingUser অ্যাপ্সটি ওপেন করুন।
ওপেন করলে নিচের ছবির মত আসবে, নিচের ছবির দিকে লক্ষ করুন।
এখন Ok তে ক্লিক করুন এবং নিচের ছবির দিকে লক্ষ করুন।
উপরে লাল চ্নিহিত স্থানে ক্লিক করুন।
উপরে লাল চ্নিহিত স্থানে ক্লিক করুন। ক্লিক করলে নতুন একটা পপ আপ বার্তা দেখাবে।
উপরে লাল চ্নিহিত স্থানে ক্লিক করুন এবং আপনার ফোন রিস্টার্ট দিন। আপনার ফোন আনরুট হয়ে গেছে। বুঝতে সমস্যা হলে টিউনমেন্ট এ জানাতে ভুলবেন না।
আমার ফেবু গ্রুপ লিঙ্ক- FB Group
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার জানা মতে এই অ্যাপ্সের ট্রিক্স অন্য কেউ শেয়ার করে নাই। যদি কেউ করে তাহলে ক্ষমা করে দিবেন।
আগামী টিউনে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত খোদাহাফেজ।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 189 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Vai root ki