প্রিয় টেকি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ApkTool তো নিলেন,এবার দেখে নিন তার সাতকাহন। decompile,recompile,signing, package name & app name changing সাথে xml file editing। আশা করি টেকনোলজির নতুন নতুন খবরে ভালই আছেন। কয়েক দিন আগে আমি ApkTool এর ডাউনলোড লিঙ্ক দিয়েছিলাম। আজ দেখাবো কিভাবে তা দিয়ে কাজ করাতে হয়।
যা যা লাগবে :
1.Apktool For Android,
2.Root explorer. অথবা যেকোন টেক্সট এডিটর।
এদের ডাউনলোড লিঙ্কঃ যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন।
এখান থেকে :p
বেশী লিঙ্ক দেয়ার ঝামেলায় জড়াতে চাইলাম না।
তো শুরু করা যাক।।
প্রথমে ApkTool ওপেন করে যে ফাইল এডিট করবেন সেই ফোল্ডারের ভেতর যান। তারপর ফাইলের উপর টাচ করুন অনেকগুলা মেনু আসবে Decompile All সিলেক্ট করুন।। কাজ শুরু হয়ে যাবে।
((:))
শেষ হলে এরকম মেসেজ দিবে
এই রকম একটা ফোল্ডার পাবেন। অর্থাৎ ফাইলের নাম এবং শেষে _src থাকবে
Androidmanifest.xml টা এবার রুট এক্সপ্লোরার অথবা যেকোন টেক্সট ফাইল এডিটর দিয়ে ওপেন করুন। রুট এক্সপ্লোরার দিয়ে করতে চাপ দিয়ে ধরে রাখুন।
পপ আপ মেনু আসবে। open with সিলেক্ট করুন
তারপর text editor
এটা হল প্যাকেজ নেম। এটা চেঞ্জ করে আপনি একই এপ বারবার ইন্সটল করতে পারবেন।
এডিট শেষে ব্যাক বাটন চাপুন। yes দিন .bak ফাইলটা ডিলেট দিন
তারপর res> Drawable-hdpi এইখানে যান।
এখানে এপলিকেশান এর বিভিন্ন ইমেজ ফাইল থাকে । আপনি এখান থেকে যেকোন ফাইল রিপ্লেস করতে পারেন। icon.png চেঞ্জ করলে এপএর আইকন চেঞ্জ হবে
value তে যান
strings ওপেন করুন
এটা চেঞ্জ করলে এপএর নাম চেঞ্জ হবে
then apktool ওপেন করেন সেই ফোল্ডারের উপর ক্লিক করে recompile করুন
শেষ হলে মেসেজ দিবে
then
সাইন করে নিন। নইলে ইন্সটল হবে না কইলাম। 🙁
.
.
বিশাল লিখলাম।।।
ভুল ত্রুটি ক্ষমা করবেন।
ভাল থাকবেন।। bye
আমি Ultimate SoHeL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
(আগে মানুষ হয়ে নেই? ইয়ারপর বায়োগ্রাফিক্যাল ইনফো লিখব।। ) ⊙ω⊙ আপাতত নামটা মুহাম্মদ সোহেল .(•ิ_•.... I Love techtunes..... ωαηηα ѕтαу ωιтн тєcнтυηєѕ..... ♥
আপনি মোবাইলের ফাইল মেনেজারের ব্যকগ্রাউন আপনার ছবি কমেনে দিলেন । বলবেন কোন সফ্ট ব্যবহার করেছেন।