ApkTool তো নিলেন,এবার দেখে নিন তার সাতকাহন। decompile,recompile,signing, package name & app name changing সাথে xml file editing।

প্রিয় টেকি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ApkTool তো নিলেন,এবার দেখে নিন তার সাতকাহন। decompile,recompile,signing, package name & app name changing সাথে xml file editing। আশা করি টেকনোলজির নতুন নতুন খবরে ভালই আছেন। কয়েক দিন আগে আমি ApkTool এর ডাউনলোড লিঙ্ক দিয়েছিলাম। আজ দেখাবো কিভাবে তা দিয়ে কাজ করাতে হয়।

যা যা লাগবে :
1.Apktool For Android,
2.Root explorer. অথবা যেকোন টেক্সট এডিটর।
এদের ডাউনলোড লিঙ্কঃ যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন।
এখান থেকে :p
বেশী লিঙ্ক দেয়ার ঝামেলায় জড়াতে চাইলাম না।
তো শুরু করা যাক।।

প্রথমে ApkTool ওপেন করে যে ফাইল এডিট করবেন সেই ফোল্ডারের ভেতর যান। তারপর ফাইলের উপর টাচ করুন অনেকগুলা মেনু আসবে Decompile All সিলেক্ট করুন।। কাজ শুরু হয়ে যাবে।

((:)) 

 

 

শেষ হলে এরকম মেসেজ দিবে
 

 

 

 

এই রকম একটা ফোল্ডার পাবেন। অর্থাৎ ফাইলের নাম এবং শেষে _src থাকবে
 

 

 

 

 Androidmanifest.xml টা এবার রুট এক্সপ্লোরার অথবা যেকোন টেক্সট ফাইল এডিটর দিয়ে ওপেন করুন। রুট এক্সপ্লোরার দিয়ে করতে চাপ দিয়ে ধরে রাখুন।

 

 

 

  পপ আপ মেনু আসবে। open with সিলেক্ট করুন

 

 

 

  তারপর text editor

 

 

 

এটা হল প্যাকেজ নেম। এটা চেঞ্জ করে আপনি একই এপ বারবার ইন্সটল করতে পারবেন।  

 

 

 

  এডিট শেষে ব্যাক বাটন চাপুন। yes দিন .bak ফাইলটা ডিলেট দিন

 

 

 

তারপর res> Drawable-hdpi এইখানে যান।  

 

 

 

  এখানে এপলিকেশান এর বিভিন্ন ইমেজ ফাইল থাকে । আপনি এখান থেকে যেকোন ফাইল রিপ্লেস করতে পারেন। icon.png চেঞ্জ করলে এপএর আইকন চেঞ্জ হবে

 

 

 

 value তে যান

 

 

 

strings ওপেন করুন  

 

 

 

  এটা চেঞ্জ করলে এপএর নাম চেঞ্জ হবে

 

 

 

then apktool ওপেন করেন সেই ফোল্ডারের উপর ক্লিক করে recompile করুন  

 

 

 

  শেষ হলে মেসেজ দিবে

 

 

 

 then

 

 

 

সাইন করে নিন। নইলে ইন্সটল হবে না কইলাম। 🙁  

 

 

 

.
.

বিশাল লিখলাম।।।
ভুল ত্রুটি ক্ষমা করবেন।
ভাল থাকবেন।। bye

Level 0

আমি Ultimate SoHeL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

(আগে মানুষ হয়ে নেই? ইয়ারপর বায়োগ্রাফিক্যাল ইনফো লিখব।। ) ⊙ω⊙ আপাতত নামটা মুহাম্মদ সোহেল .(•ิ_•.... I Love techtunes..... ωαηηα ѕтαу ωιтн тєcнтυηєѕ..... ♥


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি মোবাইলের ফাইল মেনেজারের ব্যকগ্রাউন আপনার ছবি কমেনে দিলেন । বলবেন কোন সফ্ট ব্যবহার করেছেন।

    Xposed installer ইউজ করে। আগামীতে টিউন আসছে

ধন্যবাদ ৷ কাজে লাগবে

ভাঈ, ডাউনলোড

অনেক সুন্দর একটা টিউন। ভাল লাগল। ধন্যবাদ।

    শুনে খুশি হলাম। টিউটমেন্টের জন্য ধন্যবাদ

ভাই। আমি ডাউনলোড করে আনজিপ করেছি। ইন্সটল করার পর data folder এর ত্রুটি দেখায়। কিভাবে বা কোথায় বা কোন ফোন্ডারে রেখে ইন্সটল করলে ভাল হয়- বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন। আবারও ধন্যবাদ।

    দেরি করার জন্য আমি খুবই লজ্জিত। আপনার default memory হিসেবে যদি ফোন মেমোরি হয় তাহলে ফোন মেমোরি তে Apktool ফোল্ডার রাখবেন ডাটা।। আর যদি External SD Card হয় তাহলে সেখানে।।

Level 0

সোহেল ভাই, আমাকে একটা এপস্ এর পেকেজ নেইম চেইন্জ করে দিবেন? আপনার নাম্বার টা দেওয়া যাবে?

    দয়া করে টিউটোরিয়াল টা ফলো করেন।। ফোন নাম্বার দেয়া মনে হয় নীতিমালায় নাই।

Level 0

ai apps ear package name change kor SajibCard deben

    টিউটোরিয়াল ফলো করেন।।

সবাইকে বলতেছি।। এটা কঠিন লাগলে আরও সহজ পদ্ধতি আনতেছি…… just wait and see টেকটিউন্স এর সাথেই থাকুন।। Thanks all

    আপনি লেখাটা কপি করে দেন।। পুরাটা দেখা যাচ্ছে না।।

    তারপর ও বলছি….. App info তে গিয়ে apktool এর ডাটা ক্লিয়ার দিয়ে দেখেন।। আর রুট করা থাকলে পারমিট দিন…

sh: can’t open ‘/data/data/per.pqy.apktool/mydata/apktool2.sh’

aita ase. apktool folder ta phone memory and sdcard e o rekhe try korsi but hoy na. ei error tai ase.

walton primo gh+, rooted, custom rom (s5) install kora.

@Ultimate_SoHeL: রুট পারমিশন দেয়ার পর decompile করতে পারছি বাট প্যাকেজ নেম চেন্জ করার জন্য xml ফাইল এর ভিতর কোন কোন লাইন change করতে হবে প্রসেসটা a 2 z একটা ভিডিও টিউটোরিয়াল করে আপলোড দিলে ভালো হতো।

    টিউনে ঠিক যেটুকু বলা আছে।। স্ক্রিনশট দেখেন ভাল করে।
    ধন্যবাদ